নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ব্যালাড অফ এ সোলজার (Ballad of a Soldier)
লাইফ ইজ বিউটিফুল এবং ব্যালাড অফ এ সোলজার দু'টি মুভিই আমাকে প্রবলভাবে নাড়া দিয়ে গেছে। চলচ্চিত্রটির প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নায়ক ১৯ বছর বয়স্ক রাশিয়ান সৈনিক অ্যালোশা। যুদ্ধের ময়দানে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ছেলেটি মায়ের সঙ্গে দেখা করার জন্য দশ দিনের ছুটি পায়। অ্যালোশার বাড়ি যাওয়া নিয়েই মুভিটির গল্প। ঘটনাবহুল ও নাটকীয় বাড়ি ফেরার যাত্রায় ছেলেটি শেষ পর্যন্ত তার ঘরে ফিরতে পারে। কিন্তু মাত্র কয়েক মিনিটের জন্য। কারণ তার ছুটি যাত্রা পথেই ফুরিয়ে যায়। যাত্রা পথের ঘটনা গুলো খুবই চমকপ্রদ ও কিছু কিছু জায়গায় খুবই আবেগঘন। এ যাত্রা পথেই মুভির নায়িকার সঙ্গে নায়কের পরিচয়। আইএমডিবি রেটিং ৮.১/১০ ।
২। জন কার্টার (John carter)
এডগার রাইস বারোর ‘বারসুম’ সিরিজের উপন্যাস আ প্রিন্সেস অফ মার্স অবলম্বনে তৈরি হয়েছে এই মুভি। মুভিটি নির্মাণে খরচ হয়েছে ২৫০ মিলিয়ন ডলার। অনেকে মনে করেন, এই ছবির চরিত্র-চিত্রায়ন রীতিমতো হাস্যকর। সোয়া ২ ঘণ্টা ব্যাপ্তির ছবিটি পুরোটাই একঘেয়েমিতে ভরা। কাহিনীতে কোনো গতি নেই। কিন্তু মুভিটা আমার কাছে বেশ লেগেছে।
৩। চুংকিং এক্সপ্রেস (Chungking Express)
এই মুভিটি হংকং এ ১৯৯৪ সালে নির্মিত হয়। মুভিটিতে মূলত দুটি ভাগ রয়েছে। দুইটিতেই ভালবাসায় হৃদয়বিদীর্ণ হওয়া দুই পুলিশ অফিসার এর সাধারন জীবনে মানিয়ে নেওয়ার কাহিনি। তাদের দুইজনের জীবনে একটিই মিল তারা একই রেস্টুরেন্টে খাবার খেত। কেউ যদি হংকং এর মুভি মনে করে এটিকে কুং-ফু কারাতের কোন অ্যাকশান মুভি ভেবে বসেন বিরাট ভুল করবেন। এটি অতি বিশেষ ধরনের রোমান্টিক মুভি যার শেষ অংশে রয়েছে অতি সূক্ষ্ম কমিক কিন্তু বেশ হৃদয়স্পর্শী কিছু সংলাপ যাতে করে চরম কষ্টের মাঝেও আপনি হাসতে পারবেন।
৪। দ্য পোস্টম্যান অলওয়েজ রিং টোয়াইস (The Postman Always Ring Twice)
একটি নিভৃত মোটেলে হাজির হয় এক আগুন্তক। সে সেখানে কাজ নেয়। এরপর পরকীয়ায় জরিয়ে পরে মোটেলের মালিকে স্ত্রীর সাথে, যে কিনা অসম বয়সের স্বামী নিয়ে সন্তুষ্ট নয়, সে শুধু তার টাকাই ভালোবাসে। আই ডি এম রেটিং ৬.৪/১০ এবং আমার রেটিং ৭.৫/১০।
৫। এ্যাজ গুড এ্যাজ ইট গেটস (As Good As It Gets)
এক আত্মকেন্দ্রিক ও সার্থপর লেখক ও তার চিত্রকর প্রতিবেশিকে নিয়ে ছবির গল্প এগিয়েছে। মাঝখানে সিঙ্গেল মাদার যে কিনা একটি রেস্টুরেন্টের ওয়েট্রেস এবং তার অসুস্থ শিশু পুত্রকে নিয়ে হিমসিম খাচ্ছে জীবনযুদ্ধে- তার প্রেমে পড়ে যায় লেখক।
১২ ই মে, ২০২১ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: শাড়ি।
২| ১২ ই মে, ২০২১ রাত ১০:৩২
ইসিয়াক বলেছেন: মুভি দেখতে গেলে এখন শুধু ঘুম আসে। অথচ ১৯৮৪ সালে সেই ভিসি আর এর যুগে একটানা আঠারো ঘন্টা হিন্দি / বাংলা ছবি দেখেছি। একটুও ঘুম পেত না। দৃষ্টি থাকতো অপলক।
সেই সময় নির্বাচনের দিন থেকে বি টি ভিতে একটানা ৭২ ঘন্টা (সম্ভবত, খুবই ছোট ছিলাম তাই সঠিক কিনা বলতে পারছি না) অনুষ্ঠান সম্প্রচারিত হত। আমি প্রায় পুরো অনুষ্ঠান দেখার চেষ্টা করতাম। ভোটের বুলেটিনের ফাঁকে ঘুমাতাম। আবার ছবি শুরু হলে তড়াক করে জেগে উঠতাম।
১২ ই মে, ২০২১ রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: আমি ৯০ সালে ভিসিআরে প্রচুর সিনেমা দেখেছি।
আমাদের এলাকায় শুধু মাত্র আমাদের বাসাতেই ভিসি আর ছিলো।
৩| ১২ ই মে, ২০২১ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: শাড়িটা কিনে দিলে ভাবীকে!!!!!!!!!!!
১২ ই মে, ২০২১ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: ঠিক ধরেছেন।
দশে দশ পেয়েছেন।
৪| ১২ ই মে, ২০২১ রাত ১০:৩৮
কল্পদ্রুম বলেছেন: প্রথমটা দেখবো।
১২ ই মে, ২০২১ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ দেখুন। ভালো লাগবে।
৫| ১২ ই মে, ২০২১ রাত ১১:১৬
সোহানী বলেছেন: শাড়িটা কি মায়ের জন্য? এবার আমার বোনও আমার জন্য ঠিক একই শাড়ি পাঠিয়েছে, নীল জামদানী।
১২ ই মে, ২০২১ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: না সুরভির জন্য।
৬| ১২ ই মে, ২০২১ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনাকে কি পরিবারের কোন কাজই করতে হয় না?
১২ ই মে, ২০২১ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে বিদ্যুৎ বিল, গ্যাস বিল দিতে যাই।
৭| ১২ ই মে, ২০২১ রাত ১১:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঈঁদের ছুটিতে দেখি, ছবিগুলো দেখার চেষ্টা করবো।
১৩ ই মে, ২০২১ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই দেখবেন। ভালো লাগবে।
৮| ১৩ ই মে, ২০২১ রাত ১:০৫
স্প্যানকড বলেছেন: গ্রিন ল্যান্ড দেইখেন । করোনার পরে হয়তো শুরু হবে পরিবেশ বিপর্যয়! আল্লাহ না করুক। ভালো থাকবেন।
১৩ ই মে, ২০২১ রাত ২:২৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই দেখব।
৯| ১৩ ই মে, ২০২১ রাত ২:৪৫
কামাল১৮ বলেছেন: ২৪ ঘন্টায় পাঁচ ছবি।কাহিনী মনে আছে?
১৩ ই মে, ২০২১ রাত ৩:০২
রাজীব নুর বলেছেন: মনে আছে। এবং আরো কিছু দিন পর্যন্ত মনে থাকবে।
১০| ১৩ ই মে, ২০২১ রাত ২:৪৬
আমি সাজিদ বলেছেন: কত অফুরন্ত সময় আপনার
১৩ ই মে, ২০২১ রাত ৩:০৩
রাজীব নুর বলেছেন: আরেহ না, সময়ের অভাবে অনেক কিছু করা হয় না।
১১| ১৩ ই মে, ২০২১ রাত ৩:৩৬
অনল চৌধুরী বলেছেন: ২৪ ঘন্টায় ৫ ছবি ?????
আমি দিনে ৩ টার বেশী দেখিনি।
১৩ ই মে, ২০২১ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: আসলে অনলাইনে মুভি দেখতে সময় বেশী লাগে না। এখানে বিজ্ঞাপনের ঝামেলা নাই।
১২| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেখেতো শাড়ী মনে হয়না !!
একটা কম্বলকে শাড়ী বলে
চালিয়ে দিচ্ছেন কেন ?
১৪ ই মে, ২০২১ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: চোখের ডাক্তার দেখান।
১৩| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কম্বলটা আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের
মাধ্যমে। কেউ হয়তো পাঠিয়েছে, আপনি
কিনেছেন বলেন কেন?
১৪ ই মে, ২০২১ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: আরেহ ভাই অনলাইন থেকে কিনেছি। ওরা কুরিয়ার করে পাঠিয়েছে।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০২১ রাত ১০:২৪
ইসিয়াক বলেছেন: এটা কিসের ছবি?