নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জুলাই থেকে ডিসেম্বর

২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৫৯



জুলাই মাসের এক সকালে, তখন আমি বঙ্গোপসাগরে
স্টিভ অস্টিন জাহাজের ছাদে। যে দিকে চোখ যায় শুধু জল...
এতো সুন্দর! এতো সুন্দর!! ইচ্ছা করল ঝাঁপ দিয়ে দেই।

আগষ্ট মাসের এক মধ্য দুপুরে, আমি সাঁতার না যেনও
পদ্মায় নেমে ছিলাম, অনেক দূর গিয়েছিলাম!
একটা বাচ্চা মেয়ে ডুবে গিয়েছিল প্রায়।
মেয়েটাকে বাঁচিয়ে ছিলাম,
সে কথা আমার আজও মনে আছে।

হঠাৎ সেপ্টেম্বর মাসে ঢাকায় খুব বৃষ্টি
সারা ঢাকা শহরের রাস্তায় রাস্তায় পানি জমে গেলো
সেদিন আমি নীলাকে খুঁজতে রাস্তায় নেমে যাই,
তারপরের সাত দিন জ্বরের কারনে বিছানায় শুয়ে ছিলাম
আহ কি জ্বর! উপভোগ করার মতোই জ্বর।

অসল দুপুরে ব্যালকনিতে বসে 'শেষের কবিতা' পড়ছি
কখন বিকেল হয়েছে জানি না, হঠাৎ দেখি নীলা। নীলা!
নীলা বলল, আজ সারা বিকাল আমি তোমার সাথে থাকব,
বললাম তাহলে আমাকে অনেক গুলো 'জাপটা' দিতে হবে
নীলা এক কথায় বললো দিব, আজ তুমি যা চাইবে তাই দিব,
বললাম, আজ কি কোনো বিশেষ দিন?
হুম, আজ বিশেষ দিন!
কি?
আজ তোমার জন্মদিন।
তখন আমার মনে পড়লো এটা অক্টোবর মাস।
একজন ব্যর্থ মানুষের জন্মের মাস।

নভেম্বর মাসের এক বিকেলে শাড়ির দোকানে-
বসে ভাবছি নীলার জন্য কোন শাড়িটা কিনব?
বাসায় ফেরার পথে, দেখি এক উলঙ্গ নারী
মরা কৃষ্ণচূড়া গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে
সেই মেয়েটির মাথায় এক আকাশ ঘন চুল
আজও মনে আছে! জীবনে দেখা প্রথম উলঙ্গ নারী।
কি কষ্ট, কি কষ্ট। নীলার শাড়িটা উলঙ্গ নারীকে দেই
আমি জানি, আমার নীলা একটুও রাগ করবে না।

ডিসেম্বরের এক মধ্যরাতে হঠাৎ দেখি, সিগারেট শেষ
বাসার সবাই গভীর ঘুমে, চুপি চুপি বাইরে যাই
কোনো দোকান খোলা পেলাম না! হাঁটতেই থাকি,
হঠাৎ একঝাঁক পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২১ বিকাল ৫:০১

আমি সাজিদ বলেছেন: আগা মাথা নাই

২৭ শে মে, ২০২১ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: আমার লেখা মানেই ভয়ঙ্কর অগোছালো এবং এলোমেলো।

২| ২৭ শে মে, ২০২১ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পাতায় আপনার ৩টি পোস্ট

২৮ শে মে, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: না দুইটি। ভালো করে দেখুন।

৩| ২৭ শে মে, ২০২১ বিকাল ৫:৪৫

কামাল১৮ বলেছেন: টুকরো টুকরো স্মৃতি ও এলোমেলো ভাবনা।

২৮ শে মে, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ২৭ শে মে, ২০২১ বিকাল ৫:৪৯

অক্পটে বলেছেন: সাতার জানেন?

২৮ শে মে, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: না।

৫| ২৭ শে মে, ২০২১ বিকাল ৫:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো লেগেছে। ছবি যোগ করলে মন্দ হতো না

২৮ শে মে, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ২৭ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জয়বাংলা!

২৮ শে মে, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

৭| ২৭ শে মে, ২০২১ রাত ৮:৩২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাল লেগেছে। ঝিনুকের বুকে সঞ্চিত কষ্টের মুক্তোয় গাঁথা মালা।
কবিতা তো এমনই হয়; আনন্দ-বেদনার প্রাঞ্জল প্রকাশ।
শুভেচ্ছা রইল।

২৮ শে মে, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
আন্তরিক ধন্যবাদ।

৮| ২৮ শে মে, ২০২১ সকাল ১১:২২

ডার্ক ইথান বলেছেন: বুঝতে অন্যরকম লাগতেছে

২৮ শে মে, ২০২১ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: এটা আধুনিক কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.