নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি আমার মতোন!
কারো সাথে তুলনা করে নিজেকে ছোট করিনা।
একটা প্যান্ট ছিলো আমার খুব প্রিয়,
ওইটার জিপার কোন কারণ ছাড়াই একটু পর-পর খুলে যেতো
হঠাৎ তাকিয়ে দেখতাম- পোষ্টাপিস খোলা!
অথচ নীলা এতক্ষন আমার সাথেই ছিলো।
ছিঃ কী লজ্জা!!
একদিন চিড়িয়াখানায় বাঘের সামনে দাঁড়িয়ে আমি-
চিন্তা করলাম, আমি বাঘ খাই না, তাই বাঘও আমাকে খাবে না।
আমার এক বন্ধু আড্ডার মাঝখানে হঠাৎ বলে ওঠে-
আড্ডা আপাতত বন্ধ রেখে চলো বন্ধুরা নামাজটা পড়ে ফেলি।
অথচ আমার এই বন্ধুটা একটা চরম ভন্ড। বদ।
রবীন্দ্রনাথের বিশ্বাস ছিলো-
'আলাদীনের চেরাগের মধ্যে একটা দৈত্য থাকে'।
হতাশ হবে না, মন খারাপ করবে না
কত আনন্দ বাকি আছে এখনও! দেরী হোক, যায়নি সময়।
শেষ কথা হচ্ছে-
বস, জাস্ট টিকে থাকো, লাইফ ইজ বিউটিফুল।
১১ ই মে, ২০২১ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: তা ঠিকই বলেছেন।
২| ১০ ই মে, ২০২১ রাত ১০:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে খান সাবেরও লজ্জা ছিলো !
আজ সেই লজ্জাগুলো কোথায় হারিয়ে গেল
কোন সুদুরে তার ঠিকানা জানা নাই !!
১১ ই মে, ২০২১ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: মুরুব্বী কবিতার সারমর্ম আপনি বুঝতে পারেন নি।
৩| ১১ ই মে, ২০২১ রাত ১২:২৭
কামাল১৮ বলেছেন: ভন্ডরাই বেশি পরকালের চিন্তায় অস্থির থাকে।আমি খারাপ কিছু না করলে,আমার কিসের ভয়।
১১ ই মে, ২০২১ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: রাইট।
আমার পরকাল নিয়ে কোনো চিন্তা নাই।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২১ রাত ১০:৪১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: নাহ রাজীব নূর, জাস্ট টিকে থাকো, স্রেফ বেঁচে থাকার মধ্যে "লাইফ ইজ বিউটিফুল " এরকম কোন ব্যাপার নেই।