নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটি হাদীস

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৯

ছবিঃ আমার তোলা।

একদিন হযরত আবু হোরায়রা (রা.) রাসুল (সা.) এর নিকট এসে কাঁদছেন।
রাসুল (সা.) জিজ্ঞেস করলেন, হে আবু হোরায়রা তুমি কেন কাঁদছ?
আবু হোরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন।
রাসুল (সা.) বললেন, কেন তুমি কি কোন বেয়াদবী করেছ?
আবু হোরায়রা বললেন, না হুজুর কোন বেয়াদবী করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করল আর বলল, হয়ত আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ (সা.) এর দরবার ছাড়বি।
আমি বললাম, ও আমার মা। তুমি বুড়ি মানুষ। তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও। তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না।

তখন রাসূল (সা.) বলেছেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ? আমার তো এখানে কিছুই করার নেই।
হযরত আবু হোরায়রা (রা.) বললেন, হে রাসূল আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই।
রাসুল (সা.) বললেন, তাহলে কেন এসেছ?
আবু হোরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন, যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করেন।

তখনই সাথে সাথে রাসুল (সা.) হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, 'হে আল্লাহ! আমি দোয়া করি আপনি আবু হোরায়রার আম্মাকে হেদায়েত করে দেন।'

রাসুল (সা.) দোয়া করলেন আর আবু হোরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন। পিছন থেকে কয়েকজন লোক আবু হোরায়রার জামা টেনে ধরল এবং বললো, হে আবু হোরায়রা! তুমি দৌড়াচ্ছ কেন?
তখন আবু হোরায়রা বললেন, ওহে সাহাবীগণ তোমরা আমার জামা ছেড়ে দাও। আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছলাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে।

হযরত আবু হোরায়রা দরজায় নক করতে লাগলো।
ভিতর থেকে তার মা যখন দরজা খুললো তখন আবু হোরায়রা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে।
মা বললেন, হে আবু হোরায়রা! তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোন খারাপ জায়গায় যায়নি। কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হোরায়রা! আমি গোসল করেছি। আমাকে তাড়াতাড়ি রাসুল (সা.) এর দরবারে নিয়ে চল।

তখনই সাথে সাথে আবু হোরায়রা তার মাকে রাসুল (সা.) এর দরবারে নিয়ে গেলেন। আর তার মাকে সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪১

জিকোব্লগ বলেছেন:

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫১

নূর আলম হিরণ বলেছেন: আবু হুরায়ার বয়স কত ছিল, তার মা যখন তার গায়ে হাত তুলছিল?

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: সঠিক হিসাব কারো আকছে নেই। তাই মনে মনে কিছু একটা ধরে নিন।

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নবীর কি খাত্না হয়েছিল।এই বিষয়ে কোন হাদিস আছে কি?

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: আমি সঠিক জানি না। জেনে আপনাকে জানাবো।

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

Modern Hujur!

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: আমি হুজুর না।
আমি একজন আধুনিক মানুষ।

৫| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


যারা আজে বাজে প্রশ্ন করছে
তাদের উপযুক্ত জবাব দ্নি
রাজীব নূর বিক্রমপুরী !!

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: আমাকে কুকুর কামড় দিলে আমি কুকুরকে কামড় দিতে পারি না।

৬| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৩

সিগনেচার নসিব বলেছেন: হাদিস পড়লাম অতঃপর মন্তব্য রেখে গেলাম।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।

৭| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪১

জিকোব্লগ বলেছেন:



লেখক বলেছেন: দুঃখজনক।


১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪১

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হাদিসটির সূত্র উল্লেখ করলেন না কেনো?
সূত্র উল্লেখ না করলে এটি একটি গল্প হয়ে গেলো!!

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪২

রাজীব নুর বলেছেন: এটা সঠিক আছে।

৯| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:০০

জিকোব্লগ বলেছেন:



লেখক বলেছেন: হুম।
-

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আপনি একটু বেশী করছেন। এটা কি আপনার মনে হয় না?

১০| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৯

জুল ভার্ন বলেছেন: বাহ ভালো লাগলো।

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:২৮

লাতিনো বলেছেন: মুসলিম শরীফের ৬৫৫১ নং হাদীস এটা। তিরমিজী শরিফেও আরেকটু বিস্তারিত এসেছে। তবে হাদীসটি নিয়ে আমার একটু প্রশ্ন আছে। রাসূল (স) দোয়া করলেই যদি কোন মুশরিকের হিদায়াত নসীব হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠায় তিনি এত কষ্ট করলেন কেন? দোয়া করেই তো সবার হিদায়াত করে ফেলতে পারতেন। তাই না?

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: সব দোয়া সবার উপর সমান কাজ করে না।

১২| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮

জিকোব্লগ বলেছেন:



লেখক বলেছেন: আপনি একটু বেশী করছেন। এটা কি আপনার মনে হয় না?

আপনিতো বারংবার ডিগবাজি খেলেন। এমন কি ব্লগ মডুর সাথেও
এটা কি আপনার কাছে খুব বেশী মনে হচ্ছে না? @রাজীব নুর

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: ডিগবাজি খাই নি। এটাকে ডিগবাজি খাওয়া বলে না।
আমি তো একটা প্রচলিত হাদীস পোষ্ট করেছি।
এই হাদীস তো আমি বানাই নাই।

১৩| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০০

এস এম মামুন অর রশীদ বলেছেন: ডিগবাজী নুর কিংবা গিরগিটি নুর—নামে কিবা আসে যায়, আচরণেই প্রকাশ যদি।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আমার আচরন সুন্দর। আমি হাস্যমুখী মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.