নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছিঃ কি লজ্জা!!

১০ ই মে, ২০২১ রাত ৯:৫৪



আমি আমার মতোন!
কারো সাথে তুলনা করে নিজেকে ছোট করিনা।
একটা প্যান্ট ছিলো আমার খুব প্রিয়,
ওইটার জিপার কোন কারণ ছাড়াই একটু পর-পর খুলে যেতো
হঠাৎ তাকিয়ে দেখতাম- পোষ্টাপিস খোলা!
অথচ নীলা এতক্ষন আমার সাথেই ছিলো।
ছিঃ কী লজ্জা!!

একদিন চিড়িয়াখানায় বাঘের সামনে দাঁড়িয়ে আমি-
চিন্তা করলাম, আমি বাঘ খাই না, তাই বাঘও আমাকে খাবে না।
আমার এক বন্ধু আড্ডার মাঝখানে হঠাৎ বলে ওঠে-
আড্ডা আপাতত বন্ধ রেখে চলো বন্ধুরা নামাজটা পড়ে ফেলি।
অথচ আমার এই বন্ধুটা একটা চরম ভন্ড। বদ।

রবীন্দ্রনাথের বিশ্বাস ছিলো-
'আলাদীনের চেরাগের মধ্যে একটা দৈত্য থাকে'।
হতাশ হবে না, মন খারাপ করবে না
কত আনন্দ বাকি আছে এখনও! দেরী হোক, যায়নি সময়।
শেষ কথা হচ্ছে-
বস, জাস্ট টিকে থাকো, লাইফ ইজ বিউটিফুল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২১ রাত ১০:৪১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: নাহ রাজীব নূর, জাস্ট টিকে থাকো, স্রেফ বেঁচে থাকার মধ্যে "লাইফ ইজ বিউটিফুল " এরকম কোন ব্যাপার নেই।

১১ ই মে, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: তা ঠিকই বলেছেন।

২| ১০ ই মে, ২০২১ রাত ১০:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে খান সাবেরও লজ্জা ছিলো !
আজ সেই লজ্জাগুলো কোথায় হারিয়ে গেল
কোন সুদুরে তার ঠিকানা জানা নাই !!

১১ ই মে, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: মুরুব্বী কবিতার সারমর্ম আপনি বুঝতে পারেন নি।

৩| ১১ ই মে, ২০২১ রাত ১২:২৭

কামাল১৮ বলেছেন: ভন্ডরাই বেশি পরকালের চিন্তায় অস্থির থাকে।আমি খারাপ কিছু না করলে,আমার কিসের ভয়।

১১ ই মে, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: রাইট।
আমার পরকাল নিয়ে কোনো চিন্তা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.