নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মেয়েটার নাম অহনা

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০৬



বিকেল শেষ। সন্ধ্যা নেমেছে। আকাশ ভরা মেঘ।
হেঁটে হেঁটে বাসায় ফিরছি। প্রচন্ড মাথা ধরেছে। খুব চেষ্টা করলাম মাথা ধরাকে পাত্তা না দিতে। পাত্তা না দেওয়ার কারণে মাথা ধরা আরও বাড়ল। মাথা ধরা কমানোর জন্য আমি একটা ওষুধের দোকানে ঢুকে পড়লাম। চারটা নাপা কিনব। দু'টা খেয়ে দু'টা ভবিষ্যতের জন্য পকেটে রেখে দিব।

দীর্ঘদিনের অভ্যাস যে- কোনো দোকানে ঢোকার আগে দোকানের নাম পড়ি। মাঝে মাঝে সুন্দর সুন্দর নাম চোখে পড়ে। তখন বেশ মজা লাগে। একবার নিকুঞ্জ'তে একটা স্টেশনারি দোকানের নাম পেয়েছিলাম- 'ফেসবুক'। আরেকবার মিরপুরে একটা হোটেলের নাম পেয়েছিলাম- 'মায়ের আদর'।

যাই হোক, ফার্মেসিতে ঢোকার আগে চট করে নামটা দেখে নিলাম। নামটা বেশ অদ্ভুত 'সরস্বতী' ড্রাগ হাউজ। সাইন বোর্ডে হাস্যমূখী সরস্বতী'কে হাসের উপর বসে থাকতে দেখা যাচ্ছে। তার হাতে আবার তানপুরা। বিদ্যার দেবী মনে হয় গান-বাজনাতেও পারদর্শী।
চারটা নাপা'র দাম আট টাকা। মাথাধরা নামক অতি যন্ত্রনাদায়ক রোগের জন্য খুব সস্তা চিকিৎসা। দোকানদারকে পানি দিতে বললাম। সে পরিস্কার গ্লাসে পানি এনে দিল। সাথে সাথে দু'টা ট্যাবলেট খেয়ে নিলাম। ওষুধের দাম দিতে গিয়ে আমি প্রচন্ড অবাক। মানিব্যাগ নেই। পকেটমার হয়নি জানি। সকালে ভুলে বাসায় রেখে এসেছি। ওষুধ দু'টা গিলে না ফেললে ফেরত দেয়া যেত। খুব লজ্জার মধ্যে পড়লাম। কী করবো বুঝতে পারছি না। দোকানদারটা যেন কেমন-কেমন করে তাকাচ্ছে।

একটি রুপসী মেয়ে ব্যাপারটি লক্ষ করছিলেন।
মেয়েটি একটুও সাজেনি, শুধু চোখে মোটা করে কাজল দিয়েছে। তাতেই তাকে অসাধারন সুন্দর লাগছে। মেয়েটি এগিয়ে এসে হাসি মুখে বলল, আপনি একটু আমার ঘরে আসবেন? আটটা টাকার জন্য কঠিন কিছু কথা শুনতে হবে কিনা বুঝতে পারছি না।
আমি মেয়েটির ঘরে ঢুকলাম এবং খুব বিনীত ভাবে বললাম, সিস্টার এই মুহূর্তে ট্যাবলেটের দাম দিতে পারছি না। কাল ভোরে এসে দিয়ে যাব।
সিস্টার সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলল, আমি একজন ডাক্তার। সামান্য চারটে ওষুধের দাম দিতে না পারায় আপনি এ-রকম করছেন? ভাই, আপনি আরও দুই পাতা ট্যাবলেট নিয়ে যান। এর দাম আপনাকে দিতে হবে না। আর শুনুন আপনি আমার সামনের চেয়ারটায় বসুন। চা দিতে বলছি, গরম চা খান, মাথা ধরাটা কমবে।

বাচ্চা একটা মেয়ে, বলে কিনা সে ডাক্তার!
আমি ডাক্তারের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম! দিনকাল পালটে গেছে, প্রিয়জনদের কাছ থেকেই ভালো ব্যবহার পাওয়া যায় না, আর এই মেয়ে নিতান্ত'ই অপরিচিত একজন। আমি বললাম, আপনার নামটা জানতে পারি?
ডাক্তার মেয়েটি বলল, অবশ্যই জানতে পারেন। আমার এমনই নাম যে একবার শুনলে জীবনেও ভুলবেন না। আমার নাম- 'বালি'।
আমি অবাক হয়ে বললাম, বালি?
ডাক্তার মেয়েটি বলল, হ্যাঁ বালি। দুষ্ট করছি না। আসলেই আমার নাম বালি। আমার জন্ম হয়েছিল- ইন্দোনেশিয়ায়। আমার ভালো নাম অহনা।

আমি অহনা'র দিকে খুব মন দিয়ে তাকালাম।
কি সুন্দর গায়ের রঙ, চোখ, মুখ! বয়স ২৪/২৫ এর বেশি হবে না। মাথা ভরতি চুল ফ্যানের বাতাসে উড়ছে। দেখতে ভালো লাগছে।
বালি- বলল, আপনার মাথা ধরার অবস্থা কী?
আমি বললাম, একটু কমেছে।
অহনা বলল, এক মিনিটের জন্য চোখটা বন্ধ করবেন?
আমি বললাম, কেন?
আপনার কপালে আর চোখে একটা মলম লাগিয়ে দিব। চীন দেশের মলম। নাম ড্রাগন মলম। লাগাবার তিন মিনিটের মধ্যে মাথা ধরা চলে যাবে।

আমি চোখ বন্ধ করলাম।
বাইরে ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে। মেয়েটি এক আকাশ ভালোবাসা নিয়ে চোখের পাতায় আর কপালে মলম লাগিয়ে দিল। খুব আরামদায়ক ম্যাসেজ। মুহূর্তের মধ্যেই আমার তন্দ্রাভাব এলো। এবং ম্যাজিকের মতো মাথা ব্যাথা ভেনিশ হয়ে গেল।

চা এলো। চায়ের সাথে নান রুটি আর গ্রীল চিকেন। যেহেতু আমি খুব ছোট মাপের মানুষ, এই রকম আদর আপ্যায়নে অভ্যস্ত নই। তাই কিছুটা অস্বস্থি লাগে। আমি খেতে খেতে ডাক্তার অহনার ঘর খুটিয়ে- খুঁটিয়ে দেখছি। সুন্দর করে সাজানো ঘর। পায়ের নীচে নরম কার্পেট। দেয়ালে একটা বাঁধাই করা ছবি। ছবিটা নিশ্চয়ই অহনার ছোটবেলার। ফ্রক পরা অহনা দুই হাত দিয়ে একটা বারবি পুতুল বুকে জড়িয়ে ধরে রেখেছে। টেবিলের উপর দু'টা বই। একটার নাম 'হিউম্যানিজম' আরেকটার নাম- 'তিথিডোর'। দু'টা বই'ই আমার পড়া।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পাতায় আপনার একারই ৩টে পোস্ট!!
বাকিদের স্পেস কমে যাচ্ছে যে বস!!

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: ও স্যরি। খেয়াল ছিলো না।
হ্যা সর্তক থাকবো।

আসলে আর কিছুদিন পর পোষ্ট দেওয়া কমিয়ে দিব। তাই এখন দুই একটা পোষ্ট বেশী দিচ্ছি।

২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো এই মাসে আপনার পোস্টের সর্বচ্চো রেকড হবে। ৯৬ চলে, শুভকামনা রইরো।

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: রেকর্ড টেকর্ড এসব কোনো বিষয় না।
আসল কথা হচ্ছে, আমি ভালো লিখতে পারছি কিনা। আমার লেখার মান উন্নত হচ্ছে কিনা।

৩| ২২ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৩০

কবিতা ক্থ্য বলেছেন: আপনার লিখা দিন দিন অনেল ভালো হচ্ছে।
খুবই আশার কথা।

শুভকামনা।

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: শান্তনার প্রয়োজন নেই আমার।

আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন আপনার কোনো খোঁজ খবর নেই।

৪| ২২ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সব রূপসীরা কেবল আপনার কাছেই আসে।
আফসোস!

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: আফসোশের কি আছে? এটা তো আনন্দের।

৫| ২২ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৫৩

Sujan paul বলেছেন: অনেক ভালো লাগছে

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গল্পগুলো একটা বিশেষ টাইপের,পরিবর্তন আনুন।

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সহমত।

৭| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৯

নিয়াজ সুমন বলেছেন: :)
কন্যারাশির জাতিকা হলে বেশ সুবিধা।

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: আমার তুলা রাশি।

৮| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৩২

নিয়াজ সুমন বলেছেন: গল্পে তো কন্যা রাশি :) :)

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: হে হে---
বুঝলেন না ব্যাপারটা!!!!

৯| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভালো লাগলো। আচ্ছা ঐ ডাক্তার এর ঠিকানা টা বলবেন? মাথা ব্যাথা হলে ফ্রী ট্রিটমেন্ট নিতে যাব।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: হয়তো আপনাকে ফ্রি চিকিৎসা দেবে না।

১০| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



লেখক বলেছেন: আফসোশের কি আছে? এটা তো আনন্দের।

গৃহবিবাদ শুরু হলে তখন বুঝবেন।
আফসোস!

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আমি বোকা লোক নই।

১১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৯

মেহেদি_হাসান. বলেছেন: বাঙালি মেয়েদের কাছে ঠিকানা জিজ্ঞেস করলে কিংবা একটা হেল্প চাইলে তারা ভাবে লাইন মারতে এসেছি আর আপনাকে কিনা ইচ্ছে করে তার রুমে নিয়ে ট্রিটমেন্ট দিলো ঔষধ এর টাকাও নিলো না। সত্যি আপনি ভাগ্যবান ভাই।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: আমার মধ্যে একটা সরলতা আছে। স্বচ্ছতা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.