নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ১৪

১১ ই জুলাই, ২০২১ রাত ১:৪৫


ছবিঃ Six Month Birthday Celebration.

প্রিয় কন্যা আমার, ফারাজা তাবাসসুম খান (ফাইহা)
আজ আমি সারারাত জেগে থাকবো। কারন সকাল ছয়টায় আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা আছে। তাও আবার ব্রাজিলের সাথে। ভোরে খেলা দেখে তারপর ঘুমাতে যাবো। তুমি নিশ্চয়ই জানো আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমি জানি তুমিও বড় হয়ে আমার মতো আর্জেন্টিনা সাপোর্ট করবে। আজ আমার খুব ইচ্ছা ছিলো তোমাকে আর্জেন্টিনার জার্সি পড়িয়ে ছবি তুলবো। কিন্তু তা হলো না। করোনার জন্য বাইরে যেতে পারি নি। তাছাড়া সব মার্কেট বন্ধ। এজন্য আমার মনটা কিঞ্চিৎ খারাপ। দেড় বছরের বেশি সময় ধরে করোনা পৃথিবীতে আঘাত করেছে। চারিদিকে ভয়াবহ অবস্থা। প্রতিদিন একশ'র উপরে মানুষ মরছে। প্রতিদিন দশ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে। এদিকে জানি না কবে টিকা দিতে পারবো। আর দশ দিন পর কোরবানীর ঈদ।

প্রিয় কন্যা আমার,
প্রায় দেড় মাস পর তোমাকে নিয়ে লিখছি। ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন লিখতে পারি নি। কারন যে ব্লগে আমি লিখি সেই ব্লগ আমাকে ব্যান করে দিয়েছে। এর আগেও আমি বেশ কয়েকবার ব্যান খেয়েছি। তবে এবার ব্যানমুক্ত হতে অনেক সময় লেগেছে। আমার অপরাধ আমি লেখার সাথে তথ্যসুত্র দেই নি। তাই বেশ কয়েকজন ব্লগার তেড়ে ফুড়ে এসে আমার গলা টিপে ধরলো। কেউ কেউ চোর, ডাকাত ইত্যাদি হাবিজাবি বলে দিলো। ফারাজা, প্রিয় কন্যা আমার- তুমি এতটুকু মাথায় রেখো, তোমার বাবা জেনে শুনে বুঝে কখনও অন্যায় কাজ করবে না। যাই হোক, মনে করো ব্লগে আমি আমার প্রিয় কবি জীবনানন্দের 'অদ্ভুত আঁধার এক' কবিতাটা ব্লগে পোষ্ট করলাম। এখন কেন আমার লিখে দিতে হবে- কবিতাটা আমার না? কবিতাটা জীবনানন্দের। কবিতাটা পড়ে যারা জানবে না, বুঝবে না এই বিখ্যাত কবিতা জীবন বাবুর এটা তাদের ব্যর্থতা। নিজের ব্যর্থতা ঢাকতে কাউকে খালি দেওয়া কাপুরুষতা।

প্রিয় ফারাজা,
তুমি ছয় মাস পার করে ফেলেছো। তুমি এখন সাত মাসে পা রেখেছো। ছয় মাস পূর্ন করায় বাসায় তোমার ছয় মাসের জন্মদিন পালন করলাম। তুমি কেক কেটেছো। এবং সুরভি অনেক কিছু রান্না করেছে। পোলাউ, গরুর মাংস, রোষ্ট, টিকিয়া। সাথে ছিলো বোরহানি, সালাদ আর স্প্রাইট। বাসার সবাই মিলে মজা করে খেয়েছি। তবে জুন মাসে ছিলো তোমার বোন পরীর জন্মদিন। সেদিন কাছের কিছু আত্মীয়স্বজন দাওয়াত করেছিলাম। সন্ধ্যার মধ্যে আত্মীয়স্বজনরা সব এসে গেছে। কিন্তু এমন সময় খুব তুমি অসুস্থ হয়ে পড়লে। বমিটমি করে একাকার অবস্থা। বমি করার কারন বিকেলে তোমার মা তোমাকে কলা খাইয়েছিলো। কলা তুমি হজম করতে পারো নি। ফলাফল বমি। এবং তুমি বমি করতে করতে ভীষন অসুস্থ হয়ে পড়লে। একদম নেতিয়ে পড়লে। তোমার এতটুকু শরীর পুরো লুটিয়ে পড়লো। তোমার মা কান্নাকাটি শুরু করে দিলো। শেষে বাসায় গেস্ট রেখে তোমাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। যাই হোক, কয়েক ঘন্টা পর তুমি সুস্থ হলে।

প্রিয় কন্যা আমার,
এখন পর্যন্ত করোনায় আমাদের দেশে মোট মৃত ১৬,১৮৯। এবং করোনায় আক্রান্তের সংখ্যা ১০০৯৩১৫ জন। দিন দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আমার যদি করোনা হয়। এবং আমি যদি মরে যাই। তাহলে তোমাকে দেখবে কে? এই চিন্তায় আমার প্রেসার বেড়ে যায়। দম বন্ধ হয়ে আসে। তোমার জন্য হলেও আমাকে আরো কমপক্ষে বিশ বছর বেঁচে থাকতে হবে। আমি পৃথিবীতে না থাকলে কারো কিছু যাবে আসবে না। কিন্তু তোমার খুব কষ্ট হবে। তোমার মার খুব কষ্ট হবে। এজন্য আমি অন্তত আরো বিশটা বছর বেঁচে থাকতে চাই। তারপর আমি মরে গেলে তোমাকে কোনো বেগ পেতে হবে না। আমি সেই ব্যবস্থা করে রাখবো। তোমাকে বলে রাখি, আমি একজন ভালো বাবা হবো। এবং তুমি বিনা দ্বিধায় চিৎকার করে বলতে পারবে- আমার বাবা পৃথিবীর সেরা বাবাদের একজন। ফারাজা আমার কাছে সারা দুনিয়া একদিকে আর তুমি অন্যদিকে। তোমার চেয়ে আপন আমার আর কেউ নেই।

প্রিয় কন্যা ফাইহা,
তোমাকে নিয়ে এই করোনার মধ্যেও আমার সময় ভালো কাটছে। তুমি না থাকলে এই করোনাকাল আমার জন্য বিভীষিকাময়য় হতো। তুমি খেক খেক করে হাসো। হাত পা ছোড়াছোড়ি করো। তোমার হাসি আমাকে আনন্দ দেয়। শক্তি দেয়। তুমি বেশ আছো। এখন তোমাকে আপাতত আপেল আর নাসপাতির জুস খাওয়াচ্ছি প্রতিদিন অল্প অল্প করে। মাঝে মাঝে ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি। দুপুরে তোমাকে খিচুরী খাওয়াচ্ছি। খিচুরিতে দেওয়া হয়- মিষ্টি কুমড়া, বরবটি, কিছু ভাতের চাল আর আলু। সবচেয়ে বড় কথা তুমি আগ্রহ নিয়ে খাও। তোমার জন্য আমি ফলটল কিনে ফ্রিজ ভরে রেখেছি। তবে পেঁপে টা খুঁজে পাচ্ছি না। এই লকডাইনের মধ্যে আমি তিনবার বের হয়েছি। কিন্তু পেঁপে টা পাইনি। এখম তুমি আরাম করে ঘুমাচ্ছো। ভোরে যদি তোমার ঘুম ভাঙ্গে তাহলে তোমাকে নিয়েই আর্জেন্টিনার খেলা দেখব। তোমার মা ফুটবল, ক্রিকেট কোনো খেলাই পছন্দ করে না। মনে হয় খেলা বুঝেও না। আজিব!

মন্তব্য ৭২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২১ রাত ১:৫৭

চোখেরপর্দা বলেছেন: ভাই আমিও জেগে থাকবো আমিও আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনার হিসেবে না সাধারণ ফুটবল প্রেমি হিসেবে চাই মেসি একটা কাপ নিক।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আপনার চাওয়া সফল হয়েছে।

২| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম সুপ্রিয় ব্লগার ।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
ভালোবাসা জানবেন।

৩| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:০৫

সোহানী বলেছেন: ওয়েলকাম ব্যাক............

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।
ধন্যবাদ জানাই জাদিদ ভাইকে।

৪| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:২৬

শায়মা বলেছেন: ইয়ে!!!!!!!!!!

ভাইয়া!!!!!!!!!!!

স্বাগতম স্বাগতম!!!!!!!!!!

অনেক অনেক খুশি হলাম তোমাকে দেখে!!!!!!!!!

এখন থেকে এমন সব লেখা দেবে ভাইয়া। :)

কন্যাকে ভালোবাসা!!!!!!

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এখন থেকে ভালো কিছু লিখতে চেষ্টা করবো।

৫| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সুস্বাগতম রাজীব নূর !

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৬| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ওয়েলকাম ব্যাক
মাই ডিয়ার খান !!

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: ্মুরুব্বী আসসালামু আলাইকুম।

৭| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




*** যারা আপনার বিরুদ্ধে ছিলেন এখন তারা কি আপনার পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকবেন নাকি আবারও আপনার পোস্টে মন্তব্য করে আপনাকে উত্যক্ত করার চেষ্টা সহ কাউন্টার পোস্ট চালু রাখবেন? এ বিষয়ে ব্লগে ট্রেন্ড চালু হয়েছে - বেশ ভালো ভাবেই ট্রেন্ড চালু হয়েছে।

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আপনার দাওয়াত পাওনা রইলো।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: তাঁরা ভালো লাগলে আমার পোষ্টে আসবেন। ভালো না লাগলে আসবেন না। আমার কোনো সমস্যা নাই।
কাউন্টার পোষ্ট বিষয়টা মন্দ না। এর ভালো দিক বেশি। এই ট্রেন্ড অব্যহত থাকুক।

এক আকাশ ভালোবাসা নিয়ে আপনার দাওয়াত গ্রহন করলাম। জেনেভা ক্যাম্পে আমি আর সুরভি প্রায়ই যেতাম। সেই এলাকায় আমরা প্রেম করতাম। অবশ্য বিয়ের পর আমাদের একসাথে আর যাওয়া হয় নাই। তবে আমি একা গিয়েছি বেশ কয়েকবার।

দাওয়াত কি আমার একার না বউ বাচ্চা সহ?

৮| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:৪৮

আমি নই বলেছেন: ওয়েলকাম ব্যাক।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৯| ১১ ই জুলাই, ২০২১ রাত ৩:৫০

কামাল১৮ বলেছেন: আমি ভাবছিলাম আপনি একমাস পর ফিরে আসবেন।অপেক্ষায় ছিলাম একমাস কবে শেষ হবে।
মেয়ের উপর কোন কিছু চাপিয়ে দিবেন না।ওর ভালো মন্দ ওঁকে বিচার করতে সাহায্য করবেন।চাপিয়ে দেয়ার ফল ভালো হয় না।ওরা আপনার থেকে হবে আরেকটু অগ্রসর।এটাই প্রকৃতির নিয়ম।
ব্যান ফেন কোন কঠিন বিষয় না, সাময়িক।স্বকিয়তা আসল বিষয়।গাজী সাহেবেরও কমেন্ট ব্যান থেকে মুক্ত হবার কথা।
খারাপ চিন্তা কখনো করবেন না।সব সময় ভালো চিন্তা করবেন,তাহলে ভালো থাকবেন।
জুস বানিয়ে খাওয়াবেন।বাজার থেকে কেনা জুস কখনো খাওয়াবেন না।বিশেষ করে ছোট বাচ্চাদের।ভালো থাকুন ব্লগিং করুন।।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: আমি আপনাকে মিস করেছি। চাঁদ গাজীকে মিস করেছি।
ব্লগে আপনারা নিরপেক্ষ। এবং জ্ঞানী মানুষ। গাজী সাহেবের ব্যান তুলে নেওয়া হোক সেটাই চাই। আমিও কিন্তু কমেন্ট ব্যানে আছি এখনও।

আপনি জীবন সম্পর্কে অভিজ্ঞ মানুষ। তাই আপনাকে অনুরোধ করেছিলাম, আপনি লিখুন। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন।

১০| ১১ ই জুলাই, ২০২১ ভোর ৪:৫৯

হাবিব বলেছেন: অভিনন্দন আপনাকে

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আপনাকে অনেক ধন্যবাদ। ভালোবাসা জানবেন।

১১| ১১ ই জুলাই, ২০২১ ভোর ৫:৫৯

ইসিয়াক বলেছেন: অভিনন্দন।!!!

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: হে হে ইসিয়াক----
আপনি কেমন আছেন? খুব লিখছেন গল্প কবিতা। আমি কিন্তু আপনার গল্প কবিতা পড়ে যাচ্ছি। কিন্তু কমেন্ট ব্যান থাকায় মন্তব্য করতে পারছি না।

১২| ১১ ই জুলাই, ২০২১ ভোর ৬:১২

নজসু বলেছেন:



শুভ সকাল প্রিয় ভাই আমার।
ফাইহা এবং পরী মায়ের জন্য অনেক আদর ও দোয়া।
প্রিয় দলের জন্য শুভকামনা।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: সুজন ভাই অনেক ধন্যবাদ আপনাকে।
দুই কন্যাকে নিয়ে যেন ভালো থাকতে পারি সেই দোয়া করবেন।

আর্জেন্টীনা জিতেছে। ইয়াহু------

১৩| ১১ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: ব্লগে পুনঃপ্রত্যাবর্তনে সুস্বাগতম!
ফাইহা তো দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল। ওদের দু'বোনের জন্য শুভকামনা...
করোনার পরিসংখ্যানগুলো এবং পরিস্থিতির বিবরণ একটা দুঃসময়ের সাক্ষী হয়ে রয়ে যাবে এ পোস্টে।
পোস্টে সপ্তম ভাললাগা। + +

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: ব্যানমুক্ত হয়ে আমি ব্লগে হাজির হয়েছি-
সকল দুষ্ট ব্লগারদের ক্ষমা করে দিয়েছি।

পরীকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। সে নিজেকে গুছিয়ে নিচ্ছে। সময় খাচ্ছে, পড়তে বসছে, ঘুমাচ্ছে। আমার ধারনা ফাইহা দুষ্ট হবে। সে এখনই আমার সাথে দুষ্টমি করে।

১৪| ১১ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার এই লেখা আপনার কন্যার জন্য একটি সম্পদ হয়ে রইলো।
ব্লগে স্বাগতম আপনাকে।
অপেক্ষায় ছিলাম আপনার ফেরার।
স্বাগতম।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: হ্যাঁ কন্যার জন্য এসব লিখে রাখছি। সে বড় হয়ে পড়বে। হয়তো তখন আমি থাকব না।
আপনার চন্দ্রপ্রীতি, আপনার ছবি মিস করেছি।

আপনাকে ভালোবাসি।

১৫| ১১ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৩

সামিয়া বলেছেন: মাশাল্লাহ মেয়ে বড় হচ্ছে।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ বড় হচ্ছে।
সে রাতে আমার দিকে মুখ করে ঘুমায়। মাশাল্লাহ কি সুন্দর করে যে ঘুমায়! বাম হাত বাম গালের উপর রেখে। তখন কি যে মায়া লাগে। চোখে পানি এসে পড়ে আমার।

১৬| ১১ ই জুলাই, ২০২১ সকাল ১১:০২

আমি সাজিদ বলেছেন: স্বাগতম।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বস।

১৭| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৩

শেরজা তপন বলেছেন: আমিতো ভেবেছিলাম ব্লগ থেকে অভিমানে চিরতরে নির্বাসনে গেছেন!

ফের আপনাকে পেয়ে ভাল লাগল- আবার জমবে মেলা :)

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: না নির্বাসনে যাই নি। ব্যানের জালে আটকা পরে গিয়েছিলাম।
আমি আছি। ব্লগে আছি। থাকবও।

১৮| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক দিন পরে আপনার লেখা পেলাম। আশা করি মাঝখানের সময়টা ভালোভাবে কাটিয়েছেন। আপনার মেয়েদের জন্য শুভেচ্ছা।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: মাঝখানের সময়টা ব্যস্ততার মধ্যে কেটেছে।
এখন নিয়মিত থাকবও সামুতে।

১৯| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: কন্যার জন্য শুভকামনা।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

২০| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৫

নতুন-আলো বলেছেন: শুভকামনা আপনার কন্যার জন্য। ভালো থাকবেন।

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তেলবাজ, দালাল আর দুই মুখা
সাপ যারা সামনেও কাটে পিছনেও
থেকে সাবধান।

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: আমি পিঠ না নোয়ালে কেউ আমার পিঠে চড়তে পারবে না।
তাই মুরুব্বী আমি নিশ্চিন্ত আছি। সবচেয়ে বড় কথা আমার ক্ষতি কেউ করতে পারবে না। কারন আমি কারো ক্ষতি করি নি জীবনে।

আপনি ভাল থাকুন। ভুলেও বাইরে যাবেন না। বাসায় থাকলেও দেড় ঘন্টা পর পর সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।

২২| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৫

জুন বলেছেন: আপনি ফিরে এসেছেন দেখে অনেক ভালো লাগলো রাজীব নুর। অনেক রাতে লেখাটি দিয়েছেন তাই চোখে পরে নি। আপনার দৈনিক রোজনামচা, বিভিন্ন উপন্যাস ও আপনার পরিবার নিয়ে লেখা খুব ভালো লাগে। বাচ্চাদুটোকে আমার আদর ও শুভকামনা জানাবেন। ঈদ শুভেচ্ছা সুরভি ভাবি আর আপনার জন্য।

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমাকে আনন্দ দিলো।
কাল সারারাত জেগে ছিলাম। খেলা দেখে, জয়ী হতে তারপর ঘুমাতে গিয়েছি।
অনেকদিন দূরে কোথাও বেড়াতে যাই নি। চারিদিকে করোনা। লকডাউন। খুব ইচ্ছা করছে পুরো পরিবার নিয়ে সমুদ্র আর পাহাড় থেকে ঘুরে আসি।

২৩| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫২

নতুন নকিব বলেছেন:



আপনার প্রত্যাবর্তন শুভ হোক।

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ইয়েস।
ধন্যবাদ জনাব।
ভালোবাসা জানবেন।

২৪| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৯

আমি রানা বলেছেন: কন্যাকে ভালোবাসা জানাবেন। আর আপনাকে দেখে ভালো লাগছে।

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। অনেক ধন্যবাদ।

২৫| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর্জেন্টিনা জিতেছে , সেই সাথে ওয়েল কামব্যাক অভিনন্দন !
......................................................................................
কণ্যা ভালো থাকুক সাথে লেখা লেখি চলুক
শুভ ব্লগিং ।

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

২৬| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৩

নীল আকাশ বলেছেন: মেয়ের নামের পুরো অর্থ কী?

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: আলোর রাজকন্যা। বেহেশের আলো।

২৭| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৯

কুশন বলেছেন: আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২৮| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






ওয়েলকাম
ব্যাক।
শুভ
গৃহ
প্রত্যাবর্তন

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৯| ১১ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৫

অক্পটে বলেছেন: আপনার প্রত্যাবর্তন শুভ হোক। লেখাটি পড়লাম। মন ছুঁয়ে গেল। আপনার কন্যা ও আপনি সুস্থ্য থাকুন এই কামনা করছি।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৩০| ১২ ই জুলাই, ২০২১ রাত ৩:১৪

কাওসার চৌধুরী বলেছেন:




ওয়েলকাম, বেক।
মেয়েদের জন্য, মেয়েদের মায়ের জন্য এবং তাদের প্রিয় বাবার জন্য শুভ কামনা রইলো।

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৩১| ১২ ই জুলাই, ২০২১ সকাল ৭:০১

কবিতা ক্থ্য বলেছেন: বেঁচে থাকাটা ই অনেক বড় প্রাপ্তি।
ভালো আছেন তো?

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: আমি ভালো নাই।

৩২| ১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩০

সাসুম বলেছেন: আপনার কন্যার জন্য ভালোবাসা রইল। মানুষের মত সু-মানুষ হোক। সুশিক্ষিত হোক। সুনাগরিক হোক।

১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩৩| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৯

অশুভ বলেছেন: আপনার প্রত্যাবর্তনে শুভেচ্ছা। আমার বেশ কিছু মন্তব্য আপনার বিরুদ্ধে গেলেও, ব্যক্তিগতভাবে আমি আপনাকে অপছন্দ করি ব্যাপারটা তেমন না। শুধু কিছু বিষয়ে আপনার সাথে দ্বিমত আছে। সবাই সব বিষয়ে একমত হবে না, এটাই স্বাভাবিক। যেমন এই লেখাতেও একটা বিষয়ে দ্বিমত রয়েছে। সবাই সাহিত্য বিশারদ হবে বা সব বিষয়ে জ্ঞান থাকবে এটা আশা করাটা বোকামী।

আপনি লিখেছেন "প্রিয় কবি জীবনানন্দের 'অদ্ভুত আঁধার এক' কবিতাটা ব্লগে পোষ্ট করলাম। এখন কেন আমার লিখে দিতে হবে- কবিতাটা আমার না? কবিতাটা জীবনানন্দের। কবিতাটা পড়ে যারা জানবে না, বুঝবে না এই বিখ্যাত কবিতা জীবন বাবুর এটা তাদের ব্যর্থতা। নিজের ব্যর্থতা ঢাকতে কাউকে খালি দেওয়া কাপুরুষতা।"
---ব্লগের প্রথম পেইজটা একটু ভাল করে খেয়াল করবেন। পোস্টের নিচে "লিখেছেন অমুক, তারিখ ও সময়" উল্লেখ করা থাকে। যে কখনো 'অদ্ভুত আঁধার এক' কবিতাটি পড়ে নি, সে স্বাভাবিকভাবেই মনে করবে এটা আপনার লেখা কবিতা। এজন্যই প্রিয় কবি-সাহিত্যিকের লেখা পোস্ট করলে তার নামটা লিখে দিলে ক্ষতি কী?

ভাল থাকবেন। হ্যাপি ব্লগিং।

১৩ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আপনি সঠিক কথা বলেছেন।
আমি আপনার যুক্তি মেনে নিলাম। এরপর আমি অবশ্যই তথ্যসুত্র দিয়ে দিব। আমার ভুল হতে পারে। আমাকে ভুল শুধরানোর সময় দিবেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩৪| ১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৩

অশুভ বলেছেন: আমার মন্তব্যের প্রতিত্তুরে যা বলেছেন তা সত্যিকার অর্থেই প্রমাণ করে আপনি একজন ভাল মানুষ। হয়ত আপনাকে বুঝতে একটু ভুল হয়েছিল। আপনার জন্য অনেক শুভকামনা।

১৩ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি সুন্দর করে মুল বিষয়টা বুঝিয়ে বলেছেন। তাতে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। একজন কেউ যদি এইভাবে আমাকে আগে বুঝিয়ে বলতো তাহলে জল এত দূর গড়াতো না।

৩৫| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১:৩৭

মেহবুবা বলেছেন: এত্ত বল একতা কেক তেবিলে পা ছলিয়ে বসে ফাইহা খেয়ে পেলেচে

২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: খেয়েছি আমরা। ফাইহা খায়নি।

৩৬| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১:৩৮

মেহবুবা বলেছেন: শুভকামনা ফাইহা এবং পরীর জন্য, সুরভীর জন্য ।

২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: আমার জন্য শুভ কামনা নাই কেন/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.