নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একসময় সকালে কাঁধে ক্যামেরা নিয়ে বাসা থেকে বের হয়ে যেতাম। প্রতিদিন ৪/৫ টা এসাইনমেন্ট থাকতো আমার। একটা প্রেসক্লাবে তো আরেকটা উত্তরাতে। আরেকটা ধানমন্ডিতে। টানা আট বছর শুধু ছবি তুলেছি। খালেদা জিয়া থেকে শুরু করে আলু, মালু, কালু- সবার ছবি তুলেছি। বেশির ভাগ ছবিই আমার কাছে নেই। হয়তো অফিসের কম্পিউটারে খুজলে পাওয়া যেতে পারে। আজ একটা পেনড্রাইভে এই ছবি গুলো পেয়ে গেলাম। ধর্ম নিয়ে পোষ্ট দেওয়ার চেয়ে ছবি ব্লগ পোষ্ট অনেক ভালো। সময়ও কম লাগে। ঝামেলা বা ক্যাচালের কিছু থাকে না। গত একবছর আমি আমার ক্যামেরা ধরি নাই। হ্যা সত্যি। অথচ একসময় প্রতিদিন ছবি তুলতাম। তবে আমার ইচ্ছা আছে- আমি আবার কাঁধে ক্যামেরা নিবো। হাঁটে ঘাটে মাঠে ছড়িয়ে পরবো। ছবি তুলবো। এবার মানুষের ছবি তুলবো না। শুধু প্রকৃতির ছবি তুলব। যে ছবি আমাকে আনন্দ দিবে।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
০২ রা মে, ২০২১ রাত ১:০৬
রাজীব নুর বলেছেন: সবার শেষের ছবিটায় কবি নির্মলেন্দু গুণের কন্যা।
০২ রা মে, ২০২১ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: নামঃ মৃত্তিকা গুন।
২| ০২ রা মে, ২০২১ রাত ১:০৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ছবিগুলো সুন্দর তবে লেখাগুলো আরও বেশি সুন্দর যেখানে
বাস্তব চিত্র ফুটে উঠেছে।
০২ রা মে, ২০২১ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: সাধারনত আমি গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই অগোছালো এবং এলোমেলো।
৩| ০২ রা মে, ২০২১ রাত ১:২৩
জটিল ভাই বলেছেন:
ধর্ম য়ে পোষ্ট দেওয়ার চেয়ে ছবি ব্লগ পোষ্ট অনেক ভালো। সময়ও কম লাগে। ঝামেলা বা ক্যাচালের কিছু থাকে না।
সবাই যদি হাল ছেড়ে দেয়, কেমনে সকাল হবে???
০২ রা মে, ২০২১ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: আমি চাই ধর্ম নিয়ে পোষ্ট দিতে।
আমাকে গ্যারান্টি দেন, আমাকে ব্যান করা হবে না।
৪| ০২ রা মে, ২০২১ রাত ১:৪৪
জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: আমি চাই ধর্ম নিয়ে পোষ্ট দিতে।
আমাকে গ্যারান্টি দেন, আমাকে ব্যান করা হবে না।
সেটা দেবার অধিকার কি আমার আছে? তাইতো বুঝি না ব্লগিং কি!!!
০২ রা মে, ২০২১ রাত ২:১৪
রাজীব নুর বলেছেন: হ্যা এখনও কমেন্ট ব্যান থেকে মুক্ত হইনি। তাই আপনার পোষ্টে মন্তব্য করতে পারিনি।
৫| ০২ রা মে, ২০২১ রাত ১:৪৮
রেজওয়ান ইসলাম বলেছেন: জ্ঞানী ব্যাক্তিদের ছবি দেখে ভাল লাগলো।৫ নং ছবির লোকটি কে?
০২ রা মে, ২০২১ রাত ২:১৫
রাজীব নুর বলেছেন: ঠিক এই মুহুর্তে তাঁর নামটা মনে আসছে না।
৬| ০২ রা মে, ২০২১ রাত ১:৫৯
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর ক্লিক।
১৮ নং ছবিটা কতদিন আগের
৭| ০২ রা মে, ২০২১ রাত ২:১৫
রাজীব নুর বলেছেন: ৪/৫ বছর আগের হবে।
৮| ০২ রা মে, ২০২১ রাত ২:১৭
কামাল১৮ বলেছেন: কিছু ভালো মানুষের সাথে কিছু খারাপ মানুষ আছে।
০২ রা মে, ২০২১ রাত ৩:১৮
রাজীব নুর বলেছেন: ভালো মন্দ মিলিয়েই জগত।
মন্দের জন্যই ভালো চিনতে পারা যায়।
৯| ০২ রা মে, ২০২১ রাত ২:১৮
জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: হ্যা এখনও কমেন্ট ব্যান থেকে মুক্ত হইনি। তাই আপনার পোষ্টে মন্তব্য করতে পারিনি।
ধন্যবাদ ভাই। পড়েছেন জেনে খুশি হয়েছি। আশা করি বুঝতেও পেরেছেন। আপনিতো অন্যদের মতো ঢাক পিটিয়ে কমেন্ট ব্যান থাকার কথা জানাননি, তাই জানতে পারিনি
০২ রা মে, ২০২১ রাত ৩:১৯
রাজীব নুর বলেছেন: ব্লগে ব্লগের ব্যাপার স্যাপার গোপন থাকে না।
১০| ০২ রা মে, ২০২১ রাত ২:৪২
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন," আমি চাই ধর্ম নিয়ে পোষ্ট দিতে।
আমাকে গ্যারান্টি দেন, আমাকে ব্যান করা হবে না। "
-আপনি কি নিয়ে পোষ্ট দেবেন, সেটা কেহ ঠিক করে দেয়া উচিত নয়, আমি আপনাকে ধর্ম নিয়ে পোষ্ট "না দিতে" অনুরোধ করেছি মাত্র; কারণ, বেশীরভাগ ব্লগার সম্পর্কে এখন মনের মাঝে প্রোফাইল তৈরি হয়েছে; আপনাকে যে, আমার অনুরোধ রাখতে হবে, এই রকম কোন নিয়ম নেই।
০২ রা মে, ২০২১ রাত ৩:২০
রাজীব নুর বলেছেন: আমি অবশ্যই আপনার অনুরোধ রাখবো। কারন আপনি সব সময় সঠিক কথাই বলেন।
১১| ০২ রা মে, ২০২১ রাত ৩:২৩
জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: ব্লগে ব্লগের ব্যাপার স্যাপার গোপন থাকে না।
আপনাকে নিয়েও শুনলাম ব্লগ লিখা চলছে। ব্লগগুলো বড্ড পড়ার ইচ্ছে ছিলো.......
০২ রা মে, ২০২১ রাত ৩:৪৯
রাজীব নুর বলেছেন: ওকে।
১২| ০২ রা মে, ২০২১ রাত ৩:৫৩
অনল চৌধুরী বলেছেন: ছবির সাথে কোনটা কতো সালে আর কোথায় তোলা লিখলে ভালো হতো।
০২ রা মে, ২০২১ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: সাল টাল তো মনে নেই।
১৩| ০২ রা মে, ২০২১ ভোর ৬:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবিতে ক্যাপশন বা পরিচিতি থাকা দরকার।
নইলে বুঝত সমস্যা হতে পারে।
সবাইকে যে আমি চিনি তা তো নয়।
০২ রা মে, ২০২১ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: সহমত।
১৪| ০২ রা মে, ২০২১ সকাল ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট
০২ রা মে, ২০২১ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৫| ০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
তালিকার ১৮ নম্বর ছবিটা বাধাই করে রাখার মত ।
সকল ছবিই নীজের কথা বলে । কথায় বলে
ছবি ইজ দি বেষ্ট ডিসকোর্স অফ কনটেন্ট ।
ধর্মীয় পোষ্টের ব্যপারে একটি বিষয়
প্রনিধানযোগ্য তা হল -
নীজে আচরি ধর্ম অপরে শিখাও ।
যাহোক আশা করি কমেন্ট বেন
অচিরেই উঠে যাবে ।
০২ রা মে, ২০২১ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: আমার জন্য কমেন্ট ব্যান উঠে যাওয়া খুব দরকার।
কমেন্ট করতে না পারলে শান্তি লাগে না।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২১ রাত ১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবিআলাদের একটাই দুঃখ
সবার ছবি থাকে তার ক্যামেরায়
অথচ নিজেই থাকে উপেক্ষিত।
তবে একটা ছবি আপনার আছে
মনে হয়। সবার শেষের ছবিটার
মানুষটিকে চিনতে পারলাম না।