নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল রবিবার ২৫ শে এপ্রিল

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০২



১। মানুষকে আমার খুব খারাপ লাগে না। এদের মধ্যে ভালো আছে, মন্দ আছে, দয়ালু আছে, বদমাইশ আছে, উদাসীন আছে।
সমাজের সব মানুষ খারাপ নয়, এটাই যা একটা ভালো ব্যাপার।

২। মানুষকে তার দীর্ঘ জীবনে নানান অপমানের ভেতর দিয়ে যেতে হয়। অপমান আগুনের মতো, মানুষকে শুদ্ধ এবং পবিত্র করে।

৩। ফেসবুক এবং ব্লগে অসংখ্য মানুষ নানান ঢঙ্গে রঙ্গে কবিতা লিখেন। কারো কারো কবিতার সংখ্যা চার শো, পাঁচ শো কেউ হাজার ছাড়িয়ে গেছে। অনেকে তো বেশ কয়েকটা বই বের করে ফেলেছেন। কিন্তু তাদের কবিতা পড়লে শরীর টা মরিচের মতো জ্বলে আমার। তাদের কবিতা পড়া মানেই সময় নষ্ট করা। বেশির ভাগ কবি'ই বুঝেই না যে ছন্দ বলে একটা ব্যাপার আছে। একশো জন কবির মধ্যে নব্বই জন কবি'ই জানেন না- ছন্দ কি জিনিস। এই সব কবিদের প্রতি আমার অনুরোধ আপনারা ছন্দ বিষয়টা পুরোপুরি জেনে তারপর কবিতা লিখবেন। অবশ্য কবি'রা খুব আবেগ প্রবণ হন- কাজেই তারা সব লিখতে পারেন- কাকের ঠ্যাং, বকের ঠ্যাং... আপনাদের কবিতা অত্যাচারের পর্যায়ে পড়ে যায়। অত্যাচার বন্ধ করুন।

৪। আলেকজান্ডার বেলায়েভের একটি উপন্যাসের নাম 'উভচর মানুষ'। আমি যে কয়টি ভালো উপন্যাস পড়েছি এটা তার একটা। বইটা কিছু দিন আগেও আমার কাছে ছিল। এখন হারিয়ে গেছে। বইটির নায়ক 'উভচর মানুষ'। সে স্থলে থাকতে পারে আবার পানিতেও থাকতে পারে। প্রথমবার বইটি পড়ে বইয়ের নায়কের দুঃখে খুব কেঁদেছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে উভচর মানুষ বানিয়ে দেন।

৫। এখনই দান কাটার উপযুক্ত সময়। দ্রুত হাওরের ধান কেটে ফেলুন। ৮০ ভাগ ধান পাকলেই কেটে ফেলুন, এতে ধানের ধানের রং সুন্দর থাকবে, বিক্রির সময় ভাল দাম পাবেন। যে কোন সময় আবহাওয়া খারাপ করলে কালবৈশাখী ঝর, শিলাবৃষ্টি, বজ্রপাত সহ জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে, তাই যে যেভাবে পারেন, মেশিন অথবা শ্রমিক দিয়ে দিনে, রাতে ধান কেটে ফেলুন।

৬। সংকটের সময়টাই মানুষের জীবনের সবচেয়ে শিক্ষনীয় সময়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব আপনার কি অবস্থা ?
শরীর ভালোতো?
লেখায় কোন মন্তব্য নাই কেন?
সাবধানে থাকবেন। শুভকামনা
রইলো।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: আমি ভালো আছি।
মন্তব্য করবো না।
আপনিও সাবধানে থাকবেন, ভুলেও মাস্ক ছাড়া বাইরে যাবেন না।

২| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

আমি রানা বলেছেন: মন খারাপ নাকি আপনার?

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: না আমি ঠিক আছি। ভালো আছি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.