নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ঝুম বৃষ্টির মধ্যে মধ্যরাত্রে কে দরজায় কড়া নাড়ে?
জানি, আকাশি রঙের শাড়ি পরা একটি মেয়ে এসেছে-
কড়া নাড়ার ধরন দেখেই বুঝতে পারছি,
দুই হাত ভরতি তার কাঁচের চুড়ি আর কপালে বড় একটা নীল টিপ
শাড়িটা গায়ের সাথে লেপটে আছে, মাথা ভরতি চুল বেয়ে ঝরছে পানি।
আরাম করে শুয়ে, জীবনান্দের কবিতা পড়ছিলাম
'পান্ডুলিপি কাছে রেখে ধূসর দীপের কাছে আমি নিস্তব্ধ ছিলাম ব'সে;
শিশির পড়িতেছিলো ধীরে-ধীরে খ'সে'।
আমি আগে দরজা না খুলে ঝটপট দুই মগ চা বানাতে গেলাম-
অপেক্ষা করুক বৃষ্টিতে ভেজা মেয়েটি।
নাকি চা'র বদলে আইসক্রীম দিব, ফ্রীজে আছে আইস্ক্রীম
চায়ের পানি ফুটছে টগবগিয়ে- এই ঝড় বৃষ্টির রাতে
আজ ইচ্ছে মতোন মেয়েটির সাথে পাপ করলে কেমন হয়?
প্রয়োজনে নরকে যাবো।
ঠিক এই সময় তীব্র বেলী ফুলের ঘ্রান পেলাম,
মেয়েটির খোঁপায় কি বেলী ফুলের মালা আছে?
আচ্ছা, ডারউইন সাহেবের মুখের সাথে কি-
আমাদের জীবনানন্দ সাহেবের মুখের মিল আছে?
অথবা মাদার তেরেসার সাথে লতা মঙ্গেশকর!
একদিন আমি মধ্যরাত্রে-
শহীদ মিনারের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলাম,
কয়েকজন নিশিকন্যা দেখলাম খুব-
হাত নেড়ে নেড়ে গল্প করছে,
যদিও তারা আমার দিকে ফিরেও তাকায়নি
মেয়ে গুলো কি করে জানলো আমার পকেটে টাকা নেই!
এই ঘটনার পর আমি বেশ বদলে গেলাম।
রবীন্দ্রনাথের মতোন আমারও একটা বজরা নৌকা আছে,
মাঝে মাঝে জোছনা রাতে নৌকা বিলাস করি
পাশের বাসায় গান বাজছে-
'আমি কোথায় পাবো তারে? আমার মনের মানুষ যে রে।'
এক হাতে চায়ের মগ, অন্য হাতে টাওয়াল নিয়ে দরজা খুলে দেখি-
কেউ কোথাও নেই!
খুব কষ্ট হলো আমার। প্রায় চোখ ভিজে উঠেছে।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কয়েকদিন পর পর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। দীর্ঘ দিনের অভ্যাস। আমার এই দোষ অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। মাস্ক পড়ুন। বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন।)
২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৭
আমি রানা বলেছেন: আমিও কবিতা বুঝিনা।
২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: একদিন হয়তো বুঝবেন।
৩| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
কল্পনা
২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: কল্পনা না স্বপ্ন।
আমাদের ক্লাশে একটা মেয়ের নাম ছিলো কল্পনা। ম্যাডাম রেগে গিয়েছিলেন। এটা আবার কেমন নাম? বাবা মায়ের সমস্যা কি? দেশে কি সুন্দর নাম নেই।
৪| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫২
আখেনাটেন বলেছেন: ইদানিং গদ্য ছেড়ে কবিতায় হাত পাকাচ্ছেন মনে হচ্ছে। রবীন্দ্রনাথের মতো বজরা নিয়ে বুড়িগঙ্গার পচা পানিতে নেমে পড়ুন। কবিতায় আরো জোস আসবে নিশ্চয়।
২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আমার গ্রামের বাড়ির কাছে পদ্মা নদী আছে।
৫| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আগে কবিতা ছিন কোন একটা বিষয়ের উপর চিন্তা।এখন দশ লাইন কবিতার ভিতর দুনিয়ার হাবিজাবি ,এটাই কি আধুনিক কবিতা?রবি ঠাকুর আস্ত একখান উপন্যাসকেই বলেদিল ‘শেষের কবিতা’।
২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: সব কিছু বদলায়। কবিতা লেখার স্টাইলও বদলায়।
কোনো সমস্যা?
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১১
শোভন শামস বলেছেন: লিখে যান, ভাল থাকবেন।