নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গর্ব না করাই গর্বের বিষয়

২৭ শে মে, ২০২১ রাত ৩:৫৬

ছবিঃ আমার তোলা।

১। আমি মুগ্ধ হই, অবাক হই!
মানুষের হাজারো সীমাবদ্ধতার মাঝেও তার সৃষ্টিশীলতার বিশালত্ব আমাকে অবাক করে, বিস্মিত করে, আশাবাদী করে। তাই চারপাশের হাজারো খারাপ লাগা অনুভূতির মধ্যেও অসাধারণ ভালো লাগার কিছু অনুভূতি আমাকে প্রবলভাবে আবার জীবনে ফিরিয়ে আনে।

২। ঢাকা শহরে রাস্তার পাশে সর্বরোগের ঔষুধ পাওয়া যায়! দশ টাকার বিনিময়ে ক্যান্সার থেকে বাত সব নিমিষেই সমাধান। আর যৌন রোগ নিয়ে তো কথাই নেই। চারপাশে ঘিরে থাকা আগ্রহী জনতা ওষুধ বিক্রেতার কথা খুব মন দিয়ে শুনছে। এক আকাশ আগ্রহ নিয়ে আমি ওষুধ বিক্রেতার কথা শুনি। মুগ্ধ হই ! আশ্চর্য হই!

৩। সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে। যারা সবুজ রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি সাধারণ জীবন যাপনে আগ্রহী থাকেন। তারা সবার কথা চিন্তা করতে পছন্দ করেন। তারা অনেক ধৈর্যশীল এবং দায়িত্বপরায়ণ হয়ে থাকেন। সমস্যা হলো তারা অনেক বেশি আদর্শ থাকেন ফলে মাঝে মাঝে নিজের নীতিতে এতো বেশি অটল থাকেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

৪। বই আর বউ একবার চলে গেলে আর ফিরে আসে না।
অধিকাংশ লোকই ঝরাপাতার মতো হাওয়ায় উড়ে যায়, ভেসে বেড়ায় কিছুক্ষণ, তারপর মাটিতে মুখ থুবড়ে পড়ে। অল্প কয়েকজন আছেন যাঁরা আকাশের নক্ষত্রের মতো নির্দিষ্ট কক্ষপথে চলেন।

৫। প্লেট থেকে চানাচুর খেতে গেলে দেখবেন সবাই বেছে বেছে আগে বাদাম খাওয়া শুরু করে। এটা একটা সহজাত প্রবৃত্তি। আপনি আমি সবাই একই- বেছে বেছে বাদাম খাওয়া শুরু করি!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২১ ভোর ৪:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: ১ - বিষয়টা আমারও নজরে এসেছে। তেমন কিছু অনুভূতি আমি বেশ আগেই উপলব্ধি করতে পেরেছি।
২ - ঢাকায় এসে আমার বিদেশী চাচীও ঐ ধরনের লোকজন দেখিয়ে বলতেন এরা কাজে যাচ্ছে না কেন? এদের কি কাজ নেই?!
৩। শতভাগ একমত কারণ আমি নিজেও ভুক্তভুগি।
৪। দু'টোর কোনটারই অভাব নেই। আর এই দুটো মনে করলে অনেক কিছু না করলে কিছুই না।
৫। একমত নই। আমি বাদাম অপছন্দ করি কিন্তু চানার ডাল ভাজা খেতে শুরু করি প্রথমে।

২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ। মন্তব্যের উত্তর খুব সুন্দর হয়েছে।

২| ২৭ শে মে, ২০২১ ভোর ৫:০০

অনল চৌধুরী বলেছেন: ৩। সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে। যারা সবুজ রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি সাধারণ জীবন যাপনে আগ্রহী থাকেন। তারা সবার কথা চিন্তা করতে পছন্দ করেন। তারা অনেক ধৈর্যশীল এবং দায়িত্বপরায়ণ হয়ে থাকেন। সমস্যা হলো তারা অনেক বেশি আদর্শ থাকেন ফলে মাঝে মাঝে নিজের নীতিতে এতো বেশি অটল থাকেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়- একদম ঠিক। যেদেশের বেশীরভাগ লোক নীতিহীন, সেইদেশে নীতিবানরা একা নীতি মেনে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।
চোরের দেশে চোর না হওয়াই সবচেয়ে বড় অপরাধ।

২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: এই দেশে সবচেয়ে বড় অপরাধী রাজনীতিবদ, এবং তাদের ছত্রছায়ায় থাকা লোকজন। এরপর আছে সরকারী কর্মচারীরা।

৩| ২৭ শে মে, ২০২১ ভোর ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি দেশ নিয়ে গর্ব করি।

২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: বাহ। খুব ভালো।

৪| ২৭ শে মে, ২০২১ ভোর ৬:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবন ও পারিপার্শ্বিকতা নিয়ে আপনার পর্যবেক্ষণ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা।

২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ২৭ শে মে, ২০২১ সকাল ৯:২৮

কামাল১৮ বলেছেন: ৪, বই একটি জড় পদার্থ।বউ একটি জীবন্ত সত্তা।বই নিজে যেতে পারেনা।বউ নিজে যেতে পারে আবার ফিরেও আসতে পারে,সেটা তার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে।

২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: আপনার কথা ফেলে দিতে পারি না। লজিক আছে।

৬| ২৭ শে মে, ২০২১ দুপুর ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায় সকলই সঠিক লিখিয়াছেন।

২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.