নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি আমার দেশকে ভালোবাসি

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৬



আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাই নে,
যেদিন পালের হাওয়ায় তুমি আপনি আসিবে,
সেইদিন আগমনীর লগ্ন লাগবে।


অনেক ভেবে-চিন্তে দেখলাম, বাংলাদেশের বেশির ভাগ লোকই ভালো। তারা দেশকে ভালোবাসে, ভালোবাসে দেশের মানুষকে। পৃথিবীর অনেক দেশেই মেয়েরা বাসে ট্রেনে দাঁড়িয়ে তাদের গন্তব্যে যায় কিন্তু আমাদের দেশে কোনো মেয়ে দাঁড়িয়ে তাদের গন্তব্য যায় না, আমরা সিট ছেড়ে দেই। আমি নিজে দেখেছি- আমাদের দেশের ট্রাফিক পুলিশ- রাস্তার সব গাড়ি থামিয়ে ছোট ছোট বাচ্চা আর বৃদ্ধ ও বৃদ্ধাকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে।

কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যায় রক্ত দিতে।
অচেনা কোথাও গিয়ে কাউকে ঠিকানা জিজ্ঞেস করলে দেখবেন, সে আপনাকে খুব সুন্দরভাবে চিনিয়ে দেবে। বাসে উঠলে টাকা নেই বললে, কন্ট্যাকটরও হাসি মুখে মেনে নেয়। দেখেছি, সরকারী হাসপাতাল গুলোতে ডাক্তার দরিদ্র লোকদের এক আকাশ ভালোবাসা নিয়ে চিকিৎসা করছেন।

জানি, ছোট একটা দেশ, মানুষ অনেক।
তাই কিছু সমস্যা তো থাকবেই। সমস্যা গুলো আমাদের সবাইকে মিলে সমাধান করতে হবে। যখন ক্রিকেট খেলা হয়- আমরা চিৎকার করে গলা ভেঙ্গে ফেলি। যদি জিতে যাই- আনন্দে একটু পর-পর চোখ মুছি। পতাকা নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ি। একে অন্যের গায়ে রঙ ছিটিয়ে আনন্দ করি। পরিবারের সবাই মিলে ভালো মন্দ খাই।

আমার ভাবতে ভালো লাগে- আমাদের দেশটা হবে খুব আনন্দময়। কোথাও অশান্তি থাকবে না। আমার বিশ্বাস করতে ভালো লাগে- অল্প কিছু দিনের মধ্যে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য দেশের সকলের ভালো মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। কিছু দুষ্টলোক থাকবেই। অক্কা মদীনায়ও আছে। এদের এড়িয়ে যেতে হবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৪

অনল চৌধুরী বলেছেন: অনেক ভেবে-চিন্তে দেখলাম, বাংলাদেশের বেশির ভাগ লোকই ভালো। তারা দেশকে ভালোবাসে, ভালোবাসে দেশের মানুষকে।[/sb এই কৌতুকের জন্য আপনাকে নোবেল পুরস্কার দেয়া দরকার।
দেশের বেশীরভাগ লোক ভালো হলে দুর্নীতি-লুটপাট-মাদক-সন্ত্রাসে দেশের এই শোচনীয় অবস্থা হয়?
অল্পকিছু খারাপ লোক কোনোদিনও ১৭ কোটির একটা দেশকে ধ্বংস করতে পারতো না যদিনা না এই বেশীরভাগ প্রকাশ্যে বা নীরবে তাদের সব অপরাধে সমর্থন দিতো।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: দেশের সাধারণ মানুষ অসহায়।

২| ২৭ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের বেশীর ভাগ লোকই বদমাশ ধরনের।
এরা নিজের স্বার্থের জন্য দেশ তো দেশ নিজের সংসার পর্যন্ত বিক্রি করে দিতে পারে।
এদেশের মানুষ খুবই ধার্মিক।
কিন্তু তারা অসৎ।
তাদের মধ্যে বিবেক নেই।
দেশপ্রেম নেই।
তারা বেশীর ভাগই অমানুষ।
তবে পশু না। কেননা, পশুরাও এই সব মানুষ থেকে উত্তম।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার উচিত দুষ্টলোকদের বিরুদ্ধে কঠোর হওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.