নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশের সাধারন মানুষের ভাবনা গুলোই সঠিক

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১১



১। ইসরাইলে সব নাগরিককে টিকা দেয়া শেষ। স্কুল-কলেজ খুলে দিয়েছে। কাউকে মাস্ক পরতে হবে না।

২। সবাই "লালসালু" প‌ড়ে পাশ ক‌রে, আর বিশ্বাস ক‌রে মামুনুল হক‌কে!

৩। আপনি ডাক্তার,কিংবা পুলিশ বা ম্যাজিস্ট্রেট, যাই হন না কেনো, সবার আগে আপনাকে প্রকৃত মানুষ হতে হবে। মনুষ্যত্ব এবং মানবিক আচরণ জীবনের জন্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ।বিনয়ী হওয়া প্রত্যেকটা প্রফেশনেরই মহাঔষধ।

৪। গত বছর লকডাউনে খেটে খাওয়া মানুষের পাশে অনেককেই দেখেছিলাম। এবার কাউকে দেখছি না কেন?

৫। দেশের প্রতিটি কারাগারে মসজিদ তথা ইবাদত-বন্দেগীর জায়গা আছে। আদালতে উঠে ইবাদতের জায়গা চাওয়া মানে আদালত ও মানুষের সিম্প্যাথি আদায়ের চেষ্টা এবং ধর্মের নামে ভণ্ডামি।

৬। বাঁচা-মরার সিদ্ধান্ত আপনার হাতেই একটু ভাবুন জীবন একটাই।

৭। গতকাল তারাবীহর নামাজের পর আফগানিস্তানের মসজিদে গুলি। একই পরিবারের ৮ জন নিহত।

৮। এই লকডাউনের কারণে লোকসান দেখিয়ে কিছু প্রতিষ্ঠান হাফ বেতন দেবে, কিছু প্রতিষ্ঠান বেতন ফুল দিলেও ঈদ বোনাস দেবে না, কিছু প্রতিষ্ঠান বেতনই দেবে না আবার বোনাস! এই বেতন-বোনাস না পাওয়া বড় অংশই হচ্ছে মধ্যবিত্ত ও নিম্মমধ্যবিত্ত। যারা ত্রাণ নিতে বা চাইতে জানে না। হাত পাততেও জানে না। তাদের কী হবে?

৯। যাদের পাওয়ার নাই, মন্ত্রী আত্মীয় নাই, ডাক্তার-ম্যাজিস্ট্রেট-পুলিশ হওয়ার মুরোদ নাই- তাদের ব্লগ আছে, আর ফেইসবুক আছে!

১০। খ্যাতি এবং প্রতিষ্ঠা এই দু'টো জিনিস সকলেই চায়। তবে দিনশেষে এই দুটি জিনিস পাওয়ার প্রক্রিয়া তাকে করে তোলে একাকী এবং নিঃসঙ্গ।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৭

ইসিয়াক বলেছেন: এটা জায়গাটা কোথায়?

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: এটা আমার বাড়ির ছাদ। আমার আম গাছ। এই ছবি আপনি কোথায় পেলেন? হায় হায়।

২| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৯

ইসিয়াক বলেছেন: ব্যস্ত মানুষ

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: হায় হায়-- এটা তো আমি। বিকেলে গাছে পানি দিচ্ছি। এই ছবি কোথায় পেলেন???!!!

৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশে দীর্ঘ সময় ধরে থাকলে, জাপানীরাও বানরে পরিণত হতে পারে।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: মানে কি?

৪| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:


একাকিত্ব বা নিঃসঙ্গ হয়তো কোনো সমস্যা সৃষ্টি করে না কিন্তু মাস শেষে টের পাই জীবন কত কষ্টের যখন বলে তাড়াতাড়ি টাকা পাঠাও, বাড়িতে খাওয়ার টাকা নাই। মুখে হাসি নিয়ে বলি কোনো চিন্তা করিওনা, টাকা পাঠিয়ে দিব।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: লাখ লাখ মানুষের একই কাহিনী।

৫| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫০

শায়মা বলেছেন: ভাবনাগুলো বেঠিক না .....

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।

৬| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: উন্নত বিশ্বে করোনায় মানুষ বেশী মারা গেলেও আখেরে মনে হচ্ছে ওরাই টিকে গেলো। আমরা ধরা। ডক্টর শীল করোনা পরিস্থিতি দেখে বলেছেন যে আমাদের দেশে নিজেদের টিকা তৈরির চেষ্টা করতে হবে। কারণ এমন হতে পারে যে বছর বছর টিকা নিতে হতে পারে। গ্লোব কোম্পানি যারা দেশে টিকা তৈরির চেষ্টা করছে তাদের কোনও রকম সহযোগিতা করা হচ্ছে না। তারা ৩ মাস আগে অনুমতির জন্য আবেদন করেছে কিন্তু সিদ্ধান্ত ঝুলে আছে। ওদের মান যেমনই হোক দেশের মানুষের স্বার্থে ওদের বা আরও কেউ যদি থাকে তাদের টিকা তৈরিতে রাষ্ট্রীয় সহযোগিতা দিতে হবে। করোনার গতিবিধিকে পূর্বানুমান করা সম্ভব না। এটা আমাদের সরকার ও জনগণকে বুঝতে হবে।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: সহমত।

৭| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: হিসাব ঠিক আছে।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১৭

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে টিখা-ফিকা নেয়ার ফল হয়েছে, দেশে প্রতিদিন ১০-১২ জনের পরিবর্তে ১০০-১১২ জন মরছে।
কি জাতের আম ? আম্রপালি?

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: থাই আম।

৯| ২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



হুজুররা আমার প্রিয় ব্যক্তিত্ব।
আফসোস!

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: হুজুরদের দিন শেষ। শেখ মুজিবের বাংলাদেশ।

১০| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাবনা গুলো সুন্দর তবে ২,৩ বেশী সুন্দর যা ভাবায়।

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

১১| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৫

ফড়িং-অনু বলেছেন: দেশটা ভন্ডদের হাতে এখন।

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: গত ৫০ বছরে ভন্ড ছিলো না কে?

১২| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: আমজনতাকে নিয়ে সরকারে ভাবনা কম।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: ভাবনা থাকা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.