নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ মা দিবস, সাধারণ মানুষ যা ভাবছেন

০৯ ই মে, ২০২১ রাত ১০:১৪



১। দুনিয়ার সকল মা’কে আল্লাহ রাব্বুল আলামীন ভালো রাখুক, সুস্থ্য রাখুক। 'রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানিস সাগীরা'।

২। আম্মাকে ফোন দিয়ে বলসি, শুভ মা দিবস! ভালবাসি মা। আম্মা বলসে, ঢঙ বন্ধ রাখ।

৩। 'মায়ের গায়ে একটা গন্ধ থাকে। ঘামে ভেজা হোক কিংবা কোন সুগন্ধীর হোক, সুনির্দিষ্ট একটা ঘ্রাণ। শুধু সন্তানরাই সে গন্ধ পায়।'

৪। যেদিন পৃথিবীর সব ক'টা বৃদ্ধাশ্রমে তালা ঝুলবে সেদিনই স্বার্থক হবে "বিশ্ব মা দিবস"।

৫। আমার কাছে মনে হয় প্রতিদিনই মা দিবস। প্রতিমুহূর্তে মায়ের কথা মনে পড়ে। সুখ দুঃখ আনন্দ বেদনায় মা পাশে থাকেন। এখনো মায়ের কাছে আমি শিশু। কাছে পেলেই বুকে টেনে নিয়ে আদর করেন। দুই গালে চুমু দেন। এই তো মা!

৬। আমার জীবনে ৩ জন নারী আছে, যারা 'মা'. আমার সন্তানের মা, আমার নিজের মা, আমার শাশুড়ী মা।

৭। মা মানেই এক স্বর্গীয় অনুভুতি।

৮। অনেক দিন মায়ের আঁচল থেকে টাকা চুরি করি না। এইবারের ঈদে করব- ইনশাল্লাহ।

৯। আসুন আজ আমরা আমাদের সবার মা বাবা মুরব্বিদের জন্য দোয়া করি।

১০। আমার আম্মা জানেন, আমার যে না বলা কথাগুলো আছে, তিনি সে সব জানেন। কেমন করে যেন আমিও এই কথাটা জানি যে, তিনি জানেন।

১১। শুধু গর্ভধারিণী মা নয় যে সকল মা সন্তানের সাথে বৈষম্যমূলক আচরণ, সন্তান হত্যা ও গর্ভপাত করে এবং সকল সৎ মায়ের প্রতি শুভেচ্চ্ছা!

১২। বাঙালি কাউকে গালি দিতে গেলে সাধারণত তার মাকে জড়িয়ে গালিটা দেয়। তবু, মা দিবসে মাতৃপ্রেম দেখে ভালোই লাগছে। নিজের মায়ের মতো অন্যের মাকেও সম্মান করুন।

১৩। যাদের মা নেই আল্লাহ তায়ালা তাদের মা কে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং মা বিহীন সন্তানের ধৈর্য ধারণ করার তৈফিক দান করুক।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২১ রাত ১০:৩৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: পৃথিবীর সমস্ত মায়ের প্রতি রইল শ্রদ্ধা ও ভালবাসা। +++

০৯ ই মে, ২০২১ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: শুধু শ্রদ্ধা আর ভালোবাসা বললে হবে না, অসহায় মাদের জন্য কিছু করতে হবে।

২| ০৯ ই মে, ২০২১ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া, শেখ হাসিনা, স্পীকার শিরীন, রওশান এরশাদ, দীপুমনি; এরা দেখে না কত হাজার মা রাস্তায় ঘুমায়, এরা বুদ্ধি-প্রতিবন্ধী?

০৯ ই মে, ২০২১ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: এরা দেখে। এরা জানে। কিন্তু এদের কথা ভাবার সময় এদের নাই।

৩| ১০ ই মে, ২০২১ রাত ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মা সারাজীবনই কম কথা বলতেন।
শেষ প্রায় ৩/৪ বছর অসুস্থ হয়ে বিছানায় ছিলেন।
শেষ দিকে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছিলেন।
সকালে মার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করতাম মা নাস্তা করছেন?
বলতেন হুম। (নাস্তা না করলেও বলতো হুম)।
দিন দুই-তিন আগে মাকে স্বপ্ন দেখেছি।
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা

১০ ই মে, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: কি দেখলেন স্বপ্নে?

৪| ১০ ই মে, ২০২১ ভোর ৫:১৫

কামাল১৮ বলেছেন: পৃথীবির সকল মা শুখে থাকুক।

১০ ই মে, ২০২১ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সকল মা যেন সুখে থাকে তা শুধু মুখে বললে হবে না। তাঁর জন্য কিছু করতে হবে।

৫| ১০ ই মে, ২০২১ সকাল ১০:৪৬

নুরহোসেন নুর বলেছেন: ভাল থাকুন সকল মা

১০ ই মে, ২০২১ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: তাদের ভালো থাকতে চেষ্টা করতে হবে আমাদের।

৬| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালো পোস্ট।

আপনার সৌদি প্রবাসী জীবন নিয়ে লিখুন।

১১ ই মে, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: খুব কষ্টের, হতাশা আর অপমানের কাহিনী।

৭| ১১ ই মে, ২০২১ রাত ২:০৮

কামাল১৮ বলেছেন: নিজের মাকেই দেখছে ছোটভাই।অনুপ্রেরনা দেয়া ছাড়া কিইবা করার আছে।

১১ ই মে, ২০২১ রাত ২:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি আপনার দায়িত্ব পালন করবেন।

৮| ১৩ ই মে, ২০২১ দুপুর ১:২৯

নির্জন অঙ্কন বলেছেন: দারুণ দারুণ

১৩ ই মে, ২০২১ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ওনেক ধন্যবাদ।

৯| ১৫ ই মে, ২০২১ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: মায়ের জন্য ভালোবাসা বিনম্র শ্রদ্ধায়।

১৫ ই মে, ২০২১ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.