নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দুপুরে ভাত খেতে বসে দেখি, সুরভি রুই মাছ রান্না করেছে পটল দিয়ে। আমার প্রচন্ড রাগ লাগল। রুই মাছ কেউ পটল দিয়ে রান্না করে?
সুরভি হাই তুলে বলল, পটল খেতে ইচ্ছে না করলে শুধু মাছ দিয়ে খাও। খেতে বসে ভদ্রলোকরা চিৎকার- চেচামেচি করে না।
আমি বললাম, এই তরকারি তো আমি মরে গেলেও খাবো না।
সুরভি বলল, তাহলে শুধু ডাল দিয়ে খাও।
আমি বললাম, শুধু ডাল দিয়ে খাবো?
সুরভি বলল- এটা তো হোটেল না যে অনেক পদের খাবার থাকবে।
আমার ইচ্ছা করছে তরকারির বাটি মেঝেতে ছুড়ে ফেলে দেই। এই কাজটা করতে পারলে মনটা শান্ত হতো। তবে সাহসে কুলাচ্ছে না। আমি তরকারির বাটি সরিয়ে উঠে দাঁড়ালাম। সুরভি বলল, কি হলো? খাবে না?
আমি কিছু না বলে হাত ধুয়ে ফেললাম।
সুরভি খুব স্বাভাবিক ভঙ্গিতে খাবার গুলো তুলে রাখলো। যেন কিছুই হয়নি। আমি প্রচন্ড অবাক হলাম পরিবারের প্রধান ব্যাক্তি রাগ করে বলেছে- ভাত খাবো না, তাকে সাধাসাধি করার একটা ব্যাপার আছে না। সুরভি কি বলতে পারত না- ভুল হয়েছে, আর কখনও পটল দিয়ে রুই মাছ রান্না করবো না। কিংবা বলতে পারত- দু'মিনিট বসো, চট করে একটা ডিম ভাজি করে দিচ্ছি। একটা ডিম বাজতে কতক্ষন লাগে! তা-না, ভাত তরকারি তুলে রাখল।
রাগে আমার ইচ্ছা করছে গৌতম বুদ্ধের মতো ঘর-বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই। এই রকম ইচ্ছা আমার প্রায়ই করে। বেরও হই। কমলাপুর রেলস্টেশনে চলে যাই। ঘন্টাখানেক বসে থাকি, তারপর বাসায় ফিরে আসি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর আমার দৌড় কমলাপুর রেলস্টেশন পর্যন্ত।
আমি জামা গায় দিয়ে বের হলাম।
সুরভি বলল, যাচ্ছো কোথায়? আমি কঠিন চোখে তার দিকে তাকালাম। সে ঝপাং করে মুখের উপর দরজা লাগিয়ে দিল। আমি ধুম করে বন্ধ দরজায় পরপর দুইটা লাথি দিলাম এবং পায়ের বুড়ো আঙুলে ব্যাথা পেলাম।
মধ্যদুপুরে রেলস্টেশনে বসে আছি।
ওয়ালেট ভুলে ফেলে রেখে আসছি বাসায়। কিছু যে কিনে খাবো সেই উপায়ও নেই। এক কাপ চা খেতে পারলেও হতো। ইচ্ছে করছে চালের আটার রুটি দিয়ে গরুর মাংস খাই। আমার এমন'ই ভাগ্য দেখা যাবে সুরভি গরুর মাংস রান্না করলেও এমন ঝাল দিবে যে মুখে তোলা যাবে না।
শান্তিতে বসে চিন্তা ভাবনাও করতে পারলাম না।
সবুজ শাড়ি পরা একটা মেয়ে আমার পাশে এসে বসল। মেয়েটা খুব সুন্দর। চোখে মোটা করে কাজল দিয়েছে। মাথা ভরতি চুল। দুই হাত ভরতি কাঁচের চুরি। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপনার পরিচয়?
মেয়েটি বলল, আমার নাম বেলা। কিন্তু 'সুরভি' কে? অনেকক্ষন ধরে দেখলাম আপনি বিড় বিড় করে এই নামটি বলছেন।
আমি বললাম- আমার স্ত্রীর নাম।
বেলা এক আকাশ অবাক হয়ে বলল- কী আশ্চর্য, আপনার স্ত্রী আছে!
এতে এত্ত অবাক হওয়ার কি আছে বুঝলাম না। রাস্তায় ভিক্ষা করে যে ফকির তারও একটা ফকিরনী থাকে।
বেলা বলল, সুরভি'র উপর রাগ করে স্টেশনে এসে বসে আছেন? কেন রাগ করেছেন জানতে পারি?
পলট দিয়ে রুই মাছ রান্না করেছে বলে।
বেলা বলল, এটি কি বড় ধরনের কোনো অন্যায়? পটল দিয়ে রুই মাছ রান্না করলে কি ফুড পয়জনিং হয়? বেলা মুখটা বিষন্ন করে বলল, আপনার স্ত্রীর সাথে কি আপনার সম্পর্ক ভালো না?
আমি বললাম, ঘরের কাহিনি বাইরে বলা ঠিক না। তবু আপনি জানতে চাইলেন তাই বলছি- এই বৈশাখে খুব শখ করে, খুব পছন্দ করে একটা চুন্ডি শাড়ি কিনলাম। সাদার মধ্যে নীল নীল ফুল আঁকা। সুরভি শাড়ি দেখে বলল, তোমাকে শাড়ি কে কিনতে বলেছে? জাকাতের একটা শাড়ি কিনে এনেছো।
বেলা আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালো।
তারপর তার গাড়িতে করে বাসার সামনে নামিয়ে দিল। স্ত্রীর সঙ্গে রাগ করে বের হয়ে এসে আবার ফিরে যাওয়াটাও অত্যন্ত অপমান কর। কিন্তু কি আর করা। মানুষ হয়ে জন্ম নিলে বারবার অপমানের ভেতর দিয়ে যেতে হয়। তবে বাসায় ফিরে রাতে খাবো না। তাতে কিছুটা রাগ দেখানো হবে।
রাতে সুরভি রান্না শেষ করে খেতে ডাকলো।
আমি খেতে বসলাম। ইলিশ মাছ রান্না করেছে। রান্না খুব স্বাদ হয়েছে। ইচ্ছা করছে সুরভিকে বলি- রান্না খুব ভালো হয়েছে। বেচারি খুশি হবে। কিন্তু আমি কিছু বললাম না। কারণ, সুরভি'র চোখ লাল এবং ফোলা। সে মনে হয় খুব কেঁদেছে। আমি রাগ করে ঘরের বাইরে গেলেই সুরভি কেঁদে চোখ ফুলিয়ে ফেলে। এই কথাটা আমার মনেই থাকে না।
আমি নরম গলায় বললাম, তুমি খেয়েছো?
না।
আমি ভাত মাখিয়ে নলা করে বললাম- দেখি হা করো তো।
সুরভি বলল, ঢং করবা না, তোমার ঢং অসহ্য লাগে। কিন্তু হা করলো।
বেলা নামের মেয়েটিকে বলা হয়নি- সুরভি নামের এই মেয়েটিকে আমি কতখানি ভালোবাসি।
২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: পন্ডিত সাজবেন না, পন্ডিত হোণ।
২| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: এহিহে পেয়ার ভাই,এহিহে পেয়ার।
আপনি ভাগ্যবান ভাই । প্রতিদিন বউয়ের হাতের পাক এবং গরম গরম খাবার খেতে পারছেন তার জন্য স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করা উচিত আপনার এবং সাথে সাথে সুরুভী ভাবীর প্রতি কৃতজ্ঞ থাকা এবং ভালবাসা প্রকাশ করা উচিত। কারন আধুনিক কালের ইবনে বতুতা (রাজিব নুর,হাটা যার পেশা) কে সে সহ্য করে এবং ভালবেসে তার জন্য চোখের জলও ফেলে।
এ বড়ই মায়াবতী (সুরুভী ভাবী) রমণী।আর আপনি মায়াময় (যদিও আপাতদৃষ্টিতে নিষ্ফলা ) তবুও।
২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: হাঁটা আমার পেশা না।
তবে মাঝে মাঝে হেঁটে চারপাশ দেখি। ভালো লাগে।
৩| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: বেলা মেয়েটিও খুব ভাল, সে আপনার রাগ ভাঙ্গিয়ে
বাড়ি পর্যন্ত পৌছে দিল।
২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: বেলা তো ফেরেশতা।
৪| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৭
অক্পটে বলেছেন: ভাল লাগল জীবন থেকে নেয়া খন্ডিত এই গল্প টুকু। কমলাপুরে বসে অভিমানে এবং ক্ষুদায় কি চোখে জল আসেনি?
তাহলে কমলাপুরে এলেইত আপনার সাথে দেখা হওয়ার কথা, কিন্তু সমস্যা আপনি আবার কবে রাগ করবেন তারতো কোন সিডিউল নেই। গোপীবাগে আমার এক বন্ধুর বাসায় আমি কখনো সখনো যাই।
২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার সাথে আপনার কোনো দিন দেখা হবে না।
৫| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৪
শিস্তালি বলেছেন: বেলা বোসের সাথে হুট করে আমারও দেখা হয়ে গেলে ভাল হত
২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: দেখা হবে। দেরী হোক যায় নি সময়।
৬| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৫
অক্পটে বলেছেন: না না আপনার সাথে দেখা করাতো খুব দরকারী না, পথে ঘাটে মানুষের সাথে মানুষের দেখাতো হতেই পারে। নাকি।
২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: হ্যা তা হতে পারে।
৭| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৯
স্থিতধী বলেছেন: ছবিটা সুন্দর । দেখতে আরাম লাগে।
কোন দিন ভাবীকে এক বেলা নিজে রান্না করে খাওয়াইসেন? না করলে একবার করে দেখেন; সম্ভাবনা আছে গৌতম বুদ্ধের মতো নির্বাণ প্রাপ্তির আনন্দ লাভ করবেন।
২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: আমি রান্না পারি না। তাছাড়া ছেলে মানুষ রান্না ঘরে যাওয়া ঠিক না। আমি তো বাবুর্চি না।
৮| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৭
ইসিয়াক বলেছেন: এতো রাগ ভালো না। খেতে বসে এটা খাবো না ওটা খাবো না যারা করে তারা আসলে নিজেকে জাহির করে। নিজেই তো একটা ডিম ভাজি করতে পারতেন। আর কতকাল অন্যের উপর ছড়ি ঘুরাবেন। ভাবীরও তো অনেক কাজ। দুটো বাচ্চাকে সামলানো,রান্না করা,ঘরের বিভিন্ন কাজ দেখাশোনা করা ইত্যাদি।
২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: রাগ না।
ডিম ভাজতে পারি। তবে পেঁয়াজ মরিচ কাটা বিরক্তকর।
যে রাধে সে চুলও বাধে।
৯| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
স্বপ্ন নয়?
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: স্বপ্ন আর বাস্তব মিলেমিশে।
১০| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৪
ইসিয়াক বলেছেন: ছেলে মানুষ রান্না ঘরে যাওয়া ঠিক না। এই মতবাদ কোথেকে জোগাড় করলেন? সনাতন চিন্তা ভাবনা বাদ দেন। আধুনিক হন। কুসংস্কার ঝেড়ে ফেলুন। আপনি না আধুনিক মানুষ!
জেনে রাখুন রান্নাবান্না এক রকম শৈল্পিক কাজ।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: আমাদের বংসের ছেলেরা রান্না ঘরে যায় না।
১১| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Life is like this.
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: হুম।
১২| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথম অংশে বাস্তবতার ছাপ আছে,দ্বীতিয় অংশে আছে কল্পনা।বাস্তব আর কল্পনা মিলেই গল্প হয়।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: একদম সঠিক বলেছেন।
১৩| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৩
ইসিয়াক বলেছেন: আধুনিক মানুষ দাবি করে কি সব বংশ নিয়ে মাথা ঘামাচ্ছেন। এই আপনি মুক্তমনা। যত দিন যাচ্ছে আপনার মধ্যে কুসংস্কার আর গোড়ামী জেকে বসছে। এটা কি ভেবে দেখেছেন? আর রান্না করতে এখন রান্নাঘর লাগে না।
২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: তর্ক আমি করতে পারি না। আপনাকে মাঠ ছেড়ে দিলাম।
১৪| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৮
অক্পটে বলেছেন: আপনাদের বংশে কি সমস্যা আছে? অথচ এই আপনি মুক্তমনা ভাব জাহির করে বেড়ান। অথচ বুঝাগেল আপনি একটা কুসংস্কারের ঢেকি।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: আরেহ না। সুরভি অসুস্থ ছিলো। আমি সুরভিকে দুই দিন রান্না করে খাইয়েছি।
১৫| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৫
অশুভ বলেছেন: লেখককে অনুরোধ করছি ১ নং কমেন্টের প্রতিত্তুরে পন্ডিত বলতে কী বুঝিয়েছেন, তা পরিস্কার করুন।
হুমায়ুন আহমেদের একটি গল্পের ৯০ ভাগ অনুকরণ করাটা কি চৌর্যবৃত্তির (Plagiarism) পর্যায়ে পড়ে না? এবং কোন রকম কার্টেসি ছাড়াই চুরির কাজটি করলেন। গল্পের শেষে অন্তত লিখতে পারতেন হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে।
কথায় আছে োরের মার বড় গলা।
যারা হুমায়ুন আহমেদের গল্পটা পড়েন নি তাদের জ্ঞাতার্থে বলছি গল্পের নাম "সম্পর্ক"।
আর মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে Plagiarism-কে নিরুৎসাহিত করুন।
সবশেষে রাজীব নুর ভাইকে বলছি, আপনার মত একজন সিনিয়র ব্লগারের কাছ থেকে এটা অপ্রত্যাশিত।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:০২
রাজীব নুর বলেছেন: শিরোনাম এ কি লিখেছি? ভালো করে চেয়ে দেখুন।
পোষ্টের কোথাও কোনো সমস্যা নেই। ইচ্ছা করে ক্যাচাল তৈরি করবেন না।
সহজ ভাবে দেখুন।
১৬| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৪
ইসিয়াক বলেছেন: হো হো হো আমি একলা মাঠে কি করবো। যাই পরভৃতার শেষ দু পর্ব লিখে ফেলি।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
১৭| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
এস এম মামুন অর রশীদ বলেছেন: এটা কোনো গল্পও নয়, বাস্তবও নয়, এটি হচ্ছে বেলাজ, দিনেদুপুরে লেখাচুরি। ব্লগের অধঃপতনে মডারেটরদের দায়ও কম নয়।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৪
রাজীব নুর বলেছেন: আমি আপনার অপেক্ষাতেই ছিলাম।
কোন লেখা থেকে চুরী?
চিলে কান নিয়ে গেছে চিলের পিছনে দৌড় দিচ্ছেন।
১৮| ২৫ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৩
অশুভ বলেছেন: পয়েন্ট -১: ১৭ নং মন্তব্যের প্রতিত্তুরে প্রশ্ন করেছেন কোন লেখা থেকে চুরী?
--- অথচ ১৫ নং মন্তব্যেই আমি পরিস্কার করে বলে দিয়েছি হুমায়ুন আহমেদের "সম্পর্ক" গল্প থেকে ৯০ শতাংশের বেশি চুরি করা বা নকল করা (প্লট/ডায়ালগ থেকে প্রায় সবকিছুই)।
পয়েন্ট -২: আমার ১৫ নং মন্তব্যের প্রতিত্তুরে বলেছেন শিরোনাম এ কি লিখেছি? ভালো করে চেয়ে দেখুন।
--- হ্যাঁ ভাই, আমি শিরোনাম দেখেছি। আপনার লেখার শিরোনাম "অনুগল্প"। আমি সাহিত্য বিশারদ নই, তাই অনলাইনে "অনুগল্প" নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি আমি কোথাও "অনুগল্প" এর মানে "অন্যের লেখা চুরি করা" এটা পাইনি। আমি সাধারণভাবে যতদুর বুঝতে পেরেছি "অনুগল্প" মানে যে গল্পের দৈর্ঘ্য ছোট (এক লাইন থেকে শুরু করে দু-তিন পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত হয়)। আপনার জ্ঞাতার্থে অনুগল্প সম্পর্কিত দুটি লিংক শেয়ার করছি।
১. বিশ্বসাহিত্যে-অনুগল্প (বাংলা ট্রিবিউনের একটি আর্টিকেল)
২. অনুগল্প কাকে বলে? একটি অনুগল্পের উদাহরণ দিতে পারবেন কি? - Quora
ভাই, ভূল স্বীকার করাটা কি এতই কষ্টের? মিথ্যার পিছনে একটার পর একটা খোড়া-ভিত্তিহীন যুক্তি তুলে ধরছেন। আপনার মন্তব্যগুলো দেখে আমার হাসি পাচ্ছে আর লজ্জা হচ্ছে।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: হাসি এবং লজ্জা পাওয়া ভালো আপনার জন্য।
১৯| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৭
অশুভ বলেছেন: লেখক বলেছেন: হাসি এবং লজ্জা পাওয়া ভালো আপনার জন্য।
---ঠিক বলেছেন হাসি পাওয়া আর লজ্জা থাকা শুধু আমার জন্যই না, সবার জন্যই ভাল। কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু মানুষের লজ্জাটা একেবারেই কম, এক ফোঁটাও নাই।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: আমার কি আছে সেটা সম্পর্কে আপনার মতো মানুষ বিন্দু মাত্র ধারনা করতে পারবে না।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৯
লাতিনো বলেছেন: বিখ্যাত সাহিত্যিকদের লেখা এরকম পুকুর চুরির ব্যাপারে ব্লগ মডারেশনের বক্তব্য কি? আপনার না হয় কাম কাজ নেই - বসে বসে এরকম আকাম করেন। আমাদের তও মূল্যবান সময় নষ্ট নয় এরকম ফালতু পোস্টে ঢুকলে। মডারেশন কি এর কোন প্রতিকার করবে?