নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঈদের ছুটিতে যে মুভি গুলো দেখতে পারেন

১১ ই মে, ২০২১ দুপুর ১২:৪৯



১। ৮৮ মিনিটস (88 Minutes)
এফবিআই'য়ের চৌকস মানসিক রোগ বিশেষজ্ঞ জ্যাক গ্রায়েম শিক্ষকতাও করেন। তাঁর তদন্তে ধরা পড়া ক্রমিক খুনি জন ফস্টারকে মৃত্যুদণ্ড দেন আদালত। জ্যাককে মৃত্যুর হুমকি দেয় ফস্টার। ফোনে তাঁকে বলা হয়, তাঁর হাতে আর সময় আছে মাত্র ৮৮ মিনিট।
এই মুভিটা দেখার আগে 'গন ইন সিক্সটি সেকেন্ডস' (Gone in 60 Seconds) মুভিটা দেখে নিবেন।

২। ওয়েস্ট সাইড স্টোরি (West Side Story)
শেক্সপিয়ারের গল্প নিয়ে নিজের মতো করে সিনেমা বানানোর ক্ষেত্রে সেরা সম্ভবত 'ওয়েস্ট সাইড স্টোরি'। কাহিনীর মূল ভিত্তি রোমিও জুলিয়েট। ছবিটা মিউজিক্যাল। অনেক গুলো গান আছে।

৩। গেট স্মার্ট (Get Smart)
ম্যাক্সওয়েল স্মার্ট একটি স্পাই এজেন্সিতে এডমিনিস্ট্রেশন বিভাগে কাজ করেন। এই এজেন্সির প্রধান কার্জালয় একদিন সন্ত্রাসী হামলার শিকার হয়। তখন এজেন্সির প্রধান স্মার্টকে স্পাই হিসেবে কিছু দায়িত্ব পালন করতে দেয়। স্মার্টের পার্টনার হিসেবে সাথে থাকে এক সুন্দরী স্পাই যার কোড নাম এজেন্ট-৯৯। তাদের দুজনকে প্যারাশুটের মাধ্যমে রাশিয়ার সীমানার মধ্যে নামতে হয়। সেখানে রয়েছে সন্ত্রাসীদের ঘাঁটি। কিন্তু সেখানে পৌঁছেই তারা জানতে পারে যে সন্ত্রাসীরা ইতোমধ্যে একটি কনসার্টে বোমা হামলা চালানোর জন্য একটি মিসাইল সেট করেছে।

৪। মি. বিন'স হলিডে (Mr. Bean's Holiday)
মি. বিন লটারী জিতে ফ্রান্সে ছুটি কাটানোর সুযোগ পেয়ে যান তিনি। তারপর ওখানে যাবার পর নানা বিপত্তি ঘটতে থাকে। তবে শেষ পর্যন্ত তার লক্ষ্য চেন্নাই সী-বিচ-এ পৌছাতে সমর্থ হয়।
মি.বিন এই নামটি শোনেনি এমন লোক পৃথিবীতে পাওয়া দুষ্কর। আর এই নামের আড়ালে তার যে আসল নাম ঢাকা পড়ে গেছে তা হচ্ছে রোয়ান এ্যাটকিনসন। যেসব শিল্পীরা নির্বাক ছবিতে অভিনয় করে সবাক যুগের মানুষকে অবাক করে যাচ্ছেন তাদের মধ্যে রোয়ান এ্যাটকিনসন অন্যতম।

৫। স্টার ট্রেক ইনটু ড্রাকনেস (Star Trek into Darkness)
এটা পপকর্ণ খাওয়া জাতীয় মুভি না, বরং পোলাও, কোর্মা নিয়ে বসে দেখার মত মুভি। মুভিটা আসলে ফিকশন লাভারদের জন্যে। যারা সিরিয়াস টাইপ মুভি দেখেন, তারা এটাকে খেলনাও বলতে পারেন ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২১ দুপুর ১:০৬

এম ইসলাম বলেছেন: সুন্দর রিভিউ। অনেক ধন্যবাদ। .. . পুইশাকের পাতার দৃশ্যটা কোন ছবিতে দেখা যাবে ? :)

১১ ই মে, ২০২১ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: হা হা হা----
না এটা এমনি দিলাম।

২| ১১ ই মে, ২০২১ দুপুর ২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: করোনার কারণে প্রতিদিনই তো ছুটি।

১১ ই মে, ২০২১ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: তাও ঠিক।
আপনি তো মুভি দেখেন না।

৩| ১১ ই মে, ২০২১ বিকাল ৫:৩৩

মৌরি হক দোলা বলেছেন: ভালো বাংলা কিছু মুভি সাজেস্ট করেন রাজীব ভাই।

১২ ই মে, ২০২১ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: তাও ঠিক।
আপনি তো মুভি দেখেন না।

আমার আসলে মুভি দেখার মতো যথেষ্ট সময় নেই ।
আমার মাঝে মাঝে মনে হয় 24 ঘন্টায় দিন না হয়ে 48 ঘন্টায় দিন হলে কিছুটা সময় হাতে পেতাম।
কিন্তু সেটা হলো না ।
আফসোস!

১২ ই মে, ২০২১ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: এত ব্যস্ত আপনি!
এত কাজ করেন?!!

তাহলে একটা নতুন গাড়ি কিনছেন না কেন? কাজ করে কি টাকা পান না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.