নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মুভমেন্ট পাশ নিয়ে ইয়াবা ডেলিভারী

২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫০



১। মেট্রোরেল হচ্ছে, পদ্মাসেতু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে কিন্তু দেশের মানুষের মানসিকতার উন্নতি হচ্ছে না। কারো মধ্যে মানবতা বা ভালোত্ব দেখা যায় না।

২। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রিয় মানুষটাকে কি উপহার দেব? আমি দুটো জিনিস দিতে বলি- এক বই অন্যটি গাছ। সামনে বর্ষাকাল, আমরা পরিচিত মানুষকে গাছ উপহার দিয়ে পারষ্পরিক সৌজন্যতা বিনিময় করতে পারি। আপনার দেওয়া গাছ একদিন পত্র পল্লবে বিকশিত হয়ে ফল দিবে, আশ্রয় দিবে, দিবে ছায়া। বর্ষার রিমঝিম বৃষ্টিতে অবসর সময়ে প্রিয় মানুষকে বই উপহার দিন, একটা ভালো বই একটা মানুষকে নতুন পৃথিবীর সন্ধান দিবে।

৩। হুমায়ূন আহমেদকে দেখলাম মন খারাপ করে ধানমন্ডি লেকে বসে আছেন। আমি খুব সাহস নিয়ে তার পাশে গিয়ে বসলাম। হঠাত এক চা বিক্রেতা আমাদের সামনে আসতেই- আমি বললাম দু'কাপ চা দাও। হুমায়ূন আহমেদ খুব আরাম করে চা খেলেন। তারপর সিগারেট। তারপর সন্ধ্যা পর্যন্ত নানান বিষয় নিয়ে গল্প বললেন। আমি অবাক হয়ে অদ্ভুত সব গল্প শুনলাম। আমি এর আগে এত সুন্দর করে, এত সহজ করে কাউকে গল্প বলতে শুনিনি। স্যার আমাকে বললেন- তুমি শ্রোতা হিসেবে খুব ভাল। চলো, আজ তোমাকে পুরান ঢাকা নিয়ে গিয়ে বিরানী খাওয়াবো।

৪। এই ছবিতে দুনিয়া গরম। আহা! কি মহান আমেরিকার প্রেসিডেন্ট! যে কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা করল তার দোষী সাব্যস্ত হওয়ার পর ফ্লয়েডের সন্তানের সামনে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট হাঁটু গেড়ে বসেছে। অসাধারণ আইনের শাসন! এছা তেছা। আচ্ছা, এই হাঁটু গাঁড়া কই যায় যখন আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, লিবিয়া, ইরাকে ক্লাস্টার বোমা মেরে নারী, শিশু, বৃদ্ধদের হত্যা করে? তখন কি আইনের শাসন হাওয়ায় উড়ে যায়? কই যায় এই মানবতা?

৫। গতবছর করোনা ভাইরাস সংক্রমণ শুরুতে মানুষ অনেক সংবেদনশীল আচরণ করেছে। অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান মানবিক সহায়তায় এগিয়ে আসতে দেখেছি। এবারের চিত্র ভিন্ন।

৬। কাপড়ের মাস্কে কাজ হবে না, N95 না হলেও অন্তত 3layer Surgical মাস্ক ব্যবহার করুন দয়া করে।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৫

সভ্য বলেছেন: হুমম.ভালো লেগেছে, শুভ কামনা।

২৩ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখার শিরোনাম বেশ । পুরো লেখাটা পড়লাম । ভাল লাগল ভাই ।

২৩ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর এলেন।

৩| ২৩ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭

ইসিয়াক বলেছেন: ইয়াবা কি জিনিস? যদি একটু ব্যাখ্যা করতেন। :-B

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: ইয়াবা একধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
এই ট্যাবলেট টি মুলত হিটলার এর সময়ে নাৎসি সেনাদের বড়ি হিসেবে সেবন করান হত যেন যুদ্ধ চলাকালিন তারা ২৪ ঘন্টার অধিক সময়ে জেগে থাকতে পারে। এই ট্যাবলেটের দাম তুলনামূলকভাবে বেশি।

৪| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৯

জুল ভার্ন বলেছেন: মুভমেন্ট পাসের বৈধ ব্যবহার।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: নিউজ দেখলাম। আসামী ধরা খেয়েছে।

৫| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩১

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:


গল্প করতে করতে পুরান ঢাকার বিরিয়ানি খেতে দারুণ ইচ্ছে করছে।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: আজ আমার বাসায় বিরানী রান্না হচ্ছে।
আজ ইফতারে কোনো ভাজা পোড়া নেই। শুধু বিরানী আর কোক। চলে আসেন।

৬| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৬

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

একদিন আসব ভাইয়া, সেদিন অনেক মজা হবে।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ওখেই।

৭| ২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইয়াবা নিয়ে বেশি কারবার হয় পুলিশের।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ঈদের আগে পুলিশরা টাকার জন্য যেন কেমন করে। তখন পুলিশ নানান তালবাহানা করে।

২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:২৪

রাজীব নুর বলেছেন: ইয়াবা খুব খারাপ জিনিস।

৮| ২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:২৭

লাতিনো বলেছেন: ৪। সিরিয়া ইরাক ফিলিস্তিনের মানুষ তো আর আমেরিকার নির্বাচনে ভোট দেয়না। তাদের সামনে হাঁটু গেড়ে বসতে যাবে কোন দুঃখে?

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন। আর দেখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.