নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার সুমি আপা

০৩ রা জুন, ২০২১ রাত ১:৩১

ছবিঃ আমার তোলা।

সুমি আপা'র সাথে আমার পরিচয় হয় সিলেটের মীরা বাজারে।
তখন আমি অনেক ছোট। দশ বছর বয়স। আমার ছোট মামা চা বাগানে কাজ করেন। শীতের শুরুতে মামা'র বাড়ি বেড়াতে যাই। একদিন বিকেলে খেলতে খেলতে পুকুরে পড়ে যাই, আমি সাঁতার জানি না, তখন এই সুমি আপা আমাকে বাঁচান। আপা, কলেজ থেকে বাসায় ফিরছিলেন। আপা পানিতে ঝাঁপ দিয়ে আমাকে বাঁচিয়ে দেন। তারপর আমি ঢাকায় চলে আসি এবং সুমি আপা'র কথা ভুলে যাই।

তার দশ বছর পর আবার আমার সুমি আপা'র সাথে দেখা হয়।
মজার ব্যাপার হলো এবারও সিলেটে দেখা হয়। আমি তখন সিলেটের শ্রীমঙ্গলে। আমি একা একটা টিলার ওপর বসে আছি। তখন সন্ধ্যা ঘনায়মান। হঠাৎ আপা আমার পেছন থেকে ডেকে বললেন, এই তুই এইখানে একা বসে আসিছ কেন? জানিস না সন্ধ্যার পর বাগানে সাপ নামে। বিষাক্ত সাপ!

আমি আমার সুমি আপা'র জন্য অন্তর থেকে অজানা এক ভুবনের টান অনুভব করি।
আপা এখন থাকেন বেলজিয়াম। তার স্বামীর সাথে। ল্যুভেন-লা- ন্যুউভ শহরে। আপার বাচ্চাটার নাম তীর্থ। কিন্তু আমি ডাকি স্পাইডারম্যান। দারুন বুদ্ধিমান একটা বাচ্চা। আগামী দুই তিন মাসের মধ্যে আপা ঢাকা আসবেন। আপা ঢাকা আসলে অনেক মজা হবে।আমি অপেক্ষায় আছি। আমার আপা'র প্রিয় কবি জীবনানন্দ দাস। আপা Phd করছেন।

"কৃষ্ণা দ্বাদশীর জোছনা যখন মরিয়া গেছে নদীর চড়ায়-/
সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়,
শ্যামার নরম গান শুনেছিল- একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়
বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।"

আমার সুমি আপা দারুন সব কবিতা লিখেন। ছোট গল্প লিখেন।
এখন জীবনী লিখছেন। স্কুল জীবন থেকে'ই আপা লেখালেখি শুরু করেছেন। একসময় বিভিন্ন পত্র পত্রিকায় আপা'র লেখা চোখে পড়তো।আনন্দ বাজার পত্রিকাতেও আপা'র লেখা ছাপা হয়েছে। আর এখন অনেক ওয়েব সাইটে আপা'র লেখা চোখে পড়ে। আপা'র লেখা পড়তে আমার অনেক আনন্দ হয়। লেখালেখি ছাড়াও আপা গান করেন। বিশেষ করে রবীন্দ্র সংগীত আপা'র গলায় দারুন লাগে। বিভিন্ন অনুষ্ঠানে আপা গান করেন, কবিতা আবৃওি করেন।

আপার পুত্র তীর্থ (স্পাইডারম্যান) এন্টারপেন সিটিতে বৈশাখী অনুষ্ঠানে গান গায়।
আহা...কি আনন্দ! এখন আপা ছোট ছোট বাচ্চাদের গান শিখান, নাচ শিখান। আমি খুব বুঝতে পারি যার হৃদয়ে আকাশের সমান ভালোবাসা আছে, শুধু তার দাড়াই এই সব সম্ভব। আমি যখন বলি 'আমার সুমি আপা', তখন আমার অনেক গর্ব হয়। আপা আমাকে রাজি বলে ডাকেন। প্রতিমাসে দুবার করে আপার সাথে কথা হয়।

আপা'র অনেক কথা আমি বুকে ধারন করে বসে আছি।
আপা'র কিছু কিছু কথা আমি কোনোদিন ও ভুলতে পারবো না। আমার সুমি আপা সত্য কথা বলতে ভয় পান না। আপা স্পষ্ট বলেন- "কতো মেয়ের ভালোবাসা শুধু সন্দেহ আর অবিশ্বাসের নীচে চাপা পড়ে, ধিক্কার সেই সব প্রেমিক নামের মুখোশধারীদের, ভালোবাসার মানে কি চেহারা দেখে প্রেম করা?" "যাদের ভালোবেসেছি তারা কেউ অনেক ভালোবেসেছে আর কেউ তাচ্ছিল্য দিয়েছে। লাখ টাকার দামী উপহারও ভোলাতে পারে না আমায়, শুধু ভালোবেসে ভালোবাসা দিলে নিজের জীবনকে দান করে দিতেও পিছপা হই না ভালোবেসে বিষও যদি দাও, পান করবো অনায়াসে।"

"শব্দেরা ক্রমশ খসে পড়ে আকাশের তারার মতো,
শুধু আঁচলেই শব্দেরা রইলো না আর...
একদিন আমিও আবার কিশোরী হবো, ছুঁয়ে যাবো প্রজাপতি রঙ
আহা যদি আবার ফিরে যাওয়া যেতো কুড়ি বছর আগে
শুভ বুদ্ধির উদয় হোক সকল প্রেমিক - প্রেমিকার মনে'।

সুমি। সুমি আপা। আমার সুমি আপা।
দশ খানা পৃথিবী ভরা মানুষকে দিলে ও আপা'র ভালোবাসা ফুরাবে না। আমি আকাশের দিকে তাকালেই দেখতে পাই আপা দু'হাত বাড়িয়ে আছেন আমাদের দিকে। আপা আমরা তোমাকে অনেক ভালোবাসি। আপা, তোমার প্রতি যে আমার কতো ভালোবাসা তা তুমি কোনোদিনও জানবে না। আমার আপা'র জন্য এক আকাশ শুভ কামনা। আমার আপা ভালো থাকুক। ভালো থাকুক আমার আপা'র সমস্ত প্রিয় মানুষেরা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২১ ভোর ৫:৩৬

কামাল১৮ বলেছেন: সবইতো বোঝলাম কিন্তু বোঝলাম না,’অজানা এক ভুবনের টান’
ইদানিং বেশ সুন্দর লিখছেন।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: অলস মস্তিস্ক এসব লিখে।

২| ০৩ রা জুন, ২০২১ ভোর ৫:৪০

কামাল১৮ বলেছেন: কাদের বড়ির ছবি তুলেছেন।ছোট বেলায় দেখা আমাদের বাড়ির ছবির মতো।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: গোপাল্গগঞ্জের একটি গ্রামের দরিদ্র পরিবারের বাড়ি।

৩| ০৩ রা জুন, ২০২১ সকাল ৮:০৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: 8-|

০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ০৩ রা জুন, ২০২১ সকাল ৯:২৪

মোঃআনারুল ইসলাম বলেছেন: শুভ কামণা রইল আপনার জন্য।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা জুন, ২০২১ সকাল ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



নারীরা মানব সমাজকে অন্টরে ধারণ করে রেখেছেন।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৬| ০৩ রা জুন, ২০২১ সকাল ৯:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার সুমি আপুর জন্য অনেক অনেক শ্রদ্ধা জানাই ------------

০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.