নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এক ঝড়ের রাতের কথা-
বহুদিন আগে এই ঝড় এসেছিলো
সময় তখন রাত দুইটা।
'সবাই গেছে বনে' বইটি পড়ছিলাম
বাইরে তখন তুমুল ঝড়!
আমি জানালাটা সামান্য ফাক করে রেখেছি
আসুক কিছু ঠান্ডা বাতাস।
হঠাত জানালা দিয়ে একটি চড়ুই পাখি
উড়ে এসে বইয়ের উপর পড়লো
পাখিটি ঝড়ে বেশ আহত হয়েছে।
সাথে সাথে ক্যামেরা বের করে
বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আগে
তারপর নীলাকে ফোন করলাম- হ্যালো নীলা,
চড়ুই পাখি কি খায় জানো?
নীলা রেগে গেলো, চিৎকার করে বলল-
চড়ুই পাখির মায়রে বাপ...
তারপর ফোন কেটে দিল।
গুগল এ সার্চ দিয়ে চড়ুই পাখি অনেক কিছু জানলাম।
২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: হ্যা ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।
২| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৫
নজসু বলেছেন:
আমার ভালো লেগেছে প্রিয় ভাই।
২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
৩| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সম্ভবত ১৯৮৬ সালে ইত্তেফাকের সাহিত্য সাময়িকী পাতা কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের পাখি নিয়ে একটি কবিতা পড়েছিলাম।
তিনি এখন কানাডা প্রবাসী। থাকেন টরনটো শহরে।
তিনি আমার ফেসবুক বন্ধু বটেন।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: আপনি কানাডা গেলে কি টরেন্টো তে থাকবেন?
৪| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চড়ুই পাখি শান্ত একটি পাখি,খাওয়ার চিন্তা মাথায় আসে কি করে।বকা দিয়েছে ভাল করেছে।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: চরুই পাখি খুব কিচির মিচির করে।
৫| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৯
মেহেদি_হাসান. বলেছেন: আপনি হিমুর মতো নীলাকে ফোন দিয়েছেন কিন্তু নীলা রুপার মতো কথা বলেনি।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৬| ২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:১০
জুল ভার্ন বলেছেন: বেদেরা অন্যান্য সব পাখির মতো চড়ুই খালিও খেয়ে সাবার করে দেয়।
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: হায় হায়---
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৪
অক্পটে বলেছেন: ঝানালাটা- টাইপোটা 'জানালা' লিখে দিন।