নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মানুষকে আমার খুব খারাপ লাগে না। এদের মধ্যে ভালো আছে, মন্দ আছে, দয়ালু আছে, বদমাইশ আছে, উদাসীন আছে।
সমাজের সব মানুষ খারাপ নয়, এটাই যা একটা ভালো ব্যাপার।
২। মানুষকে তার দীর্ঘ জীবনে নানান অপমানের ভেতর দিয়ে যেতে হয়। অপমান আগুনের মতো, মানুষকে শুদ্ধ এবং পবিত্র করে।
৩। ফেসবুক এবং ব্লগে অসংখ্য মানুষ নানান ঢঙ্গে রঙ্গে কবিতা লিখেন। কারো কারো কবিতার সংখ্যা চার শো, পাঁচ শো কেউ হাজার ছাড়িয়ে গেছে। অনেকে তো বেশ কয়েকটা বই বের করে ফেলেছেন। কিন্তু তাদের কবিতা পড়লে শরীর টা মরিচের মতো জ্বলে আমার। তাদের কবিতা পড়া মানেই সময় নষ্ট করা। বেশির ভাগ কবি'ই বুঝেই না যে ছন্দ বলে একটা ব্যাপার আছে। একশো জন কবির মধ্যে নব্বই জন কবি'ই জানেন না- ছন্দ কি জিনিস। এই সব কবিদের প্রতি আমার অনুরোধ আপনারা ছন্দ বিষয়টা পুরোপুরি জেনে তারপর কবিতা লিখবেন। অবশ্য কবি'রা খুব আবেগ প্রবণ হন- কাজেই তারা সব লিখতে পারেন- কাকের ঠ্যাং, বকের ঠ্যাং... আপনাদের কবিতা অত্যাচারের পর্যায়ে পড়ে যায়। অত্যাচার বন্ধ করুন।
৪। বেশ কিছু দিন ধরে মনটা খারাপ হয়ে আছে।
মন খারাপ হওয়ার কারন হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। অথচ আমার হিসাব মতে বৃষ্টি হওয়ার কথা। প্রতিদিন অপেক্ষায় থাকি আজ বুঝি ঝুম বৃষ্টি নামবে। অথচ সারাদিন থাকে কড়া রোদ। রোদে চামড়া যেন পুড়ে যায়। এদিকে আবহাওয়া রোজ বলছে বৃষ্টি হবে। কিন্তু কই বৃষ্টি? উলটা করা রোদ। কত দিন হয়ে গেলো বৃষ্টি নেই। আজিব ব্যাপার! বাংলাদেশের বেশীর ভাগ মানুষ দরিদ্র। সবার ঘরে এসি থাকে না। তার মধ্যে আবার কারেন্ট চলে যায়। দোজক নেমে আসে তখন। সীমাহীন কষ্ট। সারাদিন মানুষ বাইরে কষ্ট করে এসে, ঘরেও কষ্ট।
৫। ভারতের করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশীদের এখনই শতভাগ সতর্কতা অবলম্বন করা উচিত।
৬। ফেসবুক এবং ব্লগে সবচেয়ে বড় সমস্যা হলো- যার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস নেই। অথচ সে ফেসবুক বা ব্লগের মন্তব্যের ঘরে এসে এলোমেলো ভুলভাল বলে যায়।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। মানুষ সেই যার মান ও হুস আছে। আর সব অমানুষ
৩। আপনার কবিতায়ও ছন্দ ফন্দের বালাই নাই!
৫। করোনা সতর্কতায় ভারত বাংলাদেশ বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: আপনি ভুলেও ঘর থেকে বাইরে বের হবেন না। করোনায় চারপাশের অবস্থা খুব খারাপ।
৩| ২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাকে কেন যে ব্লক করা হলো আমার বুঝে আসে না।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: কারন এডমিনের ধারনা আমি কপি পেস্ট লেখা পোষ্ট করেছি।
এবং কয়েকজন ব্লগার আমার বিরুদ্ধে রিপোর্ট করেছেন।
৪| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০১
খায়রুল আহসান বলেছেন: ভালোমন্দ মানুষ নিয়েই সমাজ। ভাল কে উৎসাহিত করতে হবে, মন্দকে সংশোধিত করতে হবে। সবাইকে সাথে করেই সমাজকে এগিয়ে যেতে হবে।
২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: হ্যা ভালো কিছু সবাইকে সাথে নিয়েই করতে হয়। যে একা সে ই সামান্য।
৫| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৭
ইসিয়াক বলেছেন: ফুল ছিঁড়তে নেই। গাছ ব্যথা পায়।
২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আপনাকে এবং আপনার গুরুকে
অনেকেই মিস করছে। অনেকের পোষ্টে
জিরো মন্তব্য যাচ্ছে। আপনি বা আপনার
গুরু থাকলে যা কখনোই ঘটতো না।
যা হোক আপনার ফিরে আসার আশায়
রইলাম। ভালো থাকবেন। শুভকামনা