নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পূর্ণ শ্বাস

০৮ ই মে, ২০২১ রাত ১:১৬

ছবিঃ আমার তোলা।

প্রেম অতি সস্তা একটা বিষয়
প্রেমের সময় বেশির ভাগ ছেলেই নির্জন জায়গা খুঁজে বেড়ায়
একশো টা প্রেম করা যায় অনায়াসে
প্রেমে কোনো দায়-দায়িত্ব থাকে না
রিকশায় করে ঘুরো, গিফট দাও, ফাস্ট ফুডে যাও, মুভি দেখো
রাতে রাত জেগে মোবাইলে কথা বলো
আজাইরা রাগ দেখানো
সব কিছু মিলিয়ে মিথ্যা কথা আর মিথ্যা অভিনয়
যার কোনোটাই বাধ্যতামূলক নয়
পারলে বিয়ে করে দেখাও।
তারপর বউ নিয়ে ফাস্ট ফুডে যা, রিকশায় করে ঘুর
গিফট দে। মুভি দ্যাখ।
তাহলেই বুঝা যাবে তুমি কেমন ব্যাটা
তোমার কত মুরোদ।

ফাতরামো বাদ দিয়ে পরিবারের কথা ভাবো-
পারিবারিক বন্ধন সুদৃঢ় করো
দেখবে, পৃথিবীর সব কিছু কত সুন্দর হয়ে উঠবে তোমার কাছে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২১ রাত ১:২৬

ডঃ এম এ আলী বলেছেন:




যে ভাবে পার্কের আর উদ্যানের গাছ কাটা হচ্ছে
প্রেম করার জায়গা আর পাবেনা !
করোনার নিষ্পেষনে প্রেম একদিন
এমনিতেই পালাবে । অভাবের
যাতনায় প্রেমের পুর্ণ গ্রাস হয়ে যাবে ।

০৮ ই মে, ২০২১ রাত ১:৫০

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
এযুগের ছেলেমেয়েরা পার্কে যায় না। তারা সরাসরি হোটেলে যায় অথবা কোনো বন্ধুর ফ্লাটে।
করোনা খুব দ্রুত বিদায় নেবে। এটা আমার ধারনা।
অভাব খুব খারাপ জিনিস। মানুষকে বদলে দেয়।

২| ০৮ ই মে, ২০২১ রাত ১:৩৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: প্রেম এনে দেয় আলৌকিক ক্ষমতা। যারা প্রেমের স্বাদ পেয়েছেন তারা জানেন সেই স্নিগ্ধতার সামনে গোলাপের ঐশ্বর্যও ম্লান।

০৮ ই মে, ২০২১ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: আসল প্রেম কই? আজকাল আসল প্রেম দেখা যায় না। সকালে প্রেম, সন্ধ্যায় ব্রেকাপ।

৩| ০৮ ই মে, ২০২১ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালী ছেলেমেয়েদের হৃদয়ে প্রেম আসার আগেই পেকে যায়।

০৮ ই মে, ২০২১ রাত ১:৫২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের ছেলেমেয়ের প্রেম দীর্ঘস্থায়ী হয় না।

৪| ০৮ ই মে, ২০২১ রাত ২:০৬

কামাল১৮ বলেছেন: এক সাথে একাধীক না হলে প্রেম খারাপ কিছু না।কিন্তু প্রেমের অভিনয় করা খুবই খারাপ।প্রেম করলেই বিয়ে করতে হবে এই ধারনা সেকেলে।

০৮ ই মে, ২০২১ রাত ২:৪৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক।
আমাকে ফিজিক্স ম্যাডাম বলেছিলেন, যার সাথে প্রেম করবে তাকে বিয়ে করবে না।

৫| ০৮ ই মে, ২০২১ রাত ৩:৫৮

কামাল১৮ বলেছেন: কোন একজনের অভিজ্ঞতাকে সাধারন বলে চালানো ঠিক না।ম্যাডামের এটা একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা।সাধারন আর বিশেষের মধ্যে একটা পার্থক্য আছে।

০৯ ই মে, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: মানুষের অভিজ্ঞতার দাম নেই?

৬| ০৮ ই মে, ২০২১ ভোর ৪:০৪

কামাল১৮ বলেছেন: প্রেম করলে বিয়ে করা যাবে না আমি এটা বুঝাই নি।আপনি ম্যাডামের কথা রাখেন নাই।

০৯ ই মে, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ম্যাডামের কথাটা রাখা উচিত ছিলো।

৭| ০৮ ই মে, ২০২১ সকাল ৯:২৫

ইসিয়াক বলেছেন: আমি প্রেমিকারে লইয়া হোটেলে যাইতাম চাই। আচ্ছা আমারে দুই একটা নিরাপদ হোটেলের নাম কন তো। যেইহানে একটু শান্তি মত ইটিস পিটিস করবার পারি B-)

০৯ ই মে, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি কবি। কবিদের এভাবে বলতে নেই।

৮| ০৮ ই মে, ২০২১ সকাল ১০:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই প্রেম বিষয়টি অন্যরকম বিয়ের কথা বললেই বেকায়দাকসম

০৯ ই মে, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৯| ০৮ ই মে, ২০২১ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



৭ নং মন্তব্য:

ইনি একজন কবি, উনার কবিতার বইও বের হয়েছে! কবিদের ব্যক্তিত্ব থাকতে হয়, কবিতা মানে গরুর রচনা নয়।

০৯ ই মে, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: কবিরা তো অন্য গ্রহ থেকে আসে না। তাদেরও সুখ দুখ, যৌনতা আছে।

১০| ০৮ ই মে, ২০২১ দুপুর ২:২১

ইসিয়াক বলেছেন: এবার বইমেলায় আমার আরও বই আসছে। সেটা সমস্যা নয়। আপনার পোস্টে একটু ফানি মন্তব্য করলে কারো কারো গাত্রদাহ হয়। এটা কেন হয় জানি না। আর ব্যক্তিত্ব,বংশ মর্যাদা,নিজের চারপাশে একটা কৃত্রিম বলয় সৃষ্টি করে রাখা,মুখোশ পরে থাকা কখনো আমার পক্ষে সম্ভব নয়। আমি যা আমি তাই। আমাকে নিয়ে উনার না ভাবলেও চলবে।

ধন্যবাদ

০৯ ই মে, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: বন্ধু উনিও ফান করেছেন। সিরিয়াস নিবেন না।

১১| ০৮ ই মে, ২০২১ বিকাল ৩:১৮

শেহজাদী১৯ বলেছেন: হা হা বিয়ে করলে প্রেম অর্ধেক মরে যায়।

তাই বিয়ে করা চলবেনা। ফিজিক্স ম্যাডাম রাইট।

০৯ ই মে, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সহমত।

১২| ০৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কলম এখনো কবিতায় অভ্যস্ত হয়নি।

০৯ ই মে, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: সহমত।

১৩| ০৯ ই মে, ২০২১ ভোর ৫:৩৫

কামাল১৮ বলেছেন: ব্যক্তিগত অভিজ্ঞতার অবশ্যই দাম আছে,তবে সেটা একটা বিশেষ অভিজ্ঞতা।সেটাকে আপনি সাধারন বা সত্য বলে চালাতে পারেন না।এই অভিজ্ঞতাটাকে সত্য বলে চালাতে হলে বৈজ্ঞানিক কয়েকটা পরীক্ষা নিরীক্ষা অতিক্রম করতে হবে।

০৯ ই মে, ২০২১ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ বুঝেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.