নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সূরা বনী ইসরাঈল

১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১


বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সূরা বণী ইসরাঈল আয়াত ৮২ 'তে আল্লাহপাক বলেছেন, আমি এ কুরআনের অবতরণ প্রক্রিয়ায় এমন সব বিষয় অবতীর্ণ করছি যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত এবং জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী মহানবী (সা.)'র মে'রাজ একটি সুনিশ্চিত ঘটনা। মাত্র এক রাতেই মহান আল্লাহ বিশ্ব নবীকে (সা.) মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় এবং সেখান থেকে আকাশ গুলোতে ভ্রমণ করিয়েছেন। সুবাহানাল্লাহ।

'বনী-ইসরাঈল' বা সূরা 'ইসরা' কুরআনের ১৭ তম সূরা।
এর আয়াত সংখ্যা ১১১ টি এবং এর রূকুর সংখ্যা ১২ টি। বনী-ইসরাঈল সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা মুহাম্মাদ এর মেরাজের কথা, পিতা-মাতার ও আত্মীয়-স্বজনের হক, এতিমদের সম্পর্কে, ওয়াদা করার সম্পর্কে, নামায সম্পর্কে, রূহু সম্পর্কে বলা হয়েছে। বনী ইসরাঈল এই সূরার আলোচ্য বিষয় নয়। বরং এ নামটিও কুরআনের অধিকাংশ সূরার মতো প্রতীক হিসেবেই রাখা হয়েছে। সূরাটি মহানবী (সা.)-এর মক্কার জীবনের একেবারে শেষের দিকে অবতীর্ণ হয়েছে। সূরা বনী ইসরাঈল অনলাইনে পড়তে চাইলে এ সূরার দুটি নাম রয়েছে। উপমহাদেশে এটি সূরা 'বনি ইসরাঈল' নামে পরিচিত, তবে আরব বিশ্বে সূরাটি ‘আল ইসরা’ নামে সমধিক প্রসিদ্ধ।

সতর্ক করা হয়েছে মক্কা কাফেরদেরকে।
তাদেরকে বলা হয়েছে, বনী ইসরাঈল ও অন্য জাতিদের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর দেয়া যে অবকাশ খতম হবার সময় কাছে এসে গেছে তা শেষ হবার আগেই নিজেদেরকে সামলে নাও। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও কুরআনের মাধ্যমে যে দাওয়াত পেশ করা হচ্ছে তা গ্রহণ করো। অন্যথায় তোমাদের ধ্বংস করে দেয়া হবে এবং তোমাদের জায়গায় অন্য লোকদেরকে দুনিয়ায় আবাদ করা হবে। ‘রাসুলুল্লাহ (সা.)- এর অভ্যাস ছিল, প্রতি রাতে তিনি সুরা 'বনি ইসরাঈল' পাঠ করে ঘুমাতে যেতেন। বনি ইসরাঈল অর্থ ইসরাঈলের বংশধর। হজরত ইয়াকুব (আ.)-এর অন্য নাম ইসরাঈল।

সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-
'নামায কায়েম কর সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত এবং ফজরে কুরআন পড়ারও ব্যবস্থা কর, কারণ ফজরের কুরআন পাঠ পরিলক্ষিত হয়ে থাকে'। এ আয়াতে পাঁচ ওয়াক্ত নামাযের সময় সূচির প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে- দুপুর থেকে জোহরের সময় শুরু হয় এবং সূর্যাস্ত পর্যন্ত আসরের নামাযের সময় থাকে।
সুরা নাহলে বলা হয়েছে যে কোরআন আল্লাহর প্রেরিত গ্রন্থ আর সুরা বনি ইসরাঈলে কোরআনময় সমাজ গঠনের রূপরেখা বর্ণনা করা হয়েছে। সুরা বনি ইসরাইলের ২ থেকে ৮ নম্বর আয়াতে বনি ইসরাইলের ঘটনাবহুল ইতিহাসের কিছু অংশ তুলে ধরা হয়েছে। ৪ নম্বর আয়াতের পর থেকে ইহুদিদের দু'টি দুর্নীতি ও বিদ্রোহের কথা উল্লেখ করা হয়েছে।


আগের পোষ্ট গুলোঃ
১। সূরা আল ফাতিহা
২। সূরা বাকারা
৩। সূরা আল ইমরান
৪। সূরা আন নিসা
৫। সূরা মায়েদা
৬। সুরা আন’য়াম
৭। সূরা আল আরাফ
৮। সূরা আনফাল
৯। সূরা আত-তাওবা
১০। সূরা ইউনুস
১১। সূরা হুদ
১২। সূরা ইউসুফ
১৩। সূরা রাদ
১৪। সূরা ইবরাহীম
১৫। সূরা হিজর
১৬। সূরা নাহল

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আল্লামা রাজিব নুর বিক্রমপুরী্।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আমি মানুষ ঠকাতে পারবো না।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৬

ইসিয়াক বলেছেন: যা আপনি বিশ্বাস করেন না তা নিয়ে পোস্ট দেন কেন? নাকি সুক্ষ্মভাবে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করতে চান?
যদি তাই হয় তবে আমি এর তীব্র প্রতিবাদ করছি। আপনি এমনটি করতে পারেন না।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: আপনাকে বলেছি আমি বিশ্বাস করি না?
আমার মতো একজন মানুষ একটা ধর্মকে হেয় কেন করবে? লাভ কি?

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইসিয়াক বলেছেন: যা আপনি বিশ্বাস করেন না তা নিয়ে পোস্ট দেন কেন?
নাকি সুক্ষ্মভাবে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করতে চান?

ইসিয়াক ভাই এতদিনে তার বন্ধুর স্বরূপ উন্মোচন করলেন !!
খানসাব এমন পোস্ট দেন যাতে করে তার গুরু ও লাল গরু
ইসলামের বিপক্ষে কিছু বলার ছিদ্র খুঁজে বের করেন এবং
খান সাব মনে মনে হাততালি দিতে পারে।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: মুরুব্বী মন্তব্যের উত্তর মুরুব্বীর মতো হয় নি। দুষ্টলোকদের মতো হয়েছে।

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


হুজুর, আপনি ধর্ম নিয়ে আর কোন পোস্ট দিয়েন না।
এটা আপনার কাজ না।
এটার জন্য নকিব সাহেব আছেন।
এই সব বাদ দেন।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আসলে আমি পড়ছি, জানছি। খুব ভালো লাগছে। তাই আপনাদের সাথে শেয়ার করছি। ভুল টূল থাকলে আপনারা ধরিয়ে দিবেন। ব্যস এই টুকুই।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগে ধর্ম প্রচারক ও প্রশ্নফাঁসদের অভাব নেই, আপনি অকারণে সময় ব্যয় করছেন।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: কি করবো? হাতে অনেক সময় আছে।

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১০

রানার ব্লগ বলেছেন: যদি ধর্ম সঠিক বলে থাকে তার অর্থ আল্লহতায়ালা ঘোষণা দিচ্ছেন মানব জাতিকে ধ্বংস করে অন্য জাতি কে পৃথিবীতে আনা হবে যদি তারা সঠিক পথে না আসে।


এখানে আমার ভাবনা বলে তাহলে ভবিষ্যতে অন্য কোন প্রজাতির আগমন ঘটবে মানব জাতির ধ্বংসের পরে।

তার কেমন হবে?

এলিয়েন বলে আমরা যে প্রানীর আকার কল্পনা করি তারাই কি?

যদি সময়ের কথা চিন্তা করি, তাহলে ভবিষ্যতের প্রজাতির আবির্ভাব হয়ে গেছে আমরা আসলে অতিতে বাস করছি।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪০

সাইন বোর্ড বলেছেন: মানুষের চরিত্র নিয়ে আরো বিস্তর গবেষণা দরকার ।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: গবেষা যথেষ্ঠ হয়েছে।

৮| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৪

ভুয়া মফিজ বলেছেন: ইসিয়াক বলেছেন: যা আপনি বিশ্বাস করেন না তা নিয়ে পোস্ট দেন কেন? নাকি সুক্ষ্মভাবে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করতে চান? যদি তাই হয় তবে আমি এর তীব্র প্রতিবাদ করছি। আপনি এমনটি করতে পারেন না। আপনি বুঝতে পেরেছেন দেখে ভালো লাগলো। কেউ কেউ তো রাজীব নুরের এই ধরনের পোষ্ট দেখে প্রশংসা করে আলহামদুলিল্লাহ-ও পড়ে ফেলে! এই কেউ কেউরা এমনই বেকুব কিসিমের মানুষ! এরা ব্লগার হলো কিভাবে, এইটাই আমার মাথায় ঢোকে না!!! :(

রাজীব নুরকে আরো ভালোভাবে জানতে ভিজিট করুন view this link। মন্তব্য সবগুলো ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: সহজ ভাবে দেখুন। প্রথমেই শত্রু ভাবলে হবে?

৯| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪০

জিকোব্লগ বলেছেন:

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১০| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলামের খারাপ দিকগুলোর বিস্তারিত আলোচনা সময়ের দাবী।আলোচনার ফলেই আজ বেশীর ভাগ মানুষ ধর্ম থেকে বেরিয়ে আসছে।নামে মানুষ ধর্মে আছে পালন করে খুব কম সংখ্যক মানুষ।নামাজ শুধু শুক্রবারে এসে ঠেকেছে অন্য সময় মসজিদগুলো খালিদ থাকে।নবীর দেখানো পথ ছয় বছরের মেয়েকে বিবাহ করা নাই বললেই চলে।আল্লাহর হালাল করা দাসী সহবত আজ আর প্রকাশ্যে কেউ করে না।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: হ্যা দেশ এভাবেই এগিয়ে যাচ্ছে।
এখন কেউ তাবিজকবচ আর পানি পড়া বিশ্বাস করে না।

১১| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:৩৮

লাতিনো বলেছেন: লাল ছাগল যথারীতি ল্যাদাতে এসেছে। ওরে লাল ছাগল! তোর মরা বাবা মায়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে লজ্জা লাগেনা? এখানে আবার একটা পল্টি খাওয়া সাগ্রেদ জুটিয়েছিস। চালিয়ে যা। তোর মত কিছু ছাগল আছে বলেই পোন্দানি গেম এখনও চালু আছে।

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি একজন নোংরা মানুষ। তা আপনার মুখের ভাষায় প্রমানিত।

১২| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৪

লাতিনো বলেছেন: যারা নোংরা, তাদের সাথে নোংরামী করাই আমার রীতি। আমি মারামারি করে বড় হওয়া মানুষ। তাই নোংরামির জবাব নোংরামিতেই দেই।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: ভুল কথা। রাগের কথা।
শুধু মানুষকে ভালোবেসে যান। তাহলে একদিন শত্রু এসে আপনার কাছে মাথা নত করবে।

১৩| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: মুরুব্বী মন্তব্যের উত্তর মুরুব্বীর মতো হয় নি। দুষ্টলোকদের মতো হয়েছে।

আমি সবসময় আপনাকে ভালো উপদেশ দেবার চেষ্টা করি
আপনি্ যদি তাকে দুষ্টামি বলেন, তা হলে করার কিছু নাই।
তবে আবারো বলবো যা বলবেন তা দৃঢ় ঈমানের সাথে
বলবেন। দোদিল বান্দার মতো করে নয়।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ওকে। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.