নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার হৃদয় ফেটে গেছে

২২ শে মে, ২০২১ রাত ২:৪৫



আমি জানি, কোনো এক শীতের বিকেলে তোমার সাথে দেখা হবে,
সবাইকে অবাক করে দিয়ে তুমি আমার মুখোমুখি হবে,
তোমার শরীর থেকে ফুলের পাপড়ির মতো ঝরে পড়বে ভালোবাসা
চোখে থাকবে সোনালি আলো, চুলে খেলা করবে নীল প্রজাপতি,
ঠোঁটে থাকবে আদর মাখানো হাসি, ঠান্ডা বাতাসে লেকের জলে উঠবে ঢেউ।

গাছের পাতা থাকবে নুয়ে, গাছের পাতায় উঁড়ে বেড়াবে নীল ফঁড়িং,
বাগানের ফুল থেকে বাতাসে ভেসে বেড়াবে হাজার ফুলের সৌরভ
যেন সারা শহর মেতে উঠবে আনন্দে।

অবশষে তোমার হাত এসে নোঙর ফেলবে আমার হাতে,
এক মুঠো ভালোবাসা (চুমু) উপহার দিয়ে বলবে ভালোবাসি
তোমার মায়াবী মুখটাকে মনে হবে যেন এক টুকরো আকাশ
আর তখন আমার মনে হবে মেঘেতে গিয়ে ঠেকেছে আমার মাথা।

পৃ্থিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ
আমি জানি, তুমি আমার জন্য অপেক্ষা করে আছো একযুগ!
ব্যালকনিতে দাঁড়িয়ে থাকো সকাল বিকাল-
একপশলা বাতাস এসে খেলা করে তোমার খোলা চুলে
তোমার ঘরে বেজে উঠে রবীন্দ্রনাথের গান,
''ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে এ ভালোবাসা'!

চৈএের ভর দুপুরে তুমি একলা হলে- দক্ষিনের জানালা খুলে দিও,
আমি বাতাসকে বলে দিব যেন তোমায় ছুঁয়ে ছুঁয়ে যায়
সব উৎকন্ঠা ভুল প্রমানিত করে দিয়ে, সরল স্বীকারোক্তি নিয়ে,
ভীষন ভুলো মন নিয়ে পরম মমতায় হাতে হাত রাখব।

ভালোবাসা মানেই এক ধরনের সর্বনাশ,
এরচেয়ে বড় সর্বনাশ মানুষের আর কি হতে পারে!
মাঝে মাঝে মনে হয় সুখ-দুঃখ, পাপ-পূর্ন এসব বাজে কথা,
আসলে সব'ই আপেক্ষিক হতাশা, কখনো কম কখনো বেশী।

যদি আবেগ গুলো মেপে দেখার একটি যন্ত থাকতো,
তাহলে জানতে, আমি যে তোমাকে ভালোবাসি তার উচ্চতা
কোন কোন আসীমে গিয়ে ঠেকেছে!
তুমি কি বলতে পারবে সঞ্চয়িতার প্রুফ কে দেখেছিল?
তোমাকে মুগ্ধ করবার মতো কোনো যোগ্যতা আমার নেই,
জীবন এখন বড়'ই কমপ্লিকেটেড, কুটিল, জটিল এবং আবর্তময়।

একটা সুন্দর সময়ের অপেক্ষা করি, একটা পূর্ন জীবনের জন্য-
সব উৎকন্ঠা ভুল প্রমানিত করে দিয়ে, সরল স্বীকারোক্তি নিয়ে
ভীষন ভুলো মন, মন নিয়ে পরম মমতায় হাতে হাত রাখব।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২১ রাত ২:৫৭

কামাল১৮ বলেছেন: আজকের কবিতাটি সহজ সরল একটি প্রেমের কবিতা।

২২ শে মে, ২০২১ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: এই কবিতা যখন লিখি- তখন আমার সামনে অদৃশ্য ভাবে ছিলো সাদিয়া।

২| ২২ শে মে, ২০২১ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


সরস্বতী কি আপনার উপর ভর করে মাঝেমাঝে?

২২ শে মে, ২০২১ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: সাদিয়া ভর করেছে।

৩| ২২ শে মে, ২০২১ সকাল ১০:০৮

আলমগীর সরকার লিটন বলেছেন: হু এই হলো যাদু বলে কি কবিতা লেখতে পারি না অসাধারণ এক ভাবনার প্রকাশ কবি দা

২২ শে মে, ২০২১ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ্না কবিতা খুব ভালো হয় নাই। মাত্রা, ছন্দ কিছুই নাই। এলোমেলো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.