নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। কোনো মানুষই ভালো নেই, সুখে নেই।
মানুষের দিকে তাকালেই আমি তা টের পাই। আমি কান পেতে শুনি তাদের বুকে কত দুঃখ, কত ঝড়, কত না পাওয়া, আর হাহাকার। আমি জানি, প্রতিনিয়ত তাদের কত রকম বিপদ-আপদ, নানান রকম দুঃখ যাতনা পোহাতে হয়। কারো অর্থ কষ্ট, কারো পুত্র কন্যাকে নিয়ে, অসুস্থতা, কারোবা ভুল মানুষ অনুপ্রবেশ করায় সংসার ভেঙ্গে গেছে, চাকরির লাঞ্ছনা, জীবিকার গ্লানি, কাছের মানুষের কপটতা। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানান রকম জটিলতা, কুটিলতায় ভরপুর। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। তাই, মানুষকে কখনো আমি দোষ দেই না। তার উপর মন খারাপ করি না। এই মানুষকে আমি কতবার আড়ালে দুহাতে মুখ ঢেকে কাঁদতে দেখেছি। কেউ যখন আমার দিকে চোখ তুলে তাকায়, আমি দেখি তার চোখে কত বর্ষা জমা হয়ে আছে।
২। এক রাজার হঠাত শখ হলো নিজের ছবি আঁকাবে।
রাজ্যের সমস্ত চিত্রশিল্পীদের খবর দিয়ে আনানো হল। বলা হল যে সবচেয়ে সুন্দর এবং নিখুঁত ছবি আকবে তাকে পুরস্কৃত করা হবে। তবে যদি ছবি দেখতে সুন্দর না হয় তাহলে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড। কেউ রাজার ছবি আঁকতে রাজি হল না। কারন রাজার এক পা এবং এক চোখ ছিল না এবং তাকে দেখতে ভয়ঙ্কর লাগত! হটাত ভীরের মধ্য থেকে অল্প বয়সী এক ছেলে সামনে এসে দাঁড়ালো। সে রাজার ছবি আঁকতে চায়। ছবি আঁকা শেষ হল। রাজা ভীষণ খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন। সবাই খুব অবাক। এটা কিভাবে সম্ভব! দেখা গেলো ছেলেটি একেছে রাজা একটি কাটা গাছের গুঁড়ির উপর এক হাটু ভাজ করে এক চোখ বন্ধ করে হরিন শিকার করছে। ছবি টি দেখে বুঝাই যাচ্ছে না রাজা অন্ধ এবং খোঁড়া।
এটাই হচ্ছে দৃষ্টি ভঙ্গির তফাৎ। আপনি একটা নির্দিষ্ট বিষয় কে কিভাবে দেখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে।
৩। টমাস আলভা অ্যাডিসনের গ্রামোফোন আবিষ্কার উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এক তরুণী তাঁর বক্তৃতায় অ্যাডিসনকে অযথাই আক্রমন করে বসল, ‘কী এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। আর তাই নিয়ে এত মাতামাতি! ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।
তরুণী বলেই যাচ্ছে। থামার কোনো লক্ষণ নেই। অ্যাডিসন চুপ করে শুনে গেলেন। বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ‘ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছে মতো থামানো যায়।
২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
২| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৩৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার পোস্ট রাজিব ভাই।
তবে সমস্যা, দুঃখ-কষ্ট জীবনেরই অংশ, এসব আছে বলেই হয়ত জীবন সুন্দর! পৃথিবীটা এত বৈচিত্রময়!!
২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: ছোটর দুই লাইনের মন্তব্য করেছেন।
অথচ মনটা ভাল হয়ে গেছে।
৩| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৪৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: তবে ৩ নং প্যারার শেষ লাইনটা জব্বর হইছে ভাই........হা হা হা!!
৩০ শে মে, ২০২১ রাত ২:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Thomas Alva Edison was a great Scientist in the history ever.
৩০ শে মে, ২০২১ রাত ২:২৯
রাজীব নুর বলেছেন: টমাস এর চেয়ে আইনস্টাইন এর অবদান বেশি।
৫| ২৯ শে মে, ২০২১ রাত ১০:৪৮
আমি নই বলেছেন: সবাই নিজেকে ভাল মানুষ বলেই দাবী করে। আপনি কাউকে দুষ্ট মনে করলে সেটা আপনার সমস্যা।
সো ডাক্তার দেখান অথবা পাবনায় যান।
৩০ শে মে, ২০২১ রাত ২:৩০
রাজীব নুর বলেছেন: কোন ডাক্তার দেখাবো?
৬| ২৯ শে মে, ২০২১ রাত ১১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার শেষ প্যারার বক্তব্য ও ভাষা ঠিক বোধগম্য হয় নি পাশাপাশি কোন ব্লগারদের জুতাপেটা করার চিন্তাভাবনাও সঠিক নয়। আশা করি আপনি, এই বিষয়টিতে প্রয়োজনীয় সংশোধন আনবেন।
৩০ শে মে, ২০২১ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: জ্বী অবশ্যই।
আমি মুছে দিচ্ছি।
৭| ৩০ শে মে, ২০২১ রাত ১:০৫
কামাল১৮ বলেছেন: ঈদে একদিনের জন্য এতো টাকা খরচ করে এই করোনাকালে বাড়িযায়,দেখেতো মনে হয় দেশের লোক ভালোই আছে।
রাজাকার শিবির একটি মতাদর্শ।অতীতে ছিল,বর্তমানে আছে ,ভবিষ্যতে থাকবে।এরা সমাজের এমন কোন স্থান নেই, যেখানে নেই।ব্লগে থাকবে এটা বিচিত্র কিছু না।এদের স্বভাব কখনো বদলাবে না।একজন মুফতি ওয়াজে এমন রাজাকারী কথা প্রচার করতে ছিল যে,পুলিশ তাকে ধরতে বাধ্য হয় এবং বিচারক তাকে পাঁচ দিনের রিমান্ড দেয়।ইনি মুফতি আমির হামজা।
৩০ শে মে, ২০২১ রাত ২:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেনে।
স্যলুট জানাই আপনাকে।
৮| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৩১
বিবাগী শাকিল বলেছেন: লেখাটি পড়ে খুব ভালো লাগলো। ভাবার্থ বেশ গভীর।
৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ শাকিল ভাই।
৯| ৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: টমাস এর চেয়ে আইনস্টাইন এর অবদান বেশি।
প্রত্যেক বিজ্ঞানীর অবদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
এখানে কে বড় কে ছোট সে তুলনা করার কোন অবকাশ নেই।
৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: অবশ্যই তুলনা করতে হবে।
১০| ৩০ শে মে, ২০২১ রাত ১১:০০
আমি নই বলেছেন: ওরা চারজনের চিন্তা বাদ দিয়ে নিজে সংশোধন হন। দায়িত্বশীল ব্লগিং এবং ব্লগীয় আচরনে জোর দিন।
৩১ শে মে, ২০২১ রাত ২:৩৬
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
১১| ৩১ শে মে, ২০২১ সকাল ১১:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: অবশ্যই তুলনা করতে হবে।
এটা অবশ্যই ভালো কথা না।
৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: বাপেরও বাপ থাকে।
বিজ্ঞানীর উপরেও বিজ্ঞানী আছে।
১২| ৩১ শে মে, ২০২১ দুপুর ১২:০৩
ইনদোজ বলেছেন: ওরা চারজন কই ? তিনজন ।
ভূয়া মফিজ
মা হাসান
জটিল ভাই
আরেকজন কে?
৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: আছে আরেকজন আছে। দুষ্ট লোকের নাম মুখে আনতে চাচ্ছি না। তাহলে দিনটাই মাটি হয়ে যাবে।
সমস্যা হল এদের একের অধিক নিক আছে সামুতে। যাদের একের অধিক নিক আছে তাদের মধ্যে ঘাপলা আছে। অসৎ উদ্দেশ্য নিয়েই অধিক নিকের উৎপত্তি।
১৩| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে খারাপ মানুষ খুব বেড়ে গেছে।
সাবধান।
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: জ্বি। চেষ্টা করি।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
এডিসন এক কানে কম শুনতেন, সেটা উনাকে অনেকভাবে সাহায্য করেছে।