নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন করো না

০৯ ই মে, ২০২১ রাত ১২:৩০

ছবিঃ আমার তোলা।

আমার 'বসন্ত' জমা করে রেখেছি ডায়েরীতে বহুকাল আগে
আমাকে কোথাও খুঁজো না-পাবে না,
যদি আঁধার পার করে আসো তাহলে দেখবে-আমায়
আমার বুকের ভেতর সব আগলে রেখেছি।

মানুষ যা চিন্ত করে, সেটাই তার জীবন
শেষ সীমায় পৌছে মানুষ যা করে তা অন্যায় নয়,
আমি আছি আধো ঘুম আধো জাগরনে
আছি ভয়ে কখন যে শক্তিশালী মরনটা পিছু নেয়
সাহসের সীমানা পার হতে পারব না আমি
কিন্তু বন্ধী পাখীরাও একদিন খাঁচা ভেঙ্গে ফেলে।

মনের ভিতর সর্বদা জ্বলে লোভের আগুন
আমার জন্মের একদিন আগে ইশ্বর-
আমার ভুগোলটা আবার নতুন করে এঁকেছিলেন
তাই, কাছের এবং দূরের মানুষ নিয়ে বাঁধে জটিলতা!

পরাজিত হতে হতে এখন আর জয়ী হতে ইচ্ছা করে না
'নীলা' একদিন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছিল-
আমাকে বাঁচাও-
ভালোবাসা বুকে নিয়েই কেটে গেছে অনেক দিন, অনেক রাত।

ক'দিন ধরে বিকেল হলে উঁচু আকাশ আরো উঁচু মনে হয়
একটি মানবী'র জন্য মন কাঁদে!
কোনো কিছুই ধরে রাখা যায় না, কিন্তু
আমি তোমাকে ধরে রাখব-আমার কবিতায়।

অন্যের মুখ দেখে দেখে তোমাকেই মনে পড়ছে, তোমাকেই
বিকেল বেলা আকাশের দিকে তাকালে তোমাকে দেখতে পাই,
তাই হাঁটি অনেকটা পথ একা-একা, আমার কষ্ট হয় না।
সমস্ত বিকেল জুড়ে থাকে সুখ। আমি ভাসতে থাকি।
হৃদয়ের এতো কাছে অথচ এতো দূরে একাকী শুয়ে আছি
বলো, এখন কী করি?

আমি কখনো ভুল করি না, আমি যা লিখি তাই'ই সঠিক
এ নিয়ে কেউ আমাকে প্রশ্ন করো না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২১ রাত ১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আচ্ছা প্রশ্ন করলাম না !!
খুশিতো ?

০৯ ই মে, ২০২১ রাত ৩:৪৮

রাজীব নুর বলেছেন: অলস মস্তিষ্কের কল্পনা।

২| ০৯ ই মে, ২০২১ রাত ১:২৮

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: বন্ধী পাখিরা হয়তো একদিন খাঁচা ভেঙ্গে ফেলে তবে ততদিনে পাখিরা উড়তে ভুলে যায়।
কি হবে এই বেঁচে থাকা।
আসুক না এবার শক্তিশালী মরন …
তাহলে-ই-তো বেঁচে যাই।

০৯ ই মে, ২০২১ রাত ৩:৪৯

রাজীব নুর বলেছেন: মরন যত দেরীতে আসে ততই ভালো।

৩| ০৯ ই মে, ২০২১ রাত ১:২৯

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ছবিটি দারুণ মনোমুগ্ধকর।

০৯ ই মে, ২০২১ রাত ৩:৪৯

রাজীব নুর বলেছেন: ছবিটি ফরিদপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার রাস্তা।

৪| ০৯ ই মে, ২০২১ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:



মানুষ ভাবনা ক্রমেই ঘরমুখী হয়।

০৯ ই মে, ২০২১ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: দিন শেষে সমস্ত পাখি ঘরে ফিরে। মানুষও ঠিক সন্ধ্যায় ঘরে ফিরতে চায়।

৫| ০৯ ই মে, ২০২১ রাত ৩:২৩

কামাল১৮ বলেছেন: খুঁজো না,পাবে না।এমন একটা কথা পড়েছিলাম রবি ঠাকুরের ছোট গল্পে।সেখান থেকেই কি ডাইরির পাতায় লিখে রেখেছিলেন,না কি আপনার সৃষ্টি।কথাটি ছোট কিন্তু ব্যাখ্যা অনেক বড়।সাধারন থেকে অসীমেয়েও নিয়ে যাওয়া যায়।

০৯ ই মে, ২০২১ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: একদম ঠিক ধরেছেন।

৬| ০৯ ই মে, ২০২১ ভোর ৪:২০

ফকির আবদুল মালেক বলেছেন: বেশ ভালো লাগলো।

০৯ ই মে, ২০২১ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.