নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৮৩

২২ শে জুলাই, ২০২১ দুপুর ২:০১

ছবিঃ সতের বছর আগের তোলা।

অনেকদিন পর আজ ব্লগে এলাম।
এতদিন খুবই বেকায়দায় ছিলাম। এখন পরিস্থিতি কিছুটা ভালো। ঈদের পাঁচ দিন আগে হঠাত সুরভির ডেংগু হলো। প্রচন্ড জ্বর, সেই সাথে প্রচন্ড মাথা ব্যথা। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার চারটা টেস্ট দিলেন। টেস্ট করালাম। তাতে দেখা গেলো ডেঙ্গু। প্লাটিলেট কমে গেছে। হাসপাতালে ভর্তি করাতে হবে এমন অবস্থা। এদিকে ফাইহা খুবই ছোট। তার খাওয়া-দাওয়া, গোছল আর ঘুম সব এলোমেলো হয়ে গেলো। সুরভিকে হাসপাতালে ভরতি করাবো। কোনো হাসপাতালেই সিট খালি নেই। বেশির ভাগ হাসপাতালেই করোনা রোগী দিয়ে ভরা। যাই হোক, কয়েকদিন বেশ যন্ত্রনার পর এখন সুরভি ভালো আছে। তবে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম।

সুরভি এখন আছে তার বাবার বাড়ি।
অনেক বছর সে তার বাবার সাথে ঈদ করে নাই। আমি আছি আমার বাসায়। প্রতিদিনই বেশ কয়েকবার সুরভির সাথে কথা বলছি। ফাইহার সাথে কথা বলছি। পরিবারের কেউ অসুস্থ থাকলে আমার কিছুই ভালো লাগে না। আমার হাত পা কেমন অবশ হয়ে আসে। তাছাড়া সামনে ছিলো ঈদ। যাই হোক, আজ ঈদের দ্বিতীয় দিন। কোরবানীর ঈদটা আমার ভালো লাগে না। রাস্তাঘাট খুব নোংরা হয়ে থাকে। চারিপাশেই বাজে গন্ধ! আমার দম বন্ধ হয়ে আসে। অথচ সিটি করপোরেশন প্রতি বছরই বলে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারন করা হবে। এবছরও বলেছে। এই দেশে কারো উপর আস্থা রাখা মানে বোকামি করা। এই দেশের মানুষ গুলো দিন দিন নর্দমার কীট হয়ে যাচ্ছে।

ঢাকা শহরের নানান জায়গায় হাট বসেছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু ঢাকা এসেছে। প্রতিটা গরুর সীমাহীণ কষ্ট হয়েছে। যন্ত্রনা হয়েছে। গরুর চোখে মরিচ ঢলে দেওয়া হয়। যন্ত্রনায় গরু লাগায়। তাতে ক্রেতা মনে করে গরু সুস্থ সবল আছে। বড় বড় ট্রাক থেকে গরু উঠাতে এবং নামতে গরুর উপর অতি মাত্রায় অত্যাচার করা হয়। গরুর কেনার পর গরুকে মারতে মারতে বাসায় নিয়ে আসা হয়। অবলা পশুকে এত কষ্ট, এত যন্ত্রনা দেওয়ার নামই কি কোরবানী? মানুষ এত অমানবিক কেন? বড় নৌকায় করে গরু আনতে গিয়ে গরু পানিতে পড়ে গেছে। ট্রাক থেকে নামতে গিয়ে গরু পায়ে ব্যথা পেয়েছে। পিকআপ ভ্যানের ভাড়া বাঁচাতে গিয়ে গরুকে গাবতলী হাট থেকে হাটিয়ে বাসা পর্যন্ত নেওয়া হয়। আসল কোরবানী কারো হয় না। এগুলো হলো কোরবানী নাম দিয়ে জাস্ট ফাজলামো করা।

সরকার লকডাউন তুলে নিয়েছে ঈদ উপলক্ষ্যে।
এখন ঢাকা শহরের গজব অবস্থা। কেউ কোনো স্বাস্থ্যবিধি মানছে না। একটা বিষয় আমাকে প্রচন্ড অবাক করে আমাদের দেশের মানুষের মধ্যে করোনা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। গরুর হাট, শপিংমল এবং বাজারে হাজার হাজার মানুষ। মানুষ কেনাকাটা করায় ব্যস্ত। এত এত মানুষ যে রাস্তায় ভয়াবহ জ্যাম এবং ফুটপাত দিয়ে পর্যন্ত হাঁটা যায় না। এত ভিড় দেখে আমি অবাক! আমার দম বন্ধ হয়ে আসছিলো। এদিকে গতকাল ঈদের দিন বিকেল থেকে রাত পর্যন্ত চলেছে মাংস বেচাকেনা। সারাদিন বাড়ি বাড়ি থেকে মাংস সংগ্রহ করে বড় রাস্তার মোড়ে জমানো মাংস বিক্রি করছে ৪/৫ শ' টাকা কেজিতে। সেই মাংস কেনার ক্রেতার অভাব নাই।

আপনাদের সকলে জানাই ঈদ মোবারক।
আমার ঈদ ভালো কাটেনি। সুরভি অসুস্থ। তারউপর সুরভির টেস্ট এর কাগজ পত্র আর আমার ক্রেডিট কার্ড, এটিএম কার্ড সব হারিয়ে ফেলেছি। নগদ সাত হাজার টাকাও হারিয়েছি। আমি সাধারণট কিছু হারাই না। খুব হিসাব করে আমি চলাচল করি। গুছিয়ে কাজ করতে চেষ্টা করি। কিন্তু সেদিন সুরভিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সব এলোমেলো হয়ে গেলো। সব হারিয়ে ফেললাম। সুরভি অসুস্থ হয়ে যাওয়ার কারনে ছোট মেয়েটার খুব কষ্ট হলো। অযন্ত হলো। আমাদের কোরবানি দেওয়া হয়েছে। গরুর দাম পরেছে ৯০ হাজার টাকা। তবে গরু আমি দেখি নাই। এমন কি মাংস কাটাকাটির সময়ও আমি ছিলাম না। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা থেকে খুব সাবধান থাকুন। জয় বাংলা।

কমেন্ট ব্যানে আছি। কাউকে মন্তব্য করতে পারছি না।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এত দিন কই ছেলেন?

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: বাসাতেই ছিলাম।

২| ২২ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৯

মেহবুবা বলেছেন: পরিবারের কারো অসুস্থতা সব এলোমেলো করে দেয়। এখন যে সুরভি ভাল আছে আগের চেয়ে শুকরিয়া ।

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ২২ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৭

মাসউদুর রহমান রাজন বলেছেন: সুরভি পুরাপুরি সুস্থ হয়ে উঠুক।

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৬

শেরজা তপন বলেছেন: আপনাকেও ঈদ মোবারক- সাবধানে থাকবেন।

* কতৃপক্ষ আশাকরি শীঘ্রই আপনেকে ফের কমেন্ট করার সুযোগ দিবেন।

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: আজ সকালে আমি কমেন্ট ব্যান মুক্ত হয়েছি।

৫| ২২ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৬

আনোয়ার রেজা বলেছেন: ভালো লিখেচেন

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: সুকরিয়া।

৬| ২২ শে জুলাই, ২০২১ রাত ১০:৩১

কামাল১৮ বলেছেন: আমি এমন কিছু একটা ভাবছিলাম,লগ ইন করতে পারতেন তাহলে চিন্তা একটু কম হতো।

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: আমার কাছে আপনার মোবাইল নম্বর থাকলে আপনাকে আগেই ফোন করে জানিয়ে দিতাম।

৭| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার মনে হয় আপনি আর আগের মতো
ব্লগে জুইত পাইতেছেন না !!
এতে কিন্তু আপনার বাম দল
বেজায় খুশী !! ওদেরকে
নিস্তেজ করতে আপনি
আবার জ্বলে উঠুন
স্বমহিমায় !!

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ব্লগ আমি ছাড়ি নি।
পারিবারিক সমস্যায় ব্লগে আসতে পারছি না।
দুষ্ট লোকদের আমি ছাড়বো না।

৮| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১:০৯

সাহাদাত উদরাজী বলেছেন: আশা করি আগামী দিন গুলো আনন্দে যাবে।

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

৯| ২৩ শে জুলাই, ২০২১ রাত ৩:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাবির দ্রুত সুস্থতা পান এটাই প্রার্থনা

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ২৩ শে জুলাই, ২০২১ সকাল ১০:২০

আমি রানা বলেছেন: সবাই তারাতারি সুস্থ হয়ে উঠুন।

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: সবাই সুস্থই আছে। শুধু সুরভি অসুস্থ।

১১| ২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: দোয়া রইলো সকলের জন্য।

২৩ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.