নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাতদের মজার ঘটনা

০৮ ই জুন, ২০২১ বিকাল ৩:০৯



১। মার্কিন ধনকুবের এন্ড্রু কার্নেগী ছিলেন তাঁর সময়ের সবচেয়ে বড় ধনকুবের।
তিনি ছিলেন বস্তির ছেলে। তাঁর বয়স যখন ১২ বছর তখন খেলার জন্য একবার তিনি পাবলিক পার্কে ঢুকতে যাচ্ছিলেন। কিন্তু তাঁর পোশাক এত মলিন ও নোংরা ছিল যে, সেই পার্কের দারোয়ান তাকে পার্কে প্রবেশ করতে দেয়নি। সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে, একদিন তার টাকা হবে আর তিনি এই পার্কটি কিনে ফেলবেন। ধনকুবের হওয়ার পর কার্নেগী ঐ পার্কটিই কিনেছিলেন এবং পার্কে নতুন একটি সাইনবোর্ডও লাগিয়েছিলেন। তাতে লেখা ছিল, 'আজ থেকে দিনে বা রাতে যে কোন সময়ে যে কোন মানুষ যে কোন পোশাকে এই পার্কে প্রবেশ করতে পারবে'।

২। অসামান্য প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম যখন ইসলামি হামদ, নাত, গজল রচনা শুরু করলেন- তখনকার একটি ঘটনা। শিল্পী আব্বাস উদ্দিন একদিন অনকে খোজাখুজি করে নজরুলকে না পেয়ে সকালে তার বাসায় গেলেন। বাসায় গিয়ে দেখলেন নজরুল গভীর মনোযোগ দিয়ে কি যেন লিখছেন। নজরুল ইশারায় আব্বাস উদ্দিনকে বসতে বললেন। আব্বাস উদ্দিন অনকেক্ষন বসে থাকার পর জোহরের নামাজের সময় হলে তিনি উসখুস করতে লাগলেন। নজরুল বললেন- কি তাড়া আছে, যেতে হবে?
আব্বাস উদ্দিন বললেন- ঠিক তাড়া নেই, তবে আমার জোহরের নামাজ পড়তে হবে। আর এসেছি একটা ইসলামি গজল নেবার জন্য। গজল না নিয়ে আজ যাওয়া হচ্ছে না।

নামাজ পড়ার কথা শুনে নজরুল তাড়াতাড়ি একটি পরিস্কার চাদর তার ঘরের আলমারি থেকে বের করে বিছিয়ে দিলেন। এরপর আব্বাস উদ্দিন যথারীতি জোহেরর নামাজ শেষ করার সাথে সাথে নজরুল আব্বাস উদ্দিনের হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন- এই নাও তোমার গজল। আব্বাস উদ্দিন বিস্ময়ের সাথে দেখলেন তার নামাজ পড়তে যে সময় লেগেছে ঠিক সেই সময়ের মধ্যে নজরুল সম্পুর্ণ একটি নতুন গজল লিখে ফেলেছেন।
গজলটি দেয়া হলো:
হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ
দিলাম তোমার চরণ তলে হ্রদয় জায়নামাজ
আমি গোনাহগার বে-খবর
নামাজ পড়ার নাই অবসর
তব, চরণ-ছোওয়ার এই পাপীরে কর সরফরাজ।
হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ।
তোমার অজুর পানি মোছ আমার পিরহান দিয়ে
আমার এই ঘর হউক মসজিদ তোমার পরশ নিয়ে
যে শয়তান ফন্দিতে ভাই
খোদার ডাকার সময় না পাই
সেই শয়তান থাক দূরে (শুনে) তকবীরের আওয়াজ।


৩। দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ একবার বেড়াতে গিয়ে নদীতে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গেই এক যুবক ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করল। কিছুদিন পর যুবকটি দেশ পত্রিকায় ছাপানোর জন্য একটি নাতিদীর্ঘ কবিতা নিয়ে হাজির হলেন তাঁর কাছে। কবিতাটি পড়ে সাগরময় ঘোষ যুবকটি বললেন, ‘তুমি বরং এক কাজ করো।’ ‘কী কাজ?’ ‘আমাকে যেখান থেকে উদ্ধার করেছিলে সেখানে ফেলে দিয়ে আসো।’

৪। সৈয়দ মুজতবা আলী তখন বেশ বিখ্যাত লেখক।
প্রতিদিনই তাঁর দর্শন লাভ করতে ভক্তরা বাসায় এসে হাজির হয়। একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চাইলেন, তিনি কোন বই কী অবস্থায় লিখেছেন। মুজতবা আলী যতই এড়িয়ে যেতে চান, ততই তিনি নাছোড়বান্দা। শেষে মুজতবা আলী সরাসরি উত্তর না দিয়ে বললেন, ‘দেখো, সুইস মনস্তত্ত্ববিদ কার্ল গুসতাফ জাং একদা তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে, আমি কীভাবে লিখি। এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তান গুলো দেখাতে পারি, কিন্তু সন্তান গুলো উৎপাদনের পদ্ধতি দেখাতে পারি না।’

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৩ নম্বরটি পড়ে আমারও একটা
ইচ্ছা মনে আসছে !! আপনাকেও
যদি সেই নদীতে ফেলে দিতে পারতাম !! =p~

০৮ ই জুন, ২০২১ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: আমি তো সাঁতার জানি না।

২| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:০৪

হাবিব বলেছেন: ১. কাহিনীটি আগে একবার পড়েছিলাম।
৪. মুজতবা আলীর উত্তর দেয়া মোটেই ঠিক হয়নি।

০৮ ই জুন, ২০২১ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: আনার ধারনা এসব কাহিনী গুলো পুরোপুরি সত্য নয়। বেশি ভাগই বানোয়াট।

৩| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:১৬

নীল আকাশ বলেছেন: আপ্নি সাতার কাটতে পারেন? না পারলে নুরু ভাইয়ের কাছ থেকে দূরে থাকবেন।
৩ নাম্বারটা পছন্দ হয়েছে।

০৮ ই জুন, ২০২১ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: না সাঁতার জানি না।
কয়েকবার সাঁতার কাটতে গিয়েও ব্যর্থ হয়েছি। পুকুরে দাড়াতে পারি না। নরম মাটি। পা ডেবে যায়।

৪| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ জমার রাজীব দা

০৮ ই জুন, ২০২১ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।

৫| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:




এখন আমেরিকায় আবার দরিদ্রদের যায়গা ছোট হয়ে যাচ্ছে।

০৮ ই জুন, ২০২১ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: আমেরিকায় দরিদ্র লোকজনের সংখ্যা দিন দিন কমছে।

৬| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:০৯

শেরজা তপন বলেছেন: এইটা কি সিরিজ?
ভাল লেগেছে কিন্তু এইসব ঘটনার সত্যতা নিয়ে সংশয় থেকে যায়

০৮ ই জুন, ২০২১ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: না সিরিজ না।
ঘটনা গুলো পুরোপুরি সত্য না। রংচং মেখে মাখানো হয়েছে।

৭| ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০১

অপু তানভীর বলেছেন: আপনি হুবাহু কপি করে পোস্ট করেন অথচ পোস্টের সুত্র উল্লেখ করেন না । মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই !
প্রথম অংশ টুকু হুবাহু উইকিপিডিয়া থেকে কপি করা । কাজী নজরুলের অংশ টুকু সামুর ব্লগার ঠোঁটকাটা ব্লগ থেকে হুবাহু কপি করা । এই হুবাহু কপি করতে সামান্যতম লজ্জা লাগে না?

এন্ড্রু কানের্গি

কাজী নজরুল

দেশ পত্রিকার সম্পাদক সাগরময়

০৮ ই জুন, ২০২১ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: আপনি প্রথম যে লিংকটা দিয়েছেন- সেটাতে তো কিছুই পেলাম না। ​

হ্যাঁ তথ্যসুত্র দেওয়া দরকার ছিলো। সেটা আমার ভুল হয়েছে।

৮| ০৮ ই জুন, ২০২১ রাত ৮:১৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: রাজিব ভাই কতো কি লিখতে পারেন । যাইহোক ভাল থাকুন । ছবিটা কি আপনার তোলা ?

০৮ ই জুন, ২০২১ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমার তোলা।

৯| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৫৬

কামাল১৮ বলেছেন: ১ নং মন্তব্যটি পড়ে মনে হলো মুমিনরা মানবিক হয় না তারা নিষ্ঠুর হয়।

০৮ ই জুন, ২০২১ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: বিখ্যাত লোকজন-কে নিয়ে লিখায় ফুলের ছবি অপ্রাসঙ্গিক মনে হয়েছে। নজরুল বা কার্নেগীর ছবি অথবা লিখার সাথে সর্ম্পকিত ব্যক্তিদের নিয়ে একটি ছবি বানিয়ে সেটা দিলে আরো সুন্দর বা প্রাসঙ্গিক মনে হতো। ধন্যবাদ।

০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।

১১| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: এন্ড্রু কার্নেগীর তথ্য আপনি বাংলা উইকিপিডিয়া থেকে নিয়েছেন। (সূত্র)

@অপু তানভীরঃ বাংলা উইকিপিডিয়া থেকে লিঙ্ক সরাসরি কপি-পেস্ট করা কঠিন এবং ক্ষেত্রবিশেষে সেটা সঠিক হাইপার লিঙ্ক তৈরী করে না। সেসব ক্ষেত্রে বিটলাই এর সুবিধা নিতে পারেন। ওখানে গিয়ে আপনি বাংলা লিঙ্ক কপি করে তা "সর্টেন ইউর লিঙ্ক" ফিল্ডে পেস্ট করুন তারপর "সর্টেন" বাটন চাপুন। নতুন যে ছোট লিঙ্ক পাবেন তা কপি পরে সামুতে বা অন্য যে কোথাও ব্যবহার করতে পারেন। এটা মূলত দীর্ঘ লিঙ্ক বা বাংলা লিঙ্ক সঠিকভাবে শেয়ার করার জন্য বিশেষভাবে উপযোগী। ধন্যবাদ।

০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: রাইট।

১২| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিদিন এত এত পোস্ট দেন লিংক সংযুক্ত করতে মনে হয় ভুলে যান।

০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: আসলে আলসেমি লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.