নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৮১

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৬



একুশ দিন হয়ে গেলো!
সেভ করি না। সাধারনত আমি সপ্তাহে দুইবার সেভ করি। আগে সপ্তাহে তিনবার করতাম। তখন অফিসে যেতে হতো। মিটিং থাকতো। নানান রকম লোকের সাথে দেখা সাখাত করতে হতো। সেভ করবো-করবো করে আর করা হয় নি। এদিকে একুশ দিন পার হয়ে গেলো। আসলে, আমার রেজারের ব্লেড শেষ। এর মধ্যে বেশ কয়েকবার বাজারে গিয়েছি কিন্তু ব্লেড কিনতে মনে ছিলো না। দাঁড়ি গুলো বেশ লম্বা হয়েছে। আমার সমস্যা হলো চুল আর দাঁড়ি লম্বা হয়ে গেলে মায়া পড়ে যায়। তখন আর চুল-দাঁড়ি কাটতে ইচ্ছা করে না। যত্ন নিয়ে এতদিন শ্যাম্পু-কন্ডিশনার দিয়েছি। তেল দিয়েছি। জেল দিয়েছি। চুল আচড়েছি। আর সেলুন ওলা মুহুর্তের মধ্যে ঘচাং করে কেটে দিবে! তা হবে না। তা হবে না।

গতকাল দাড়িতে শ্যাম্পু দিয়েছি।
কন্ডিশনার লাগিয়েছি। চুলে যেভাবে শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগায় আমি ঠিক তাই করলাম। সারাদিন দাঁড়ি গুলো ঝকমক করেছে। ভাবছি দাঁড়ি রেখে দিবো। মায়া পড়ে গেছে। অবশ্য এরকম হাজার বার ভেবেছি শেষমেশ আর দাঁড়ি রাখা হয়নি। এবারও হবে না। জানি আমি। আসলে করোনার কারনে দীর্ঘদিন সেলুনে যাচ্ছি না। মাথা ভর্তি চুল। ঘরে না হয় সেভ করলাম। চুল তো ঘরে কাটাতে পারি না। অবশ্য সেলুন ওলাকে ফোন দিলে বাসায় এসে চুল কেটে দিয়ে যাবে। কিন্তু অনেক টাকা নেবে। এখন ফালতু কাজে টাকা খরচ করার সময় না। চারিদিকে করোনা। চুল দাঁড়ি তো আর ভাত মাছ চাচ্ছে না।

ঠিক করেছি ঈদের পর চুল-দাঁড়ি কাটাবো।
যদিও বাসার লোকজন প্রতিদিনই বলছে চুল কাটাতে, সেভ করতে। কিছু কিছু ব্যাপারে আমার গাড়ের রগ আবার ত্যারা। সিদ্ধান্ত যখন নিয়েছি ইদের পর কাটাবো। তাই ঈদের আগে চুল কাটাবো না। ফাইনাল। সবচেয়ে বড় কথা মাথার এলোমেলো চুলে আর মুখে খোঁচা খোঁচা দাড়িতে আমাকে ভালোই লাগছে। বাংলা সিনেমার একজন দরিদ্র নায়কের মতো লাগছে। যে সততার কারনে দরিদ্র। সে চাইলে গাড়ি বাড়ি করতে পারতো। আমার এই চুল দাঁড়ি দেখে কোনো মেয়ে হয়তো আমার প্রেমে পড়ে যাবে।

সারারাত ঘুমাই না।
সেহেরি খেয়ে তারপর বিছানায় যাই। যদিও আমি রোজা রাখি না। কিন্তু ইফতারীটা সময় মতো করি। সেহেরি আর ইফতার করার কারনে কিছু সোয়াব তো পাবো। হে হে...। ইফিতারীতে নানান রকম আইটেম থাকে। এটা আমার খুব ভালো লাগে। বাসায় যতই এটা সেটা তৈরি করুক। তবু দোকান থেকে কিছু না কিছু আনতে হয়'ই। রোজা পাঁচটা হয়ে গেলো- এখনও চিকুন জিলাপীটা খাই নি। বেশীর ভাগ দোকানে মোটা জিলাপী বানায়। যেটাকে শাহী জিলাপী বলে। আমার সমস্যা হলো হালীম নিয়ে। বাসার হালিম আমার কাছে দোকানের মতো স্বাদ লাগে না। কারন কি?

বয়স বাড়লে মানুষের অনেক পরিবর্তন হয়।
আমি আমার পরিবর্তন গুলো খুব বুঝতে পারছি। আগে আমি মাছের মাথা খেতাম না। এখন মাছের মাথা খেতে ভালো লাগে। একসময় একশন মুভি ভালো লাগতো, এখন মারামারির মুভি দেখি না। একসময় প্রেম ভালোবাসার উপন্যাস পড়তে ভালো লাগতো। এখন ইতিহাস আর প্রবন্ধের বই পড়তে ভালো লাগে। আগে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে ভালো লাগতো না। এখন অতি সামান্য বিষয় নিয়েও ঘন্টার পর ঘন্টা ভাবতে ভালো লাগে। ইদানিং মনে হচ্ছে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:





আপনি আল্লাহের রাস্তায় আছেন, নাকি মামুনুল হক আল্লাহের রাস্তায় আছে?

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- একজনও না।

২| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৩

আমি রানা বলেছেন: হে হে হে

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কখনো মাসে একবার কখনো দুই মাসে ৩ বার দাড়ি ফেলি। আজকে সেলুনে গিয়ে দাড়ি ছটিয়ে পরিপাটি করে এসেছি। রেখে দিবো।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: সেলুনে যেতে ভয় পাচ্ছি করোনার জন্য।

৪| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আমারও একই অবস্থা, যদিও ২০১৫ সালের পর হতে আমি একেবারে ক্লিনশেভ করি না, খোঁচা খোঁচা রাখি। কিন্তু এবার একটু বেশিই বড় হয়ে গেছে। আর ২০১৬ সালের পর হতে শ্যাম্পুও ব্যবহার করি না। মোটকথা, প্রসাধনী বলতে সাবান এবং টুঠপেস্ট ছাড়া আর কিছুই আমি ব্যাবহার করি না। অনর্থক মনে হয়

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: এটা ভালো। আপনি মিতব্যয়ী।

৫| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৪

নীলসাধু বলেছেন: ভালো লাগলো দিনলিপি :)
শুভেচ্ছা-

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দাড়ি রেখে দিতে পারেন।
পৃথিবীর অন্যতম সেরা সুদর্শন প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার জাস্টিন ট্রুডোও তো করোনার সময় দাড়ি রেখে দিয়েছেন।
তাকে দেখতে বড়ই সৌন্দর্য লাগে।
আপনাকেও লাগবে।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: তাঁর একটা ছবি দেখান তো।

৭| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাদা কালো দাড়ি ভালই লাগে।কিন্তু আমার সব দাড়ি সাদা তাই রাখা হয় না।সন্তানরা বকা দেয়।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: আমার প্রায় ৬/৮ দাড়ি সাদা হয়েছে।

৮| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

ওমেরা বলেছেন: সেহেরী খান ———————-ইফতার খান।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: আমি রাজীব নূর খান।

৯| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অবাঞ্ছিত লোমগুলো আসলে যথেষ্ট বিরক্তিকর
এগুলোর সব থেকে কোন ক্রমেই মুক্তি মেলে না।
আফসোস!

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: এগুলোরও দরকার আছে।

১০| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি এখন সেহেরি আর ইফতারসহ ৫ বেলা খাচ্ছেন।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: এজন্য আমি অল্প অল্প করে খাই।

১১| ২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: এগুলোরও দরকার আছে।

নিম্নাঙ্গের লোমের কী দরকার আছে ?
ব্যাখ্যা করুন।

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: হ্যা দরকার আছে। এবং বিজ্ঞান ই সেটা বলেছে।
ব্যাখ্যা পরে দিবো।

১২| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৮

জুল ভার্ন বলেছেন: আমি এখন আর সেভ করিনা। তিন দিন পর পর ট্রিমার চাই ১ পয়েন্টে।

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।

১৩| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আসলে স্যম্পু, স্নো, ফ্রেশওয়াশ, জেল.... এসব প্রসাধনীর আমি কোনো প্রয়োজনীয়তাই দেখি না।

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই প্রয়োজন।

১৪| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪১

কাওসার চৌধুরী বলেছেন:




৮)
@ ওমেরা'র কমেন্ট পড়ে হেসেই খুন!
প্রতি উত্তরটা আরো ক্রিয়েটিভ হইছে!!

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা হা---

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.