নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পুরোনো দিনের একটা গল্প বলি

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩১

ছবিঃ আমার তোলা।

আমার যখন ৬ বছর বয়স, তখন আমি হারিয়ে গিয়েছিলাম।
এখনকার ছেলে মেয়েরা ৬ বছর বয়সে কি চালাক চতুর হয়। আমি ছিলাম নির্বোধ শ্রেনীর। অবশ্য তখন মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, ইন্টারনেট ছিল না। ডিশ লাইন ছিল না। যাই হোক, স্কুল থেকে বাসায় ফেরার পর মা আমাকে গোসল করিয়ে দেয়। গোছল তো না, মারাত্মক অত্যাচার। নারকেলের ছোবা দিয়ে ডলে আমাকে লাল বানিয়ে দিত। মাথায় এক গাদা তেল দিয়ে দিত। কপালের ডান পাশে আঙ্গুল দিয়ে এত্ত বড় একটা টিপ দিয়ে দিত।

গোছলের পর আমি দুপুর পর্যন্ত খেলি।
সেদিন গোসল করার পর খেলা করার জন্য পাশের বাসার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। কিন্তু পাশের বাসায় না গিয়ে এক পাগল এর পেছন পেছন হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে যাই। চারিদিকে শুধু গাড়ি, বাস, রিকশা আর দোকান-পাট। অনেক খোঁজা-খুঁজি করেও আমাদের বাসা খুঁজে পেলাম না। এদিকে ক্ষুধায় আমার পেট চু চু করছে। হঠাৎ রাস্তার পাশের এক মাইকের দোকানের লোক আমাকে কোলে নিয়ে বলল- বাবু তোমার বাসা কই?
আমি বললাম -জানি না।
ঠিকানা কি?
আমি বললাম- জানি না।
তোমার বাবার নাম কি?
আমি বললাম- মনে করতে পারছি না।
থাকো কোথায়?
আমি বললাম - বাসায়। আমার খুব ক্ষুধা লাগছে।

লোকটি আমাকে রুটি কলা কিনে দিলো।
আমি লক্ষ্মীর ছেলের মতন সবটুকু রুটি কলা খেয়ে নিলুম। তারপর লোকটি আমাকে তার দোকানে পেছনে বস্তিতে একটা ভিক্ষুক বুড়ির কাছে রেখে এলো। আমার এখনও চোখে ভাসে- বস্তির সেই নোংরা পরিবেশ। ছোট ছোট বাঁচা গুলো কাঁদায় মাখা-মাখি করে খেলছিল।

সময় তখন মধ্যদুপুর।
আমি বাসা থেকে বের হয়েছিলাম সকাল এগারো টায়। মাইকের দোকানের লোক সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা করেছে- তা হলো, উনি মাইক দিয়ে নিজের খরচে আশে-পাশে এলাকায় ঘোষনা করেছেন। একটি ফরসা ছেলে পাওয়া গিয়াছে। হাফ প্যান্ট, হাফ শার্ট পরা। পায়ে জুতো। কপালে ইয়া বড় টিপ। মাথার চুল ছোট ছোট করে কাটা।

এখন, সেই সময় বাসার পরিস্থিতি কি হয়েছিল সেই কথা একটু বলি-
আমার মা জানতেন আমি যেখানেই থাকি না কেন, একটু পর-পর বাসায় ঘুরে এসে মাকে দেখে যেতাম। মা ১২ টার দিকে আমার প্রথম খোঁজ করেন। ১ টার দিকে আমাকে না পেয়ে অজ্ঞান হয়ে যান। আবার জ্ঞান ফিরে, আবার আমাকে দেখতে না পেয়ে জ্ঞান হারান। দুপুরবেলা আমাদের বাসার আশের পাশের এলাকায় মাইক দিয়ে জানানো হলো রাজীব নামে একটি ছেলে হারানো গিয়াছে। গায়ের রং ফর্সা। মোটা করে। হাফ প্যান্ট আর হাফ শার্ট পরা। কোনো সহৃদয়বান পেয়ে থাকলে সন্ধান দিন। সন্ধ্যা পর্যন্ত মাইক ঘুরল- খিলগা, ফকিরের পুল, মালিবাগ, শান্তিনগর, কমলাপুর ইত্যাদি জাগায় মাইক দিয়ে সবাইকে জানানো হলো কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না।

রাত ১১ টা। মা যায় যায় অবস্থা।
সবাই ধরেই নিলো রাজীবকে আর পাওয়া যাবে না। এই ব্যাপারটা সবাই মাকে বুঝাতে চেষ্টা করলো। প্রতিবেশীরা মাকে বলল, আল্লাহর মাল আল্লহ নিয়ে গেছে। আর কান্না-কাটি করো না। তখন আমার বাবা নিখোঁজ। মার সাথে রাগ করে কোথায় যেন চলে গিয়েছিল। আর নানা-নানী'ও কিছুদিন আগে মারা যান। আমার বাবা থাকলে আমাকে ঠিকই খুঁজে বের করতে পারত। বাবার কাছে কোনো সমস্যাই কোনো সমস্যা নয়।

আমি রয়ে গেলাম বস্তিতে।
ইয়া বড় বড় মশা আমাকে আদর যত্ন করতে লাগল। অবশ্য সারারাত আমাকে মশার কাছ থেকে আদর যত্ন নিতে হয়নি। রাত ১ টায় আমি বাসায় ফিরি। মা কোলে করে আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় ফেরার পর মা আমাকে এক বালতি দুধ আর দুবলা দিয়ে গোছল করায়। সারা মহল্লার মানুষকে মিষ্টি খাওয়ায়। তখন মার কাছে দুধ মিষ্টি কেনার টাকা ছিল না। টাকার জন্য মাকে গলার চেন টা বিক্রি করতে হয়েছিল।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার সাথে তাবিজ কবচ কি ছিল না?
তাবিজ কবচ সাথে থাকলে তো হারিয়ে যাবার কথা না।

১৫ ই মে, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: তাবিজ কবচ এ আমার বিশ্বাস নেই।

২| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


যেসব মায়ের ছেলেমেয়েরা ফিরে আসেনি, সেইসব মায়েরা আজীবন দু;খের মাঝে থেকেছেন।

১৫ ই মে, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: অবশ্যই। এবং এই দু;খের শেষ নেই।

৩| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি তা হলে ছোট বেলা থেকেই পাগল প্রেমিক !!
এখানেও দেখছি অনেক পাগলের সাথে আপনার মাখামাখি।
একটা পাগল যায় আর একটা আসে, আর আপনি সবার সাথে
মনের সুখে হাসি খুশিতে তাদের সাথে মিশে নরক গুলজার করেন।

১৫ ই মে, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: যদি আমার মা আমাকে ফিরে না পেত, তাহলে আমি বস্তিতে বড় হতাম।

৪| ১৪ ই মে, ২০২১ রাত ৮:২২

কামাল১৮ বলেছেন: নূরু সাহেব, সবাই বেহেস্তে গেলে আপনাদের ভাগে তো গেলমান ছাড়া কিছু ঝুটবেনা।তখন চিল্লাচিল্লি করবেন আমার হুর কই।

১৫ ই মে, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: নুরু সাহেব বেহেশতে গেলেও হুর নিয়ে মাতামাতি করবেন না।

৫| ১৫ ই মে, ২০২১ রাত ১২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কামাল১৮ বলেছেন: নূরু সাহেব, সবাই বেহেস্তে গেলে
আপনাদের ভাগে তো গেলমান ছাড়া কিছু ঝুটবেনা।


আপনার মাথায় ছাগলের ঘিলু বিধায় এমন চিন্তা ভাবনা।
পৃথিবীর মালিক যিনি তার ভাণ্ডার সম্পর্কে আপনার ধারণা
ছাগল থেকেও কম। দোয়া করেন যেন বেহেশত পাই তার
পরে দেখা যাবে হুর না গেলমান !!

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: নুরু সাহেব কামাল১৮ একজন বুদ্ধিমান মানুষ, জ্ঞানি মানুষ। আধুনিক মানুষ। উনার মধ্যে কোন কুসংস্কার নেই।

৬| ১৫ ই মে, ২০২১ ভোর ৫:৫১

ইসিয়াক বলেছেন: আপনি তো বেশ সাহসী হারিয়ে গিয়ে কান্নাকাটি করেননি। #সন্তান হারানোর পর ফিরে পাওয়া মায়ের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মত।
আপনার মায়ের জন্য শুভকামনা রইল।

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: না আমি সাহসি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.