নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গলির মোড়ে দাঁড়িয়ে আছি, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৩২



কে তোমার কথা শোনে ? তুমিই-বা শোনো কার কথা?
তোমার আমার মধ্যে দু-মহাদেশের নীরবতা।

-শঙ্খ ঘোষ

১। মানুষের জীবন শতত বহমান।
জীবনের গতি আছে/স্রোত আছে/বেগ আছে/আবেগ আছে। বহমান নদীর মতোই মানুষের জীবন। নদীরও গতি আছে/স্রোত আছে/বেগ আছে/কিন্তু আবেগ নেই। তবে মানুষের জীবনে আরো কিছু প্রভেদ রয়েছে। মানুষের মৃত্যু আছে। কিন্তু নদীর মৃত্যু নেই। মানুষ জন্মের পর গতি, স্রোত, বেগ ও আবেগের ভেতর দিয়ে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যায়। অবশেষে একদিন মৃত্যুতে তার জীবনের আবসান ঘটে। কিন্তু নদীর উৎস থেকে উৎপন্ন হয়ে গতি, স্রোত ও বেগের ভেতর দিয়ে ক্রমাগত ছুটে চলে সমুদ্রের পানে। তার জীবনের অবসান নেই। নদীর এই রূপের কথা মানব জীবনের সাথে তুলনা করেই এক কবি তার বিখ্যাত কবিতায় লিখেছেন, মানুষ ধরনীতে আসবে, আবার একদিন চলেও যাবে। কিন্তু নদী নিরবধি বয়ে চলবে।

২। আজ একটি বিশেষ দিন।
সকাল দশটা। নীলা রিকশা থেকে নেমে দাঁড়িয়ে আছে অনেকক্ষন ধরে শাহবাগ যাদু ঘরের সামনে। শাহেদ আসার কথা ঠিক দশটায়। এখন সাড়ে দশটা বেজে গেছে। কিন্তু নীলার একটুও রাগ লাগছে না। সে ঠিক করেছে আজ একটু রাগ করবে না শাহেদের উপর।কারন আজ একটি বিশেষ দিন। নীলা আজ খুব সুন্দর করে সেজেছে। নতুন একটা লাল শাড়ি পড়েছে। কপালে বড় একটা সবুজ টিপ পরেছে। দুই হাত ভরতি পরেছে লাল-নীল-সবুজ অএক গুলো কাচের চুড়ি। আজ একটি বিশেষ দিন। আজ নীলা আর শাহেদ কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। আকাশের খুব নীচ দিয়ে দুটা পাখি উড়ে যাচ্ছে। যেন তাদের খুব তাড়া। নীলা হঠাৎ কি মনে করে আকাশের দিকে তাকাতেই পেছন দিক থেকে শাহেদ খুব কাছে এসে বলল, স্যরি দেরী করে ফেললাম। রাস্তায় এত জ্যাম! চলো চা-সিঙ্গারা খাই। নীলা বলল- আচ্ছা, চলো।

৩। # লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ এবং ভাসমান মানুষের সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
# কাল থেকে চীন, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের চারটি দেশ সৌদিআরব, কাতার, ইউএই, ওমানে নিয়মিত ফ্লাইট চলবে।
# শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই।করোনা আক্রান্ত হয়ে আজ চলে গেলেন কবি শঙ্খ ঘোষও।
# মামনুল হেফাজত ডক্টর পুলিশ ম্যাজিস্ট্রেট সহ অগনিত খবর আপাতত ক্ষেমা দিয়ে গণমাধ্যম লক ডাউনে শ্রমজীবী মানুষের দুরাবস্থার কথা ফোকাস করুন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৪

শেরজা তপন বলেছেন: তিন নম্বরের তৃতীয় কোটেশনটায় কষ্ট পেলাম- আর চতুর্থটায় সমর্থন করছি।

২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫০

শোভন শামস বলেছেন: চলমান জীবনের কথা
ভাল থাকুন

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকুন।

৩| ২১ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: La vie n'est pas si facile que nous sommes des êtres humains.

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।

৪| ২১ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ নদীকেও মেরে ফেলে।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: এই কাজ করে শুধু বাংলাদেশ আর ভারতের মানুষরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.