নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সুরভিকে বললাম- চা করো
সুরভি বলল- চা পাতা নেই, চিনিও নেই
মাস শেষ হলে সব খাদ্য-দ্রব্যও শেষ হয়ে যায়, আজিব!
চা খেতে বের হয়ে বৃষ্টিতে আটকা পড়লাম
দেড় ঘন্টা হয়ে গেল বৃষ্টি কমছে না
চার কাপ চা খেয়ে ফেলেছি।
মোবাইল বাসায় রেখে আসছি
সুরভির সাথে আলাপ করতে পারছি না
বেচারি বাসায় একা।
একটু পর পর বাজ পড়ছে, বিজলি চমকাচ্ছে
বিদ্যুৎ চলে গেলে সে খুব ভয় পায়।
দুই ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমেছে
ততক্ষনে রাত ১১ টা বেজে গেছে, বাসায় ফিরছি
বেলী ফুলের ঘ্রান পাচ্ছি
গলির মধ্যে পানি জমে গেছে।
হঠাত দেখি গলির মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে
একটুও নড়ছে না
সামনে গেলাম, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা-
শুধু চোখ দু'টা দেখা যাচ্ছে, সহজ সরল সুন্দর শান্ত চোখ
আমি বললাম আপনি কে? কোন বাসায় থাকেন?
লোকটি আঙ্গুল উঁচু করে আকাশের দিকে দেখালো
আমি আকাশের দিকে তাকালাম
তারপর দেখি আমার পাশে কেউ নেই।
০২ রা মে, ২০২১ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: দিন শেষে সব কিছু শূণ্য।
মৃত্যুর পর সব কিছু শূণ্য।
জীবন শেষে সব হাতিয়ে মনে হবে- সব শূণ্য।
মানুষ শূন্য থেকে আসে, শূন্যেই মিলিয়ে যায়।
২| ০২ রা মে, ২০২১ দুপুর ২:৪৫
ফয়সাল রকি বলেছেন: যাক, তাহলে আপনাকে ডাকতে আসেননি ভদ্রলোক!
০২ রা মে, ২০২১ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: কিভাবে সে উধাও হয়ে গেলো সেটা বুঝলাম না।
৩| ০২ রা মে, ২০২১ বিকাল ৩:২৫
শেহজাদী১৯ বলেছেন: যাক আমি ভেবেছিলাম হাইজাকার।
০২ রা মে, ২০২১ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: হাইজাকার হলেও ভাল হতো।
৪| ০২ রা মে, ২০২১ বিকাল ৩:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু সাধু সাধু!
০২ রা মে, ২০২১ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: বড় ভাই ভালো আছেন?
৫| ০২ রা মে, ২০২১ বিকাল ৩:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজাখুরি গল্প !!
০২ রা মে, ২০২১ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: মুরুব্বী এটা গল্প নয় কবিটা।
আর সত্য ঘটনা অবলম্বনে এই কবিটা লিখেছি।
৬| ০২ রা মে, ২০২১ বিকাল ৩:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: দুই ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমেছে
ততক্ষনে রাত ১১ টা বেজে গেছে, বাসায় ফিরছি
বেলী ফুলের ঘ্রান পাচ্ছি
গলির মধ্যে পানি জমে গেছে।
ঘন্টা দুই-এক পরে বৃষ্টি এলো ধরে
ঘড়িতে তখন রাত এগারটা বাজে, ফিরছি বাসায়...
বাতাসে তখন বেলী ফুলের সুবাস
আর বৃষ্টির জল জমে আছে পথে.....
০২ রা মে, ২০২১ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: আমি তো আসল কবি না। তাই সুন্দর করে লিখতে পারি না।
৭| ০২ রা মে, ২০২১ বিকাল ৪:২৭
সিগনেচার নসিব বলেছেন: বাহ ! অন্যরকম
০২ রা মে, ২০২১ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।
৮| ০২ রা মে, ২০২১ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
লকডাউন চলছে?
০২ রা মে, ২০২১ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের ভয়াবহ অবস্থা। রাস্তায় প্রচুর জ্যাম। শহরের সব মানুষ যেন রাস্তায় নেমে পড়েছে এই অবস্থা। মার্কেটে এত ভিড় যে, মার্কেটে প্রবেশ করতে লম্বা লাইনে দাড়াতে হচ্ছে।
৯| ০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:১৪
কামাল১৮ বলেছেন: পশ্চিমাদের শূন্য ভীতি ছিল বহুদিন,রোমান হরফে শূন্য ছিল না।ভারত আবার শূন্য কে পুজা করতো।
০২ রা মে, ২০২১ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: '০' শূন্য খুব গুরুত্বপূর্ন।
১০| ০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মুরুব্বী এটা গল্প নয় কবিটা।
হায় হায় কয় কি, এটা নাকি কবিটা !!
এ্ই জন্যই বলি কাক আর কবিতে
ভরে গেছে দেশটা !
০২ রা মে, ২০২১ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: এটা আধুনিক কবিটা।
১১| ০৩ রা মে, ২০২১ রাত ১২:০৪
আহমেদ রুহুল আমিন বলেছেন: বৃষ্টি দিনের কবিতায় আলাদা অনুভুতি রয়েছে । বেশ ভালো লাগলো ।
০৩ রা মে, ২০২১ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২১ দুপুর ২:২৩
জটিল ভাই বলেছেন: প্রেম+আধ্যাতিকতা=শূণ্য