নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মামুনুল গ্রেফতার, সাধারণ মানুষ যা ভাবছেন

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৪



১। হ‌তে পা‌রে বাঁশখা‌লী চাপা দেবার জন্য মোহম্মদপুর গ্রেপ্তার। হোক, তবু তো হ‌লো।

২। শুধু আটক করলেই হবে না, চাই শরীয়াহ্ আইনে বিচার।

৩। মামুনুল হক গ্রেপ্তার হয়েছে। আসুন বাঁশখালীর পাঁচ শ্রমিকের মৃত্যু ভুলে যাই।

৪। মামুনুল হককে গ্রেপ্তার করা হল ২০১৩ এর মামলার গ্রেপ্তারি পরোয়ানায়। এতোদিন কেন গ্রেপ্তার করা হয়নি, এইসব প্রশ্ন
জনমনে থাকবে।

৫। ভণ্ড মামুনুল‌কে গ্রেপ্তা‌রের জন্য প্রশাসন‌কে ধন্যবাদ, বাঁশখালী হত্যার জন্য ঘৃণা।

৬। পবিত্র রমজান মাসে আল্লাহ শয়তানকে শেকলে বন্দী করে রাখে, আর দুনিয়ার শয়তান পায়ুনুলকে সরকার বন্দী করলো। আমিন। ইসলাম ধর্ম নিযে ব্যবসা করা আর পবিত্র ধর্মের অপব্যবহার করা মামুনুলের গ্রেফতার হওয়া সবই আল্লাহর ইচ্ছে।

৭। ধর্ম ব্যাবসায়ী, মানবিক বিয়ের প্রবর্তক গ্রেফতার। উটপাখির ডিম থেরাপির মাধ্যমে মেহমানদারির দাবি জানাই।

৮। একজন মামুনুল হক গোটা আলেম সমাজের জন্য কলঙ্ক।

৯। রিসোর্ট কেলেঙ্কারির হোতা মানবিক বিয়ের জনক নাশকতার উস্কানিদাতা উগ্রবাদী হেফাজতী মামুনুল হক গ্রেফতার।
ঈদের আনন্দ যেন আগেই!

১০। ইসলামের শত্রু, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু,ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীর কঠিন শাস্তি চাই।

১১। রোজার মাসে বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান, ধর্মের নামে অধর্ম প্রচারকারী, গ্রেপ্তার হলো।

১২। ইসলাম ধর্ম হেফাজত করার নামে ধ্বংস করে দিচ্ছিল ওরা, বাংলাদেশে ওদের হাত থেকে আগে ইসলামের ইজারাদারিত্ব বাতিল করা হোক তাতেই ইসলাম বেশি গুনান্বিত হবে, কলঙ্কমুক্ত হবে। দেশের মানুষ শান্তিতে থাকবে।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৪। মামুনুল হককে গ্রেপ্তার করা হল ২০১৩ এর মামলার গ্রেপ্তারি পরোয়ানায়।
এতোদিন কেন গ্রেপ্তার করা হয়নি, এইসব প্রশ্ন জনমনে থাকবে। কথা সত্য

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: মামুনুল বদমাশ। তা বলার অপেক্ষা রাখে না।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই , ১ নং এবং ৪ নং এর ব্যপার দুটা সঠিক হইবার পারে আর বাকী গুলি নিয়ে কোন মন্তব্য নেই।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে ‘নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতা
পাওয়ায়' মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাে গেছ। কি আজব !!

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: আপনার কি জ্বলছে তাতে?

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৬

অক্পটে বলেছেন: ১নং এবং ৪নং ওকে বাকীগুলো শুধুই আপনার ভাবনা এবং কানা আ.লীগের ভাবনা হতে পারে। দেশটা শুধুই আ.লীগেরই নয়। হেফাজতেরও। সব লোক দেখানো গ্রেফতার ইত্যাদি ইত্রাদি। হেফাত লীগেরই লোক।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকদের সাপোর্ট করবেন না প্লীজ।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

সভ্য বলেছেন: যে কাজ আরও আগে করা উচিত ছিলো সেটা করেছে এখন। দেখতে হবে এটা ও কোনো গেমস কিনা।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৬

ফটিকলাল বলেছেন: পুরো আলেম সমাজের প্রায় সবাই কিন্তু মামুনুলকে সমর্থন দিয়েছে। হাতে গোনা সরকার সমর্থিত মুখে চেনা কিছু আছেন যারা মামুনুলের বিরুদ্ধে।

সেক্ষেত্রে আপনার বক্তব্য কি?

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথও যদি ময়লার স্তূপকে সুন্দর বলে। সেটা সুন্দর হয়ে যাবে না।
আলেম সমাজ আর মামুনুল তো ভাই ভাই। এরা একই জাতের।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেভাবে গ্রেফতার হলেন মামুনুল হক

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: ওকে।

৮| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই আবালকে নিয়ে আমার কোন বক্তব্য নেই।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: দেশের শিক্ষিত সমাজের চুপ করে থাকলে হবে না।

৯| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পুরো আলেম সমাজ মামুনলকে সমর্থন দিয়েছিল কারন তারা দেখেছে তারা সকলেই মামুনুলের মতো।২০১৩ সালের কেস এতদিন
তদন্তাধীন ছিল,ঐকেসে আরো অনেকে গ্রেপ্তার হবে,কেবল শুরু।বাবুনগরীকে দিয়ে শেষ হবে।
নতুন শব্দ পায়ুনুল।
শরিয়া আইনে বিচার হলে কেউ রেহাই পাবে না,এ বড় জংলী আইন।
বাঁশখালীর মৃত্যু ভুলে গেলেও শ্রমিকের মনে দাগ থাকবে বহু দিন।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১০| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই আবালকে নিয়ে আমার কোন বক্তব্য নেই।
উহাকে শুলে চড়িয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: তা সম্ভব না। দেশে আইন আছে।

১১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২১

চেংকু প্যাঁক বলেছেন:

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: চিন্তার বিষয়।

১২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭

সাইন বোর্ড বলেছেন: মাঝে মাঝে আপনার মেধার তারিফ করি, মামুনুল গ্রেফতার হওয়ার পর পরই পুরো জাতির ভাবনাকে ধারণ করা চাট্টি খানি কথা !

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: হা হা হা---
কি যে বলেন!

১৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



৫ তারা হোটেলের বদলে সরকারী হোটেলে।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সব নিয়তি। ঠিক নিয়তি না। কর্মফল।

১৪| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৬

জিল্লুর রহমান রিফাত বলেছেন: তেঁতুল কবে মিঠা হয়া যাইবো আমি আপনি টের পামু না।

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: হুম, সেই সম্ভবনা আছে।

১৫| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৫৯

লাতিনো বলেছেন: শরয়ী আইন অনুযায়ী মামুনুলের শাস্তি হল বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। কিন্তু এটাতো বর্বর জংলী আইন। সরকার কি আর এতটা বর্বর হতে পারবে?

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: দেশ তো শরীয়া আইনে চলে না।

১৬| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২২

রানার ব্লগ বলেছেন: মামুনুল এর গ্রেফতারে যাদের কলিজা পুড়ে যাচ্ছে তাদের জন্য আরো কলিজা পোড়ানো কয়লা আসছে সামনে। উপভোগ করুন।

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ঝেড়ে কাশুন।

১৭| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আপনার কি জ্বলছে তাতে?
আমার জ্বলারও কিছু না্ই নিভারও কিচু নাই
তবে আপনাকে নিয়ে মানুষ কানাঘুষা
করে তাই খারাপ লাগে!

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: যারা কানাঘুষা করে তাদের জন্য আমার মায়া হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.