নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। মানুষ সব চাইতে বেশি খুশি হয় যখন সে তার মনের কথা অন্যের কাছে খুলে বলতে পারে এবং মানুষ তার প্রতি খুশি হয় যে তার কথা শোনে। পৃথিবীর অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে শুধুমাত্র পরস্পরকে শ্রদ্ধা, সম্মান এবং গুরুত্ব প্রদানের মাধ্যমে এবং এর মূলসূত্র হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা।
২। বন্দুকের গুলি যদি কারো শরীরে বা হৃদয়ে আঘাত করে সেই গুলি সার্জারি করে বের করা যায়। এন্টিবায়োটিক দিয়ে ঘা শুকানো যায়, পেনকিলার দিয়ে কষ্ট দূর করা যায়, কিন্তু কথার গুলি যদি কারো মনে বা হৃদয়ে আঘাত করে তবে তা কোনো সার্জারি করে বা এন্টিবায়েটিক দিয়ে বা পেনকিলার দিয়ে ব্যথা দূর করা যায় না। কথার গুলির ব্যথা সারাজীবনই থাকে। বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয় কিন্তু কথার গুলি হৃদয়ে লাগবেই।
৩। পৃথিবীতে যত সুস্বাদু ফল আছে, তাদের মধ্যে যদি আপনাকে সেইসব ফলের র্যাংকিং করতে বলা হয়- তবে আপনি প্রথমেই যে ফলের নাম বলবেন তা হল আম। আম এতটাই জনপ্রিয় যে সরকার আম গাছ কে আমাদের জাতীয় গাছ হিসেবে উপাধি দিতে বাধ্য হয়েছে।
৪। এটা অস্বীকার করার কোন উপায় নেই যে, সাধারনত মেয়েরা সবচেয়ে বেশী যে বিষয়ে গীবত করে সেটা হল শাশুড়ি এবং শ্বশুর বাড়ি। এটা যে শুধু উপমহাদেশের মেয়েদের মধ্যে বেশী তা কিন্তু নয়; বরং এটি একটি গ্লোবাল ব্যপার। কিছু কিছু মেয়ে তো রীতিমত 'mother-in-law phobia' তে ভুগে এবং তার এই ফোবিয়াকে আরও বাড়িয়ে দেয় তার আশেপাশের লোকজন। এর ফলে কোন রকম কারন ছাড়াই তারা বিয়ের পরের দিন থেকেই তার স্বামীর বাড়ির সবাইকে এবং বিশেষ করে শাশুড়িকে তার প্রতিপক্ষ মনে করে। যে কথাটা নিজের মা বললে সে মোটেই আমলে আনতো না, সেই একই কথা শাশুড়ি বললে সে আকাশ-পাতাল এক করে ফেলে।
৫। শিল্পাচার্য জয়নুল আবেদিন গেছেন ময়মনসিংহে তাঁর গ্রামের বাড়ি বেড়াতে। গ্রামের এক মুরব্বি দেখা করতে এসে জয়নুলকে বললেন, “কিরে তুই নাকি বড় শিল্পী হইছস? দে তো আমার ছাতিটায় নাম লেইখ্যা?”
জয়নুল আবেদীন খুব যত্ন করে এবং সময় নিয়ে ছাতায় নাম লিখে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গে এ ঘটনা রাষ্ট্র হয়ে গেল গ্রামময়। ব্যস, আর যায় কোথায়, গ্রামের প্রায় সবাই যার যার ছাতা নিয়ে হাজির। আর শিল্পাচার্য কি করবেন, অসীম ধৈর্যের সাথে প্রায় সবার ছাতাতেই নাম লিখে দিয়েছিলেন সেবার।
০৬ ই জুন, ২০২১ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: না জানা নেই।
তবে সিনেমাতে দেখেছি- বুকের ভেতর থেকে গুলি বের করতে।
২| ০৬ ই জুন, ২০২১ দুপুর ২:৩৯
আমি সাজিদ বলেছেন: দুই হাজার সালের পরের বাংলা সিনেমার নায়কদের সমস্ত বুক জুড়ে হ্রদয়, তাদের ফুসফুস নেই। নিঃশ্বাস প্রশ্বাসের দরকার হয়না ।
০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: অবশ্যই দরকার হয়। তারা তো রোবট নয়।
৩| ০৬ ই জুন, ২০২১ দুপুর ২:৫১
গফুর ভাই বলেছেন: জয়নুল আবেদিন আর এস এম সুলতান এর কাজ কথা কর্ম অনেক ভালো লাগে আমার।
০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: তারা দুজন'ই গুনি মানুষ।
৪| ০৬ ই জুন, ২০২১ দুপুর ২:৫৪
রক্ত দান বলেছেন: ১ নং অনুচ্ছেদের সাথে সহমত।
০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:১০
গফুর ভাই বলেছেন: ‘যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে দেখা হয় নাকো তার...’
কবি জীবনানন্দ দাশের কবিতা
০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ জানি। সুন্দর কবিতা।
৬| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:১৪
ফড়িং-অনু বলেছেন: "জীবনকে যারা বুঝে, বিশ্লেষন করে বাঁচতে চায়- তারা বড় দুঃখি মানুষ" প্রতিটি শব্দটি নাড়া দিয়ে গেলো।
০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: বাস্তব কথা বলেই নাড়া দিয়েছে।
৭| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৩২
চাঁদগাজী বলেছেন:
মানুষ বলেন ও শুনেন, বাংগালীরা শুধু বলেন, শোনার অভ্যাস নেই।
০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীদের কপালে দু;খ আছে।
৮| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার রাজীব দা
০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
৯| ০৬ ই জুন, ২০২১ রাত ১১:৩২
কামাল১৮ বলেছেন: বাঙ্গলার শাশুড়ি গুলো মোটেই ভালো না।ব্যতিক্রম হয়তো আছে তবে চোখে পড়ে নাই।
০৭ ই জুন, ২০২১ রাত ২:৩১
রাজীব নুর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০২১ দুপুর ২:১১
আমি সাজিদ বলেছেন: ভাই শুনুন, বন্ধুকের গুলি সার্জারি করে হ্রদয় থেকে বের করে দেওয়ার নিঞ্জা টেকনিক আপনার জানা আছে?