নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পর্নগ্রাফি

১২ ই মে, ২০২১ রাত ৯:২৮

ছবিঃ আমার তোলা।

জগত হচ্ছে প্রতিযোগিতার।
একজন বন্ধু আমার যতটা সহযোগী তার চেয়ে অনেক বেশি প্রতিযোগী। শুধু বন্ধু কেন আত্মীয়স্বন সবাই প্রতিযোগী। পরিচিত অপরিচিত সবাই। যতই সময় গড়াচ্ছে পৃথিবীর মানুষগুলো যেন একেকটা নির্জন দ্বীপের মত একাকী হয়ে যাচ্ছে। ভোগবাদী পুঁজিবাদী সমাজই আমাদেরকে এখানে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে?

কেউ ধর্ষক হিসাবে জন্মায় না।
প্রকৃতি কাউকেই ধর্ষক হিসাবে পৃথিবীতে তৈরী করেনি। বরং এই সমাজ ব্যবস্থাই ধর্ষক তৈরী করছে। পর্নোগ্রাফি সব গুলো সাইট বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক। যদিও পোলাপান ভিপিএন ব্যবহার করে পর্ন সাইটে ঢুকে। পৃথিবীতে শীর্ষ দ্বিতীয় রমরমা ব্যাবসার নাম পর্নগ্রাফি। অস্ত্রের পরেই পর্নগ্রাফি। বিনোদনের এত এত মাধ্যম থাকতে কেন পর্ণগ্রাফিই হয়ে ওঠে তরুন সমাজের আশ্রয়? কারন খুব সহজেই পর্ণগ্রাফি দেখার সুযোগ আছে।

শারিরীক চাহিদার মিটানোর জন্য কেউ কাউকে ধর্ষণ করে না।
একটা মানুষ আরেকটা মানুষকে ধর্ষণযোগ্য তখনই মনে করে যখন পর্নগ্রাফি দেখতে-দেখতে, দৃষ্টিভঙ্গি হয় ধর্ষকামী। সে দিনের পর দিন পর্ণ ভিডিও গুলো দেখে- তার রুচিবোধ নষ্ট হয়ে যায়। হিতাহিত জ্ঞান কমতে থাকে। মনের মধ্যে তীব্র ইচ্ছা জাগে পর্ণভিডিও গুলোর মতো কিছু করতে। পর্ন দেখার কারনে একসময় নিজের স্ত্রীকে আর ভালো লাগে না। কারন সেই মেয়ে গুলোর মতো তাঁর স্ত্রী না। এতে সংসারে শুরু হয় অসান্তি।

আজ যদি আমাদের চারপাশে প্রচুর শিল্প-সাহিত্যের চর্চা হত।
প্রতিটা পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, গ্রামে-গ্রামে একটা করে লাইব্রেরী থাকতো। তাহলে, আমাদের দৃষ্টিভঙ্গিই বদলে যেত। মানুষ তো শুধু সৃষ্টিশীল হয়ে উঠতে পারে অথবা বিধ্বংসী হয়ে উঠতে পারে। এই সমাজে সৃষ্টিশীল হওয়ার পথ খুব কম। আর মোবাইল অথবা কম্পিউটার টিপলেই- মুহূর্তেই রঙিন দুনিয়ার হাতছানি। এই ভয়াবহ বিধ্বংসী পরিস্থিতি থেকে উত্তরণের পথ একটাই— পর্নগ্রাফি নির্মূলের মাধ্যমে একটা সৃষ্টিশীল নির্মল বিশুদ্ধ চিত্ত-বিনোদনভিত্তিক সমাজের নির্মাণ করা। বিকল্প কোনো রাস্তা আপাতত দেখতে পাচ্ছি না।

পোষ্টের সাথে যে ছবিটা ব্যবহার করেছি, সেটা ভাল করে দেখুন।
এই নৌকা গুলো ভাড়া দেওয়া হয়। ছাইনী আছে। কাপড় দিয়ে দুই পাশ আটকে দেওয়া হয়। তথাকথিত প্রেমিক প্রেমিকারা এই নৌকার মধ্যে শারীরিক সম্পর্ক করে। এক ঘন্টার জন্য ভাড়া নেয় নৌকা। কেউ কেউ তাদের শারীরিক সম্পর্ক পুরোটা সৃতি হিসেবে ভিডিও করে রাখে। নৌকা ভাড়া নেওয়ার পর মাঝি তাদের নৌকা মাঝনদীতে রেখে আসে। এক ঘন্টা পর তাদের নিয়ে আসে। অথবা মাঝিকে ফোন দিলে মাঝি চলে আসে। ঢাকা শহরে যে ক'টা নদী আছে- সব গুলো নদীতেই এই ঘটনা ঘটে। অথচ প্রশাসন নিরব।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২১ রাত ৯:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: নৌকাওয়ালারা রেখে আসেনাকি? এটাইটা জানতাম না।

১২ ই মে, ২০২১ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ রেখে আসে।
বাঁশের সাথে, গাছের সাথে।

২| ১২ ই মে, ২০২১ রাত ১০:১৯

ইসিয়াক বলেছেন: পর্ণগ্রাফিতে আসক্তি একজন কিশোর/ কিশোরীর সমস্ত সৃজনশীলতা, পড়াশোনার ভবিষ্যত ধ্বংস ডেকে আনে। প্রত্যেক বাবা মায়ের উচিত বাচ্চাদের সাথে আরও বেশি সময় কাটানো। তাদের প্রতি মনোযোগী হওয়া।

১২ ই মে, ২০২১ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: বইয়ের ভাষায় কথা বলছেন!!

৩| ১৩ ই মে, ২০২১ রাত ১২:২৫

সোহানী বলেছেন: ভয়াবহ একটা সময়ের দিকে এগুচ্ছি আমরা। পর্ণগ্রাফি অবশ্যই বন্ধ করা উচিত দেশে। সাথে এ নিয়ে আইন করাও উচিত। কিন্তু অনেক কিছুর মতো এটা নিয়েও কেউ মাথা ঘামাবে বলে মনে হয় না।

১৩ ই মে, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: দেশে এত এত সমস্যা। সরকার কোন দিকে যাবে?

৪| ১৩ ই মে, ২০২১ রাত ১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাবের সব বিষয়েই
দারুন অভিজ্ঞতা আছে !!
ছবির নৌকাগুলোর অবস্থান
কোথায় !!

১৩ ই মে, ২০২১ রাত ২:৩০

রাজীব নুর বলেছেন: পোষ্টে উল্লেখ করেছি।
ঢাকা শহরে যে ক'টা নদী আছে- সব গুলো নদীর'ই একই অবস্থা।

গ্রামের ছেলেমেয়রা আরো ভয়াবহ কর্ম করে।

৫| ১৩ ই মে, ২০২১ রাত ৩:২২

অনল চৌধুরী বলেছেন: এখন মোবাইল কোম্পানীর ইন্টারনেট চালালে একের পর এক হিন্দি বাজে ছবি আছে, যেটা ব্রডব্যান্ডে এতো আসে না। মনে হয় এমবি কাটার জন্য এই ব্যাবস্থা করেছে।
এসব সারাদিন দেখলে ছোটোদের মাথা নষ্ট হবেই।

১৩ ই মে, ২০২১ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: সরকার পর্নসাইট গুলো বন্ধ করেছে। কিন্তু ভিপিএন দিয়ে সহজেই সেসব সাইত ভিজিট করা যাচ্ছে।

৬| ১৩ ই মে, ২০২১ ভোর ৪:২০

কামাল১৮ বলেছেন: ভোগবাদী সমাজ আদর্শের সকল পথ বন্ধ করে আমাদের করে তোলছে আত্মকেন্দ্রিক।আত্মকেন্দ্রিক মানুষ ঐক্যবদ্ধ হতে ভুলে যায়,অধিকারের কথা ভুলে যায়,তাদের শোষণ করা খুব সহজ।

১৩ ই মে, ২০২১ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: একদম রাইট কথা বলেছেন।

৭| ১৩ ই মে, ২০২১ দুপুর ১:২৩

নির্জন অঙ্কন বলেছেন: অসাধারণ ছিলো

১৩ ই মে, ২০২১ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ভাল থাকুন।

৮| ১৩ ই মে, ২০২১ বিকাল ৫:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: পোষ্টে উল্লেখ করেছি।
ঢাকা শহরে যে ক'টা নদী আছে- সব গুলো নদীর'ই একই অবস্থা।

কথাটি সত্য নয়। সব নদীর একই অবস্থা নয়।
আর এ নৌকা নিদৃষ্ট একটা যায়গার, ওই যায়গার
নাম জানতে চেয়েছিলাম।

১৩ ই মে, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: মুরুব্বী তূরাগ, বুড়িগঙ্গা, বালু নদী ইত্যাদি নদি গুলোতে এরকম বিশেষ নৌকার ব্যবস্থা আছে।

৯| ১৩ ই মে, ২০২১ বিকাল ৫:১৬

রানার ব্লগ বলেছেন: নৌকা প্রেম টা রোমান্টিক হওয়ার কথা। ছন্দের তালে তালে রোমান্স জেগে ওঠে।

১৪ ই মে, ২০২১ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: EiD Mubarak, ঈদ মোবারক ।

১০| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অত্যন্তু সুলিখিত প্রবন্ধ।

১৪ ই মে, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: বড় ভাই আপনার মন্তব্যে খুশি হলাম। কিন্তু আমি জানি আমি ভালো লিখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.