নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ইদানিং আমি প্রচুর স্বপ্ন দেখছি।
ঘুমালেই নানান রকম স্বপ্ন আসে। স্বপ্ন গুলো দেখি ভোরের দিকে। ফযরের আযানের আগে আগে অথবা কিছু সময় পরে। গতকাল রাতে যে স্বপ্নটা দেখলাম, সেটা বলি- আমি একটা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাত একটা বড় গাছের, বড় একটা ঢাল ভেঙ্গে ঠিক আমার মাথার উপর পড়লো। সাথে সাথে রক্তে ভেসে গেলো চারিপাশ। আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। কেউ আমাকে বাঁচাতে আসছে না। আমি ছটফট করছি।
গত রবিবার আব্বাকে স্বপ্নে দেখলাম।
আব্বা মারা গেছে চার মাস হয়ে গেছে। কিন্তু আমার মাথায় একবারও আসে না, আব্বা মারা গেছে। আব্বা নেই। কোথাও নেই। মনে হচ্ছে আব্বা কাজে ঢাকার বাইরে গেছে। এক, দুই সপ্তাহ পর চলে আসবে। যাই হোক, স্বপ্নে দেখি, আমি রমনা পার্কে হাঁটতে গিয়েছি। একা একা হাঁটছি। হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছি। তখন দেখি, আমার পাশে আব্বা বসে আছে। আমি বললাম, তুমি এখানে কেন? কখন এলে? আব্বা কোনো কথা বলে না। চুপ করে বসে আছে।
আমি চারজন দুষ্টলোককে চিনি।
এরা আমাদের সাথে অন্যায় করেছে। অমানবিক আচরন করেছে। আমার ক্ষতি করেছে। স্বপ্নে এই চারজনকে দেখলাম। তারা আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তারা আমাকে এতটাই অপমান করেছে, এতটাই কষ্ট দিয়েছে যে, তাদের আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না। আমি একটা চাবুক নিলাম। এদের ইচ্ছা মতো চাবকাবো। মন ভরে চাবুক মারবো। কি মনে করে ওদের হঠাত ওদের ক্ষমা করে দিলাম। অথচ ওরা আমার ক্ষতি করেছে। ছোটবেলায় পড়েছি ক্ষমা মহত্বের লক্ষন।
বেশির ভাগ স্বপ্নই আমি ভুলভাল দেখি।
কিন্তু গত বুধবার চমৎকার একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি, আমি আমার পরিবার নিয়ে নেপাল বেড়াতে গিয়েছি সাত দিনের জন্য। বিশ্ব থেকে করোনা বিদায় নিয়েছে। নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাত্র নেমেছি। ফাইহা আমার কোলে। সুরভি পরীর হাত ধরে রেখেছে। ছোট্র এয়ারপোর্ট কিন্তু সাজানো গোছানো। পরী বলল, বাবা আমি কোক আর বার্গার খাবো। আমি সবার জন্য বার্গার আর কোক অর্ডার করলাম। আমরা সবাই খুশি।
মঙ্গলবার খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম।
আমি প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। আমার হাতে মাইক। সামনে অনেক গুলো টিভি চ্যানেলের ক্যামেরা। সম্ভবত লাইভ হবে। মাইক হাতে নিয়েই আমি বিসমিল্লাহ বলে গালাগালি শুরু করলাম। অকথ্য ভাষায় গালি। কুৎসিত সব গালি। একজন আমাকে প্রশ্ন করলো- আপনি কাকে গালি দিচ্ছেন? আমি বললাম, দেশের সমস্ত দুষ্টলোকদের। যারা দেশটার বারোটা বাজিয়েছে। চারপাশ থেকে সবাই বলে উঠলো- ঠিক, ঠিক। আমি সমানে গালি দিয়েই চলেছি। গালি অব্যহত থাকবে।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: আমার হাতে পায়ে তালা দিয়ে দিয়েছে এডমিন।
২| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ২:১৭
জিকোব্লগ বলেছেন: মডু সঠিক কাজ করেছেন। উনি বিচক্ষণ ব্যক্তি।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: চেষ্টা করে দেখুন আপনি বিচক্ষন হতে পারেন কিনা।
অবশ্য আপনাদের মতো মানুষের পক্ষে বিচক্ষন হওয়া সম্ভব না।
৩| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩৫
অনল চৌধুরী বলেছেন: বিজ্ঞান অনেককিছু আবিষ্কার করলেও মৃত্যুন পর কি হয়, সেটা বিজ্ঞানীরা বের করতে পারেননি।
এটা আমারও জানার ইচ্ছা।
আমি চারজন দুষ্টলোককে চিনি। এরা আমাদের সাথে অন্যায় করেছে। অমানবিক আচরন করেছে। আমার ক্ষতি করেছে। স্বপ্নে এই চারজনকে দেখলাম। তারা আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তারা আমাকে এতটাই অপমান করেছে, এতটাই কষ্ট দিয়েছে যে, তাদের আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না।- এই স্বপ্নটা বাস্তব। যারা অন্যায় করেছে , তারা করোনা বা অন্য কোনো সমস্যায় পড়ে মনে মনে আপনার কাছে ক্ষমা চাচ্ছে। কিন্ত সামনে আসতে সাহস পাচ্ছে না। তাই স্বপ্নে দেখা দিয়েছে। বিশ্বাস না হলে কাউকে দিয়ে খোজ নিয়ে দেখতে পারেন।
আপনি আবার কি আপরাধ করেছেন ?
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: মৃত্যুর পর মানুষের আর কিছুই থাকে না।
৪| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০০
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইকে প্রথম পেজে না পেয়ে খোঁজ নিতে এসে দেখলাম জেনারেল। খুবই খারাপ লাগছে।
উপদেশ ঠিক নয় তবে ভাইকে এই অবস্থায় যে মনের উপর চাপ সৃষ্টি হয় তা স্বীকার করতেই হবে।তাই পরামর্শ আগামীতে একটু সাবধানে কমেন্ট করার জন্য।
যাইহোক সাময়িক ব্যান উঠে গেলে ভাই আবার ফ্রি হবে এই আশায় রইলাম।
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আপনি কি জেনারেল?
কাউকে গালি দিতে নেই তা
বাস্তবে হোক বা স্বপণে !!
আপনার গুরুর কমেন্টস ব্যান
আপনি জেনারেল !!
আমি আমার প্রিয় দুই মন্তব্যকারীকে
মিস করছি। আবার ফিরে আসুন আপন
আলোয় !!