নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৪৯



অনেকদিন ছবি ব্লগ দেই না।
মোবাইলে বেশ কিছু ছবি জমে গেছে। এখন এসএলআর ক্যামেরা ধরি না। দুই বছর হয়ে গেছে। ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে কিনা বলতে পারি না। মোবাইল দিয়েই ছবি তুলি। গতকাল বাসায় একটা অনুষ্ঠান ছিলো। বাবুর্চি রান্না করেছে। কিছু আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী বন্ধুবান্ধব এসেছিলো। সব মিলিয়ে প্রায় ৭০ জন। রান্না ভাল হয়েছে। এই অনুষ্ঠান আগে আব্বা করতো বছরে একবার। আব্বা নেই। তাই আমরা চার ভাই মিলেই করলাম। সবাই মিলে আড্ডা। আর খাওয়া দাওয়া। রোষ্ট, পোলাউ, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা। রুই মাছ ভাজা। চিংড়ি ফ্রাই। পায়েস, জর্দা। টিকিয়া। অনথন, স্যুপ। নানান রকম ফল আর দই মিষ্টি।

১।
সুরভি আমের আচার করেছে। টক আচার। মিষ্টি আচার। টক মিষ্টি ঝাল আচার।

২। যার যেটা পছন্দ বেছে নিন।

৩। পুঁটি মাছ কি চাষের হয়?

৪। আমার ব্যলকনি থেকে একটুখানি আকাশ দেখা যায়।

৫। সুরভি অনথন বানিয়েছে। খেতে ভাল হয়েছে।

৬। একটি অসহায় ফড়িং। সে তাঁর বাসা হারিয়ে ফেলেছে।

৭। এই ইলিশ মাছ গুলো হয়তো নকল।

৮। চাষ করা পাবদা মাছ।

৯। মাছের বাজার। স্থানীয় লোকেরা বলে ঘুষখোরদের বাজার। কারন এখান থেকে ঘুষখোররা দামাদামি না করেই মাছ কিনে।

১০।

১১। গতকাল ঢাকা শহরের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের এলাকায় বৃষ্টি হয়নি।

১২। একজন খেলনা বিক্রেতা। শান্তিনগর।

১৩। আমার বন্ধু শাহেদ এবং তাঁর স্ত্রী কন্যা।

১৪। আমার গাছের আম। খেতে ভাল হয়েছে।

১৫। সুরভি কেক বানিয়েছে। খেতে ভাল হয়েছে খুব।

১৬। বায়তুল মোকাররম।

১৭। আমার কন্যা ফারাজা।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২১ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



নকল ইলিশ কি জিনিষ?

ব্লগার জটিলভাই আমাকে ব্যান করে রেখেছেন; আপনাকে কি ব্যান করেছেন? আপনি উনার পোষ্টে কমেন্ট করতে পারলে, উনাকে বলুন তো আমাকে ব্যানমুক্ত করতে।

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: নকল ইলিশ বলতে বুঝিয়েছি- এক ধরনে মাছ আছে দেখতে ইলিশ মাছের মতো তবে খেতে মজা না।

জটিলভাই মানুষ ভাল না। অতি দুষ্টলোক। সে আপনাকে ব্লক করে ভালৈ করেছে। তা না হলে তাঁর কপালে দুঃখ ছিলো। সে জানে আপনার লজিকের কাছে সে অসহায়। তাই আপনার কাছ থেকে পালিয়ে মুক্তি চাচ্ছে। অবশ্য তাঁর অন্য নিক আছে। সেখানে মন্তব্য করতে পারবেন।

২| ৩১ শে মে, ২০২১ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ৩১ শে মে, ২০২১ বিকাল ৪:২৪

বৃষ্টি'র জল বলেছেন: বেশ কিছু ছবি ভাল লেগেছে।
পুপুলারের উলটো পাশের গলিতে ৮মাস আগেও আমার বাসা ছিল। অনেক অনেক স্মৃতী সেখানে।
ফারাজার জন্য ভালবাসা।

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: তাহলে তো আপনি এতদিন আমার প্রতিবেশী ছিলেন!!!

৪| ৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর রাজীব দা

০১ লা জুন, ২০২১ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ৩১ শে মে, ২০২১ বিকাল ৫:৫৬

রানার ব্লগ বলেছেন: দেশের অবস্থা ভালো না, শিক্ষিত লোকজন রাস্তায় দাড়িয়ে কেনা বেচা করছে।

০১ লা জুন, ২০২১ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: কয়দিন পর আমারও রাস্তায় দাড়াতে হবে।

৬| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ২ আর ৮ বেশী ভালো হয়েছে।
৬ নাম্বাটা অসাধারন হতে পারতো সামান্য কাজে করে নিলেই।

০১ লা জুন, ২০২১ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- এ ছবি গুলো মন দিয়ে তুলি নাই। জাস্ট ক্লিক করেছি।

৭| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

শেরজা তপন বলেছেন: আচারের কথা বলে কাচা(কাটা) আম আর পাকা আমের ছবি দিলেন।
এত্তো এত্তো খাবারের কথা বলে দিলেন; কেক, অনথনের ছবি।
পুটি মাস চাষ হয় বেশ কয়েক বছর ধরে।
আসল ইলিশের জাত চেনা ইদানিং বেশ কষ্টকর!

ফড়িং- এর কি বাসা থাকে?
মেয়েকে ভালবাসা

০১ লা জুন, ২০২১ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: খাবারের ছবি দিলে ভাল দেখায় না।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ৩১ শে মে, ২০২১ রাত ১০:২৭

কল্পদ্রুম বলেছেন: গ্রেট।

০১ লা জুন, ২০২১ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ০১ লা জুন, ২০২১ ভোর ৫:৪১

কামাল১৮ বলেছেন: পুঁটি মাছ এখন চাষ হয় কিছু দিন পর আবাদ হবে।
কাজিনদের মধ্যে পরী কি সবার বড়?
চোট মেয়ের চোখ দুটি কেমন মায়া মায়া।

০১ লা জুন, ২০২১ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ পরী বড়।

১০| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:২৮

সিগনেচার নসিব বলেছেন: ছবি ব্লগ খারাপ লাগে না। আরো কিছু ছবি এ্যাড করতে পারতেন।

০১ লা জুন, ২০২১ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ল্যাপটপ সমস্যা করছে। তাই অল্প ছবি দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.