নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাকশাল গঠন ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় ভুল।
আরেকটা ভুল ছিল দলের লোকদের কে প্রচন্ড বিশ্বাস করা। তখন আওয়ামী লীগ সংসদে ৩/৪ মেজরিটি নিয়ে সরকার করেছিল। সেই মেজরিটির জোরে তিনি বাকশাল গঠন করেছিলেন। তার এই ভুল গুলোর প্রায়শ্চিতঃ তিনি তার ও তার পরিবারের জীবন দিয়ে করে গেছেন। সেই ভুলের ধারাবাহিকতায় বিএনপি জন্ম। সেই ভুলের জন্য ২১ বছর ক্ষমতার বাইরে থাকতে হয়ছে আঃ লীগকে। আঃ লীগকে বাধ্য হতে হয়েছে এরশাদের মত লোকের সাথে জোট করতে।
একটা দেশ সবাই মিলে স্বাধীন করছে।
যুদ্ধের সময় উনি ছিলে পাকিস্তান জেলে। যুদ্ধে কার কতটুকু অবদান এইটা উনার পক্ষে জানা সম্ভব না। তিনি ফিরে এসেছিলেন যুদ্ধ বিধধস্ত একটা স্বাধীন দেশে। বাকশালের অপকর্ম আজ সর্বজন স্বীকৃত। তার পরেও এর জন্য আমি অন্তত শেখ সাবকে দোষ দিতে নারাজ। বাকশাল নিয়া কাউরে দোষ যদি দিতেই হয় তাইলে সেটা কমুনিষ্ট বুদ্ধিজীবীদের। আফসোস একটাই, কমুনিষ্টরা এখন পর্যন্ত ভালো কোন উদাহরণ দুনিয়ায় দেখাতে পারল না। তার পরেও এখন পর্যন্ত তাদের প্রগতিশীল ইন্টেলেকচুয়াল চিড়া ভিজানো কথায় আমরা মজি।
শেখ মুজিব আর মুক্তিযুদ্ধ বেঁচে খাওয়া আওয়ামীলীগ দলটা খুব তাড়াতাড়িই খন্ড বিখন্ড হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে হয়তো। কিন্তু শেখ মুজিব বা মুক্তিযুদ্ধ সবার ভালোবাসায় ঠিকই থাকবে। হাজার বছর টিকে থাকবে। ইতিহাসের শিক্ষা একটাই সেইটা হইল ইতিহাস থেকে আমরা কিছু শিখি না। কোনটা ভুল আর কোনটা সঠিক সিদ্ধান্ত এ বিষয়ে নানাজনের নানান মত। আমি বিশ্বাস করি- শেখ মুজিব মোটেই ভুল করেন নি। ভুল করেছিল তৃতীয় পক্ষের চর বিশেষ দলের মধ্যে লুকিয়ে থাকা কিছু গার্দার এবং তাদের বেঈমানীর ফলেই বঙ্গবন্ধুকে জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। উনার মতো নির্ভীক, প্রতিবাদী, দেশ প্রেমিক, স্পষ্টভাষী, মানবতাবাদী মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল।
শেখ মুজিব যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নেয়ার অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেই পরিস্থিতি তাঁকে একদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গিয়েছিলো। বাকশালই প্রথম বৈপ্লবিক পরিবর্তন আনার সুযোগ তৈরি করেছিলো কিন্তু বাকশাল ব্যবস্থা টিকে ছিলো মাত্র ২৩২ দিন। বঙ্গবন্ধু এই ঘূণেধরা সমাজব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন বাকশালের মাধ্যমে। বাকশাল ছিল গরীবের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নেয়া বাংলাদেশের সবচেয়ে উত্তম শাসনব্যবস্থা: সাম্যবাদী ব্যবস্থা। এমন একটি মানুষ, এমন দরদি, এমন কান্নাভরা কিন্তু দৃপ্ত কণ্ঠের শেখ মুজিব কখনো একনায়ক হতে পারেন না! এমন ভালোবাসা যার বুকে তিনি কখনই এমন কোনো রাষ্ট্রব্যবস্থা করবেন না যেখানে তার প্রিয় দেশবাসী অশান্তিতে থাকবে।
১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল, সুদীর্ঘ ২০ বছর একটি প্রজন্ম বেড়ে উঠেছে এই সব মিথ্যা এবং বিভ্রান্তির গল্প শুনে। এভাবেই বঙ্গবন্ধুর সকল কীর্তিকে মুছে ফেলতে যত চেষ্টা করা দরকার তারা সব চেষ্টাই চালিয়েছে। সকল কীর্তিতে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি ওরা সুকৌশলে আরেকটি পদক্ষেপ নিয়েছিল তা হলো আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যেও কিছু বিভ্রান্তি ঢুকিয়ে দেওয়া। বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম মানেই একটি স্বাধীন সার্বভৌম এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন। তাঁর আত্মজীবনীতে তিনি লিখেছেন- ‘একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্ত সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।
২৯ শে মে, ২০২১ রাত ২:৪৭
রাজীব নুর বলেছেন: কার্যকরী পদক্ষেপ নিবেন কিভাবে? তাকে বারবার জেলে যেতে হয়েছে।
২৯ শে মে, ২০২১ রাত ২:৪৯
রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু ৫৫ বছর বয়সে সর্বমোট ২৩ দফা কারাবাস করেছিলেন। পৃথিবীর ইতিহাসে কি এমন আর কোন নজির আছে? বঙ্গবন্ধু কেন সর্বকালের বাঙ্গালীর শ্রেষ্ঠ নেতা হবেন না!!!
২| ২৮ শে মে, ২০২১ দুপুর ২:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাকশালের কোন অপকর্ম থাকার কথা না। কারণ বাকশাল কেবল গঠন করা হয়েছিল। কাজ শুরুর আগেই ১৫ আগস্ট চলে আসে। বাকশালে আওয়ামী লীগের নাম না থাকলে ব্যাপারটা কিছুটা গ্রহণযোগ্যতা পেত। আওয়ামী লীগের অস্তিত্ব হারানোর কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তাই আপনি কেন এরকম ভাবছেন তা আমি জানি না। ইয়াহিয়া গংরা ক্ষমতা ছেড়ে দিলে বাংলাদেশ সৃষ্টির প্রেক্ষাপট তৈরি হতো কি না এটা নিয়ে গবেষণা করা যেতে পারে। বঙ্গবন্ধুর সমালোচনা করার সুযোগ এখন নেই তাই ঐ রাস্তায় গেলাম না এবং আপনার লেখার কিছু অংশের সাথে দ্বিমত থাকা সত্ত্বেও লিখতে পারলাম না।
২৯ শে মে, ২০২১ রাত ২:৫০
রাজীব নুর বলেছেন: বাকশালের পর শেখ মুজিব ২৩২ দিন বেঁচে ছিলেন।
৩| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:০৩
নূর আলম হিরণ বলেছেন: বাকশাল করা উনার ভুল ছিল না। বরং বাকশালকে সঠিকভাবে নিজ দেশ ও বিশ্বের কাছে তুলে ধরতে না পারাটা ভুল ছিল।
২৯ শে মে, ২০২১ রাত ২:৫২
রাজীব নুর বলেছেন: সহমত।
৪| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা একটা ভুলে ভরা বাজে লেখা।
২০০৯ সালের ভাষায় বলতে হয়ঃ কইষ্যা মাইনাস!
২৯ শে মে, ২০২১ রাত ২:৫৬
রাজীব নুর বলেছেন: দেন মাইনাস দেন। কইষ্যা মাইনাস দেন।
অপেক্ষায় থাকবে প্লাসের। কোনো একদিন হয়তো পাবো।
৫| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাকশাল ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব। এই বিপ্লব শুরু করার আগেই তাকে মেরে ফেলা হয়েছে।
তিনি কিন্তু আত্নহত্যা করেননি।
আমাদের দুর্ভাগ্য যে তিনি তার দ্বিতীয় বিপ্লবটা শেষ করতে পারেননি। পারলে আপনি আজ বেকার ঘুরে বেড়াতেন না।
২৯ শে মে, ২০২১ রাত ২:৫৭
রাজীব নুর বলেছেন: কানা কে কানা বলতে ভয় না। বোবাকে বলতে হয় না। বেকারকে বেকার বলতে হয় না।
৬| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার কাছে এমন বাজে লেখা প্রত্যাশা করি না।
২৯ শে মে, ২০২১ রাত ২:৫৮
রাজীব নুর বলেছেন: স্যরি বড় ভাই।
৭| ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পাতায় ২ পোস্ট দেয়া আরো একজন এসেছে, দেখেছেন?
২৯ শে মে, ২০২১ রাত ২:৫৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ দেখেছি।
৮| ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩২
সোনালী ঈগল২৭৪ বলেছেন: আমার কাছে মনে হয়। ঢালাওভাবে বাকশালকে আমরা বেশি সমালোচনা করে ফেলেছি। বাকশালে বেশ কিছু যুগান্তকরী বিষয়ে দিকনির্দেশনা ও পরিকল্পনা ছিল যা আমাদের রাষ্ট্রব্যবস্থায় একটা গুনগত পরিবর্তন বয়ে আনতো। আসলে বাকশালকে হয়তো একটা ভুল সময়ে দেয়া হয়েছিল অথবা বাংলাদেশের রাজনীতিবিদদের ও রাজনীতি বিশ্লেষকদের বাকশালকে বুঝতে পারার মত যথেষ্ট প্রজ্ঞা ছিল না।
২৯ শে মে, ২০২১ রাত ৩:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
তবে গত এক যুগে বহু লোক বাকশাল নিয়ে পজেটিভ লেখা লিখেছেন।
৯| ২৮ শে মে, ২০২১ রাত ৮:১০
কামাল১৮ বলেছেন: তৃতীয় বিশ্বের অনেক জতীয়তাবাদী নেতাকে তখন সিআইয়ে হত্যা করেছে তারা কেউ বাকশাল করে নাই।
বাকশাল করার জন্য দলীয় যে কাঠামো দরকার সেটা আওয়ামী লীগের ছিল না।এটা করেছিল রাশিয়ার পরামর্শে মনি সিং আর মুজাফফর অহম্মদের প্রেরনায়।বাস্তবায়ন হলে জনগনের ভালো হতো।
২৯ শে মে, ২০২১ রাত ৩:০৬
রাজীব নুর বলেছেন: সেটাই দেশের মানুষের ভালোর জন্যই শেখ মুজিব বাকশাল করেছিলেন।
১০| ২৮ শে মে, ২০২১ রাত ১০:০৫
আরইউ বলেছেন:
চমৎকার লিখেছেন, রাজীব! এ বিষয়ে আপনার ধারণা যে কত কম তা প্রতিটি লাইনে/শব্দে ফুঁটে উঠেছে।
ছাগল দিয়ে কেউ হালচাষ করেছে কখনো শুনেছেন?
২৯ শে মে, ২০২১ রাত ৩:০৭
রাজীব নুর বলেছেন: এখন কেউ গরু দিয়েও হাল চাষ করে না। নতুন নতুন অনেক যন্ত্রপাতি এসেছে।
১১| ২৯ শে মে, ২০২১ রাত ৩:৫৬
অনল চৌধুরী বলেছেন: দেশ স্বাধীন হওয়ার পরই বাংলাদেশে বাকশাল-সমাজতন্ত্র করা উচিত ছিলো।
তাহলে আর চুরি-দুর্নীতির প্রতিযোগিতা শুরু হতো না।
রব-ইনুরা জাসদ-গণবাহিনী বানিয়ে দেশে সন্ত্রাস করতে পরতো না।
কিন্ত এটা করতে অনেক দেরী করে ফেলা হয়েছিলো।
২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।
১২| ২৯ শে মে, ২০২১ বিকাল ৫:০৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বঙ্গবন্ধু এবং বাকশালের সমালোচনা যারা করেন তারা হয়ত বাকশাল সম্পর্কে কিছুই জানেনা।
৩০ শে মে, ২০২১ রাত ২:৩৫
রাজীব নুর বলেছেন: আসলে মানুষের মুখ বন্ধ করা যায় না।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২১ দুপুর ২:০৪
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব ২টি গুরুত্বপুর্ণ রাজনৈতিক প্রোগ্রাম দিয়েছিলেন: ৬ দফা ও বাকশাল; কোনটাকে সঠিক মতো কার্যকরী করার পদক্ষেপ নিতে পারেনি।