নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ১১

০১ লা মে, ২০২১ দুপুর ১:০৭



প্রিয় কন্যা আমার-
আজ তুমি পাঁচ মাসে পা রেখেছো। দেখতে দেখতে চারটা মাস পার হয়ে গেলো। হয়তো এমাসে তুমি বসতে শিখবে। আগামী মাসে তোমার মুখে প্রথম ভাত দিবো। আগামী মাস জুন মাস। জুন মাসের ৬ তারিখ পরীর জন্ম দিন। ইচ্ছা আছে পরীর জন্মদিনে তোমার মুখে প্রথম ভাত দিবো। তুমি জানো না, তুমি কত সুন্দর করে হাসি দাও। তোমার হাসি আমাকে আনন্দ দেয়। তোমার হাসি আমার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয়। পৃথিবীতে এসে তুমি সবার আগে হাসি দেওয়া শিখেছো। আমি তোমার সাথে অনেক কথা বলি। আমার কথা শুনে তুমি হাসো। এবং আমার ধারনা, তুমি আমার কথা গুলো বুঝতে পারো।

ফারাজা তাবাসসুম খান (ফাইহা)
প্রচুর গরম পড়েছে। ৩৮ ডিগ্রী তাপমাত্রা ঢাকায়। অথচ বৃষ্টির কোনো নাম গন্ধ নেই। গরমে তোমার কষ্ট হচ্ছে। গরম থেকে তোমার গায়ে র‍্যাশ উঠেছে। দেখতে ঘামাচির মতো। তোমার শরীর লাল হয়ে থাকে। চুলকায়। একবার ডাক্তার দেখিয়েছি। ডাক্তার ওষুধ দিয়েছেন। তাতে কোনো উপকার হয়নি। এরপর অনলাইনে ডাক্তার দেখালাম। তাতেও কোনো উপকার পাইনি। এখন আবার যাবো ডাক্তারের কাছে কিন্তু চারিদিকে করোনা তাই তোমাকে নিয়ে বাইরে যেতে ভরসা পাচ্ছি না। রাতে তুমি আমার পাশে ঘুমাও। তুমি ঘুমাও আমার মতো করে। ডান পাশ ফিরে ডান হাত ডান গালের উপর রেখে।

প্রিয় কন্যা আমার-
গত পনের দিন বাসায় গজব অবস্থা গিয়েছে। পুরো ঘরবাড়ি রঙ করাচ্ছি। দরজা, খাট, শোকেস, চেয়ার টেবিল আর আলমারি ফার্নিচার বার্নিশ করাচ্ছি। কিছু ইলেকট্রিকের কাজও করাচ্ছি। সব মিলিয়ে আমাদের পুরো বাসা এলোমেলো। তবে আগামী দুই একদিনের মধ্যে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। ধুলো বালির জন্য তোমার সমস্যা হচ্ছে। ধুলোবালি থেকে এলার্জি। ফলাফল তোমার গায়ে র‍্যাশ। তবে আশার কথা তোমার মা তোমার খুব যত্ন নেয়। আমি তোমার মায়ের মতো করে তোমার এত দেখভাল করতে পারতাম না। যাই হোক, আজ আঠারো রমজান। আর বারো তের দিন পর ঈদ। তোমার জীবনের প্রথম ঈদ।

প্রিয় ফারাজা
তুমি তো জানো সামু ব্লগে আমি মাঝে মাঝে লিখি। আমি চাই তুমিও বড় হয়ে ব্লগিং করবে। যাই হোক, সেই ব্লগ কয়েকদিন ধরে আমাকে ব্যান করেছে। এখন আমি কাউকে মন্তব্য করতে পারি না। এমন কি আমার লেখা প্রথম পাতায় যায় না। ইহা আমার জন্য দুঃখজনক। আর কেউ না জানুক তুমি তো জানো- তোমার বাবা একজন সহজ সরল ভালো মানুষ। প্রিয় কন্যা, এতটুকু সব সময় মাথায় রাখবে তোমার বাবা কখনও কোনো অন্যায় করেনি। তোমার বাবা একজন মানবিক মানুষ। আমি তো বারবার বলি- লাইফ ইজ বিউটিফুল। আসলে লাইফ এমনি এমনি বিউটিফুল হয় না। লাইফকে বিউটিফুল করতে হয় নিজের ভালোত্ব, মহত্ব আর পরিশ্রম দিয়ে।

প্রিয় কন্যা আমার-
এখন তোমার মা তোমাকে গোছল করাচ্ছে। আর আমি তোমাকে নিয়ে লিখছি। তোমার ছোট্র একটা লাল বোল আছে। গোছল করার সময় তুমি অন্য বাচ্চাদের মতো কান্না করো না- এই বিষয়টা আমার খুব ভালো লাগে। তোমাকে দেখলে বুঝা যায় তুমি গোছলটা উপভোগ করছো। গোছল শেষ করে তুমি খাবে এবং খেয়ে ঘুমাবে। তুমি ঘুমে থাকতে থাকতে তখন তোমার মা ঘরের কাজ শেষ করে এবং রান্নাটা শেষ করে ফেলে। তোমার বড় বোন পরী মাঝে মাঝে তোমাকে ঘুম পাড়িয়ে দেয়। আর সত্যি সত্যি তুমি পরীর কোলে ঘুমিয়ে যাও। আমি তোমার ঘুমন্ত মুখের দিকে এক আকাশ ভালবাসা নিয়ে তাকিয়ে থাকি।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২১ দুপুর ১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বাগতম মোগো দেশের জামাই!
বন্দি দশা থেকে মুক্ত হয়ে আমাদের
মাঝে ফিরে আসার জন্য ফুলেল শুভেচ্ছা।
আপনার কন্যাদ্বয়ের জন্য শুভকামনা।
আপনার জন্যও আন্তরিক মোবারকবাদ।
সুস্থ্য থাকুন, ভালো থাকুন, হরষে থাকুন।

০১ লা মে, ২০২১ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আমি কখনও বরিশাল আমার শ্বশুর বাড়ি যাই নাই। কারন তারা সবাই ঢাকা থাকেন। বেশ কয়েকবার যাব যাবো করে আর যাওয়া হয়নি। তবে যাবো। একবার গিয়ে ঘুরে আসবো।

২| ০১ লা মে, ২০২১ দুপুর ১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ খানসাব
আসবেন কিন্তু আমাদের বাড়ি!!
আপনার অনুপস্থিতির কারণে
আমার অনেক পোস্টে আপনার
অনেক মন্তব্য মিস করেছি। আর
যেন এমন না হয়।

০১ লা মে, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: বরিশাল আমি তিনবার গিয়েছি। কিন্তু সুরভিদের গ্রামে যাই নি।
কমেন্ট ব্যান মুক্ত হইনি। মুক্ত হলেই আপনিসহ সবার পোস্টে ঝাপিয়ে পড়বো।

৩| ০১ লা মে, ২০২১ দুপুর ২:১৬

জটিল ভাই বলেছেন:

০১ লা মে, ২০২১ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ওকে।
ভালো থাকুন।

৪| ০১ লা মে, ২০২১ দুপুর ২:৩৪

নজসু বলেছেন:



স্বাগতম প্রিয় ভাই।
মিস করছিলাম আপনাকে।

০১ লা মে, ২০২১ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৫| ০১ লা মে, ২০২১ দুপুর ২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম ও অভিনন্দন জানাই।

০১ লা মে, ২০২১ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইসাহেব।

৬| ০১ লা মে, ২০২১ বিকাল ৩:০৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: দুই ফেরেশতা ঘর আলোকিত করে রেখেছেন এর চেয়ে বড় সুখ বুঝি কিছু নেই।
স্বাগতম।

০১ লা মে, ২০২১ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: দুই ফেরেশতা নিয়ে আনন্দি। আমি ধন্য।

৭| ০১ লা মে, ২০২১ বিকাল ৩:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: কমেন্ট ব্যান মুক্ত হইনি। মুক্ত হলেই আপনিসহ সবার পোস্টে ঝাপিয়ে পড়বো।

আপনার গুরু আর আপনার তা হলে একই অবস্থা!
আপনার গুরুর মতো আপনিও পোস্টের উপর লিখুন
**** কমেন্ট ব্যানে আছি, আপনাদের পোষ্টে মতামত জানাতে পারছি না।
আপনাদের আগের রূপে ফিরে আসার আশা পূরণ হোক অচিরে।

০১ লা মে, ২০২১ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধ্যেয় চাঁদগাজী আসলে আমার জন্যই বিপদে পড়েছেন।
তিনি ভালো মানুষ। সত্য বলতে ভয় পান না। আমি তাকে পছন্দ করি।

৮| ০১ লা মে, ২০২১ বিকাল ৪:২৬

শোভন শামস বলেছেন: আপনার অনুপস্থিতির কারণে পোস্টে আপনার মন্তব্য মিস করেছি।

০১ লা মে, ২০২১ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: কোনো পোষ্ট আমার চোখ এড়ায় নি। প্রতিটা পোষ্ট আমি পড়ে যাছি। এডমিন কমেন্ট ব্যান থেকে মুক্ত করলেই সব পোষ্ট মন্তব্য করবো।

৯| ০১ লা মে, ২০২১ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



আমাদের ব্লগারেরা মোদী ও বিজেপির কান্ড দেখার সুযোগ পাচ্ছেন; আপনি ব্লগারদের কোরান/হাদিস থেকে শিক্ষা দেয়ার চেষ্টা করবেন না; ব্লগারদের ৮০ ভাগ কোরান/হাদিস নিয়ে পোষ্ট দিতে সক্ষম, আপনি সেগুলো লিখে আপনার সময় নষ্ট করছেন; ধর্মের পক্ষে লিখবেন না, ধর্মীয় রাজনীতি ভারতের মতো শক্তিশালী দেশকে চিতায় পরিণত করেছে, আমাদেরকে আফগানিস্তান ও ইয়েমেনের লেভেলে নেবে।

০১ লা মে, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আমি ভুল করেছি। ভুল থেকে শিক্ষা নিয়েছি।
আপনি আমাকে আগেই সাবধান করেছিলেন। আসলে আমি একটা গবেষণা এবং পরীক্ষা করছিলাম। কিন্তু আমার পরীক্ষা আর গবেষণা শেষ হবার আগেই ব্যাড়া ছ্যারা অবস্থা হয়ে গেলো। যাই হোক, সামনের দিন গুলোতে সাবধান থাকব।

১০| ০১ লা মে, ২০২১ বিকাল ৫:২৫

মোবারক বলেছেন: আমিও গত দুইদিন ব্লগে এসে আপনার লেখ আছে কিনা খুঁজে গেলাম পাইনি। আমি আপনার লেখায় বেশী পড়ি ।

০১ লা মে, ২০২১ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: হে হে---
গ্রেট।
ভালোবাসা জানবেন।

১১| ০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পরীর বোনের নাম কি নুরী??

প্রখ্যাত ব্লগার জনাব চাঁদগাজী মহোদয়ের একটি পোস্টে তাকে নুরী উল্লেখ করা হয়েছে।
তাই জানতে চাইছি।

০১ লা মে, ২০২১ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---
পোষ্ট টি আমি পড়েছি।
উনি আদর করে নুরী বলেছেন।

১২| ০১ লা মে, ২০২১ রাত ৮:২৬

রানার ব্লগ বলেছেন: ব্লগ খানা পানসে হয়ে যাচ্ছিলো। আপনার পোস্ট দেখে ভালো লাগলো। আপনি আপনার মত লেখা চালিয়ে যান, যাদের ভালো লাগবে না তার এড়িয়ে যাক, পায়ে পাড়া দিয়ে যুদ্ধ পরাজিতরাই করে।

০১ লা মে, ২০২১ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: হ্যা আমার লেখা অব্যহত থাকবে।

১৩| ০১ লা মে, ২০২১ রাত ৯:০৫

ডঃ এম এ আলী বলেছেন:

বিশ্বাস ছিল সহহসাই ফিরবেন, হলোও তাই ।
আপনার প্রিয় কন্যাদের জন্য রইল শুভেচ্ছা ।

০১ লা মে, ২০২১ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
এডমিনকেও ধন্যবাদ জানাই।

১৪| ০১ লা মে, ২০২১ রাত ৯:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইকে খুব মিস করছি।দ্রুত কমেন্ট ব্যান উঠে যাক।
ভাইয়ের কন্যাকে অনেক অনেক শুভেচ্ছা।‌
শুভেচ্ছা ভাইয়ের গোটা পরিবারকে।

০১ লা মে, ২০২১ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: দাদা বারাসাতের করোনা পরিস্থিতি কি?

১৫| ০১ লা মে, ২০২১ রাত ৯:৩৪

কামাল১৮ বলেছেন: কুসংস্কারের বিরুদ্ধে অবশ্যই লিখতে হবে,সেটা ধর্মের নামেই হোক আর অধর্মের নামেই হোক।
মেয়ের চাহনিটা খুবই সুন্দর।

০১ লা মে, ২০২১ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: আমার লেখা থামবে না। সাথে থাকবেন।

মেয়ের জন্য দোয়া করবেন।

১৬| ০১ লা মে, ২০২১ রাত ১১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রচন্ড খারাপ। একেবারে ছেয়ে গেছে। গতকাল আমার পুরানো পাড়ার দুজন মারা গেছে। শোনা যায় দুজনেই রোজায় ছিলেন। একজনের মৃতদেহ ফেরৎ দেয়নি।আর যে মহিলা মারা গেছেন যেকোনো ভাবেই ওনারা মৃতদেহ বাড়িতে এনে কবরস্থ করার তোড়জোড় করছিলেন। এমন সময় পুলিশ এসে সে মৃতদেহকেও তুলে নিয়ে যায়। আমি গতকাল থেকে বাসায় কাজের লোক আসতে বারন করে দিয়েছি।মনে হচ্ছে মৃত্যুপুরীর মধ্যে আছি।

০১ লা মে, ২০২১ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: ভয়াবহ বিপদ।
দাদা খুব সাবধানে থাকবেন পরিবার নিয়ে। দুঃসময় কেটে যাবে। আনন্দময় দিন অবশ্যই আসবে।

১৭| ০৮ ই মে, ২০২১ দুপুর ১:১৫

খায়রুল আহসান বলেছেন: পোস্টের প্রতিটি কথা থেকে যেন স্নেহাশিস ঝরে পড়ছে। ভাল লেগেছে।

পোস্টে প্লাস + +।

০৯ ই মে, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: আমি আমার কন্যাকে নিয়ে পোষ্ট দেওয়ার পর মনে মনে আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি। আপনার মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.