নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
সব ভাগ্য নিয়ন্ত্রিত। বৃত্ত দিয়ে ঘেরা।
এর বাইরে কেউ যেতে পারবে না।
আমিও না, তুমিও না।
মানুষ মানুষের সাথে নিষ্ঠুর খেলা খেলে আনন্দ পায়।
রোমান আমলে স্টেডিয়ামের মধ্যে ক্ষুধার্ত সিংহের সামনে ক্রীতদাসদের ছেড়ে দেওয়া হতো, হাতে একটা অস্ত্র দিয়ে। সিংহের সাথে কোনো মানুষ পারে? সিংহ সেই লোকটাকে মেরে কামড়ে-কামড়ে খেত আর স্টেডিয়াম ভরতি হাজার হাজার মানুষ তাই দেখে আনন্দ পেত। তারপর কত বছর কেটে গেছে, মানুষ অনেক সভ্য হয়েছে, তবু অনেক মানুষের মধ্যে সেরকম নিষ্ঠুরতা রয়ে গেছে।
আমরা একটি সুন্দর বাসযোগ্য সমাজ চাই, যেখানে কোনো মানুষকে আর নির্যাতিত হতে হবে না, আর সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সবাইকে ন্যায় নীতির ভিত্তিতে এক সঙ্গে কাজ করে যেতে হবে, সব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কর্ম বা আচরণের ন্যায় অন্যায় বা দোষগুণ বিচারের জন্য আইনগত বা ঘোষিত কোন সার্বজনীন মানদণ্ড নেই সেই ব্যাপারে যে কোন ব্যক্তিগত মত বা অনুভূতি নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে না।
গতকাল রাতের স্বপ্ন-
এমন এক জায়গায় চলে গিয়েছি যেখানে কোন গাছ নেই। হঠাৎ করে আমার শ্বাস নিতে কষ্ট হল, মনে হল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে।খুব কষ্ট হচ্ছে আমার।
তখন দূর থেকে কে যেন বলল, গাছ না থাকলে তো কষ্ট হবেই!
আমি বললাম, গাছ না থাকলে কষ্ট কেন হবে?
গাছ না থাকলে অক্সিজেন আসবে কোথা থেকে? রোদের মধ্যে ছায়া পাওয়া যাবে কোথায়? সমুদ্রের পানি উপচে পৃথিবী ভেসে যাবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটা সুন্দর করে সাজাবার জন্য- সবুজ একটা পৃথিবী গড়ে তুলতে হবে আমাদের'ই। বোকা মানুষ শুধু টাকা-টাকা করে। আরে... গাছ না থাকলে, পৃথিবী থাকবে না, তখন টাকা দিয়ে কি করবি? আগে তো পৃথিবীটাকে বাঁচাতে হবে।
গাছ কেটো না, গাছ মেরো না, গাছ আমাদের ভাই।
মন দিয়ে আজ শোনো সবাই- বলতে শুধু চাই- গাছের মতো এমন ভালো বন্ধু নাই।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের গাছ লাগাতে হবে।
২| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৬
তেলাপোকা রোমেন বলেছেন: অক্সিজেন ছাড়া কিরকম কষ্ট সেটা জীবনে টের পাইলাম গত মাসে। একটা গুহায় অভিযানে গিয়েছিলাম। আমরা ১১ জন গুহাতে ঢোকার পর সবাই অনুভব করতে লাগলো দম নিতে কষ্ট হইতেসে।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: আপনি কি বান্দরবান- খাগড়াছড়ি গিয়েছিলেন। সেই গুহায় ?
৩| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
কার জমিতে আপনি গাছ লাগাবেন? সরকারের হাতে জমি থাকতে হবে! স্বাধীনতার সময়, সরকারের কাছে, সমতলে ১২ লাখ একর জমি ছিলো, এখন ১ লাখ আছে কিনা সন্দেহ।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: দখল হয়ে যাওয়া জমি সরকার উদ্দার করবে। তারপর গাছ লাগাবো।
৪| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ যদি প্রয়োজনে একটি গাছ কাটে
তবে সে যেন তিনটি গাছ লাগায় আমাদের
ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: আপনার হাতে গাছ লাগানোর সংখ্যা কত?
৫| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইসাহেব।
৬| ২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:৪৩
জুন বলেছেন: প্লেনের ছবিটি কি দিয়াবাড়ি থেকে তুলেছেন ?? খুব সুন্দর
কোন পোস্টে পড়লাম সুরভী ভাবী অসুস্থ , উনি কি সুস্থ হয়েছেন ?
+
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ দিয়াবাড়ি থেকে।
সুরভি এখন সুস্থ। সে তার বাবার বাড়ি আছে। লকডাউন শেষ হলে নিয়ে আসবো।
৭| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:২৩
কামাল১৮ বলেছেন: আমি যদি ভিকটিমের যায়গায় আমাকে স্থাপন করে উপলব্ধি করি আমার উপর এমন হলে আমার কেমন লাগতো,এ ভাবে আমরা একটা মানদন্ডে উপনিত হতে পারি কাজটা ঠিক কি বেঠিক।
আমাদের প্রয়োজনেই আমাদের গাছ লাগাতে হবে।এর কোন বিকল্প নাই।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের সরকার এবং জনগন গাছ লাগানোর ব্যাপারে একেবারে উদাসহীন।
৮| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষ সব যুগেই নিষ্ঠুর ছিল, এখনও নিষ্ঠুর।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: অতীতে মানুষের মধ্যে মায়া দয়া ছিলো। এখন তা একদম নেই।
৯| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি ফটোগ্রাফার নই। আমার ছবিতোলার মূল হচ্ছে “সাবজেক্ট এন্ড স্পিড” আমার ধারণা ছবির বিষয়ে সাবজেক্ট এন্ড স্পিড নিয়ে আপনার কিছুই জানা নেই। জানা থাকার কথাও না। তাতে আপনার ছবি তোলার কোনো সমস্যাও হবার কথা না।
আপনার আজকের উড়োজাহাজের ছবিটি ভালো হয়নি মার্ক দিচ্ছি ১০/৩ ।। বিচারক মন্ডলির কাছে মার্কটি যাচাই করে নিতে পারেন।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: হা হা হা----
ভালো থাকুন।
১০| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩৯
শেরজা তপন বলেছেন: ভাল উপলব্ধি!
আপনার ভাবনার সাথে সপ্নের কনটেন্ট মিলে গেছে
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: গ্রেট।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৬
শোভন শামস বলেছেন: আমাদেরকে গাছ লাগাতে হবে আমাদের জন্যই