নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার
আর কিছু দিন পর তোমার সাত মাস শেষ হয়ে যাবে। আজ ঈদুল আযহা'র তৃতীয় দিন। ঈদের আগের দিন তুমি তোমার নানা বাড়িতে গেলে। এখনও নানা বাড়িতে আছো। তোমার জীবনের প্রথম ইদুল আযহা পালন করলে তোমার নানা বাড়িতে। তোমার নানা বাড়ি মিরপুর। গত কয়েকদিন তোমাকে কোলে নিতে পারি নাই। কিন্তু প্রতিদিন ৮/১০ বার করে ভিডিও কলে তোমার সাথে কথা হচ্ছে। তুমি আমাকে দেখে হাসো। এদিকে দেশে চলছে কঠিন লকডাউন। ইচ্ছা করলেও এখন তোমাকে আনতে যেতে পারবো না। লকডাউন শেষ হবে ১৪ দিন পর। আমার ইচ্ছা আছে কোনো একটা বুদ্ধি করে তোমাকে নিয়ে আসবো। আবার মনে হচ্ছে অনেকদিন পর নানা বাড়ি গেলে, কিছু দিন বেড়াও। সমস্যা হলো বাসায় আমি একা। একা ভালো লাগে না।
প্রিয় ফারাজা তাবাসসুম
বাসায় আমি একা। একা থাকতে আমার ভালো লাগে না। সারারাত ঘুম আসে না। আমি বিছানায় এপাশ ওপাশ করি। বই পড়ি। নতুন বই নেই। পুরান, পড়া বইই আবার পড়ি। মাঝ রাতে উঠে চকলেট বিস্কুট খাই। তোমার মা ডেঙ্গু বাঁধিয়েছে। তাছাড়া সে অনেক বছর ধরে তার বাপের বাড়িতে ঈদ করে না। তাই সে তোমাকে নিয়ে গিয়েছে। কিন্তু আমার কষ্ট হচ্ছে। দেখো কেমন ভাগ্য- একই শহরে আছি। অথচ দেখা করতে পারছি না। প্রধানমন্ত্রী কি আমার কষ্টটা অনুভব করতে পারবেন? মাননীয় প্রধানমন্ত্রী লকডাউন না দিয়ে তাড়াতাড়ি টিকার ব্যবস্থা করুন। আমি আমার কন্যাকে দেখতে যেতে পারছি না। অন্যথায় আমি আপনার লকডাউন অমান্য করে বাইরে বের হতে বাধ্য হবো। লোকজন স্ত্রী কন্যা পুত্র রেখে কি করে বছরের পর বছর বিদেশ থাকে!
প্রিয় কন্যা আমার
আজ সাত দিন হয়ে গেলো তোমাকে কোলে নিই নি। লকডাউন শেষ হবে ৫ তারিখ। আড় ৮/৯ দিন বাকী। গতকাল রাতে ভিডিও কলে তোমাকে দেখলাম। আমার মনে হচ্ছে তুমি অনেকখানি শুকিয়ে গেছো। এবং তোমার গায়ের রঙ অনেকখানি কালো হয়ে গেছে। যদিও তোমার মা তা মানতে নারাজ। বলছে, তোমার এখন ওজন আট কেজি। যাই হোক, আমার চোখ ভুল হতে পারে না। ফারজা, তুমি আছো তোমার নানা বাড়ীতে আর আমি এদিকে আছি নানান চিন্তায়। তোমার নানা বাড়িতে অনেক মশা থাকার কথা। যেহেতু ছাদে অনেক গাছপালা আছে। ছাদে তোমার নানা দুনিয়ার গাছটাস লাগিয়েছেন। এখন চারিদিকে করোনার পাশাপাশি ডেঙ্গু। ডেঙ্গু খুবই খারাপ অসুখ। এখন ঢাকা শহরের হাসপাতাল ভরতি করোনা আর ডেঙ্গু রোগী। আমাদের বাসার কাজে যে মেয়েটা সহযোগিতা করে তার নাম মাসুমা। মাসুমার ছোট মেয়ের ডেঙ্গু হয়েছে। হাসপাতালে ভরতি করতে হয়েছে।
ফারাজা তাবাসসুম খান
স্বচ্ছ পবিত্র ভালোবাসা এই সমাজে খুঁজে পাওয়া যায় না। একজন মানুষের প্রতি আরেকজন মানুষের ভালোবাসা থাকলে, পৃথিবীর অর্ধেক সমস্যা নাই হয়ে যেত। কিন্তু এযুগের মানুষ হয়ে গেছে নিষ্ঠুর। একজনের দুঃখ কষ্ট দেখে আরেকজন আনন্দ পায়। প্রিয় কন্যা দুনিয়াটা অনেক সুন্দর। কিন্তু এই দুনিয়াতে সহজ সরল জীবন যাপন করা সম্ভব না। চারিদিকে ওৎ আছে দুষ্ট লোকজন। কেউ কারো ভালো দেখতে পারে না। কেউ তরতর করে সামনে এগিয়ে গেলে তাকে সহযোগিতা না করে বরং তাকে বাঁধা দিতে চেষ্টা করে। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে সব কিছু থেকে আগলে রাখবো। কিন্তু আমি মরে গেলে তোমাকে কে দেখবে? পৃথিবীতে এনে কি তোমাকে ভুল করলাম?
প্রিয় কন্যা ফাইহা
এই মাত্রই তোমার মা ফোন দিলো। লেখা বন্ধ করে তোমার মায়ের সাথে কথা বললাম। তোমাকে দেখলাম। তুমি এখনও হামাগুড়ি দাও না। শোয়া থেকে একা উঠে বসতে পারো না। অথচ আর চার দিন পর তোমার সাত মাস শেষ হয়ে যাবে। একটা বাচ্চা কতদিনে হামাগুড়ি দেওয়া শিখে? কত দিনে দাঁত উঠে? কত দিনে হাঁটা শিখে? কিছুই তো সঠিক জানি না। সুরভি বলল, তোমার নানা তোমার জন্য সবজি আর ফলটল কিনে এনেছেন। একটা দেশী মাছও নাকি এনেছেন। তোমার খিচুরির সাথে একদিন দেশী মূরগী, একদিন দেশী মাছ দেওয়া হয়। ছোট একটা শিশু একটু একটু করে বড় হয়। অনেক দিকদারি। অনেক যত্ন লাগে। অনেক খেয়াল ররাখতে হয়। একটা শিশুকে দুনিয়ায়তে এনে বড় কথা, শিক্ষা দেওয়া, মানুষ করে গড়ে তোলা চারটেখানি কথা নয়।
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: বহু লোক দেশে আসছে, যাচ্ছে।
আপনি কোনো সিস্টেমে চলে আসেন। সন্তানকে বুকে জড়িয়ে নিন। সবচেয়ে ভালো হয় পরিবারকে নিজের কাছ নিয়ে যান। এই দেশের মানুষ গুলো ভালো না।
২| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪৯
ইসিয়াক বলেছেন: আপনার সন্তানদের জন্য শুভকামনা রইল।
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: ওখেই।
৩| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০১
ইসিয়াক বলেছেন: করোনার প্রকোপ কমে আসলে আমি বেশকিছু বই কিনতে ঢাকায় আসবো। তখন দেখা হবে। এবার আর ভুল হবে না।সিওর।
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: হ্যা করোনার প্রকোপ কমুক।
৪| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: একই শহরে আছি। অথচ দেখা করতে পারছি না। প্রধানমন্ত্রী কি আমার কষ্টটা অনুভব করতে পারবেন?
মনে হয় এই সব নিয়ে মাথা ঘামানোর সময় নাই।
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: এই বিষয়েও সরকারের ভাবা উচিত।
৫| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৪
জুন বলেছেন: ফাইহা তো মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে আর একদিন বড় হয়ে সে আপনার লেখা পরে কি খুশিই না হবে ।
অনেক অনেক শুভকামনা রইলো বাবুটার জন্য ।
+
আমিও আপনার মত অনেক দিন আগে আমার ছেলেকে নিয়ে স্মৃতিচারন করেছিলাম পড়তে পারেন, খারাপ লাগবে না মনে হয়
এক মা এর স্মৃতিচারণ
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: হ্যা আপনার লেখা পড়ব। এখন তো আমি মোবাইলে। ল্যাপটপে বসলে আগ্রহ নিয়ে পড়ব।
৬| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
লকডাউন কি কাজ করছে?
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: হ্যা কাজ করছে।
তবে গলির ভিতরে কোনো লকডাউন নেই। দোকান পাট সবই খোলা। মাঝে মাঝে দুই একবার পুলিশ এলে সার্টার নামিয়ে ফেলা হয়। আমি প্রতিদিন বিকেলে বের হই। চা খাই। কিছুক্ষন হাটি।
৭| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
ইসিয়াক বলেন, বেতন পান না; ঢাকায় আসবেন বই কিনতে? কলিকাতার কাছে লোক নাকি?
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: ইসিয়াক ভাই আসলে ঢাকার মানুষ। উনি কেন যশোর আছেন, সেটাই বুঝি না।
বেতন না পেলেও তার সমস্যা নাই। এই কয়েকমাসে আগে তাদের বাসায় ডাকাতি হয়েছিল। এরপ একবার আগুন লেগেছিল। সব মিলিয়ে ভালোই আছেন।
৮| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলোকিত মানুষ হোক এই আর্শিবাদ
আপনার মেয়ের জন্য।
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: আলোকিত মানুষ!!
ভালো বলেছেন। আমার যা যা দরকার আমি করবো।
৯| ২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার উভয় কন্যার জন্য শুভ কামনা। আপনার জন্য বেহেশতে যাওয়া সহজ। অবশ্য আপনি মনে হয় ওখানে যেতে আগ্রহী না।
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: বেহেশত নিয়ে দোজক নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই।
১০| ২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪১
মোহামমদ কামরুজজামান বলেছেন: দেখতে দেখতে আপনার ছোট কন্যাও বড় হয়ে যাচছে রাজিব ভাই। আর বড় মেয়ে পরি ত আছেই।
আপনার কন্যাদের জন্য রইলো শুভ কামনা এবং ভাল মানুষ হিসাবে গড়ে উঠার প্রার্থনা।মহান আল্লাহপাক উভয়কে মানবিক গুণে ও ভাল মানুষ হিসাবে কবুল করুন।
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: মেয়েকে আমি ভালো পথ, মন্দ পথ দেখিয়ে দিব। মেয়ে যে পথে যেতে চায়, যাক।
১১| ২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৮
কামাল১৮ বলেছেন: আমার এক মেয়ে ঢাকায় থাকে,আমিও বুঝি মেয়েরা দুরে থাকলে বাবার মন কেমন লাগে।একাধিকবার আমেরিকা কানাডা আসছে কিন্তু থাকতে চায় না।চাকরি এবং শশুর বাড়ীর কথা চিন্তা করে।
মেয়ে ছোট মেয়ের মা অসুস্থ দেখা শুনা করে কে?
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: সেদিন চাঁদগাজী বলেছিলেন, মেয়েরা হচ্ছে ধরনী। খুবই সুন্দর কথা। দামী কথা।
১২| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১২:২১
আমারে স্যার ডাকবা বলেছেন: কন্যার জন্য আদর ও ভালোবাসা।
দূরত্বে ভালোবাসা টের পাওয়া যায়। যেমনটা আপনি পেলেন। কয়েকটা দিনই তো, অপেক্ষা করেন
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অপেক্ষা করছি।
১৩| ২৮ শে জুলাই, ২০২১ রাত ৩:৫৫
কুশন বলেছেন: মাশাল্লাহ আপনার বেবি অনেক কিউট।
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার উভয় কন্যার জন্য শুভকামনা রইল
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: সুকরিয়া।
ভালোবাসা জানবেন।
১৫| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৬
গফুর ভাই বলেছেন: কন্যার জন্য শুভ কামনা
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ গফুর ভাই।
১৬| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৭
গফুর ভাই বলেছেন: আপনি নতুন ব্লগার সামহোয়্যার ইন ব্লগে… আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৩দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। আমি ব্লগের নিয়ম মেনে চলেছি এবং সাধ্যমত ভালো লিখা পোস্ট করেছি। ৭ দিনের পরিবর্তে ২৭০ দিন অতিবাহিত হলেও আমি প্রথম পাতায় লিখা তো দুরের কথা হয়ে গেল । কেউ কি বলবেন, আমি কবে সম্পূর্ণরূপে ব্লগ সদস্য হবো …….?
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: আপনি আপনার লেখা অব্যহত রাখুন।
প্রচুর ভালো এবং সুন্দর গঠন মুলক মন্তব্য করুন। ব্লগ টিম আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ অবশ্যই দিবেন।
১৭| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার মেয়ের জন্য শুভকামনা নিরন্তর।
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:০০
খায়রুল আহসান বলেছেন: কন্যার প্রতি পিতার এ ভালবাসা চির অম্লান থাক, দিনে দিনে বৃদ্ধি পাক! একদিন বড় হয়ে কন্যা এসব পোস্ট পড়ে অভিভূত হবে, পিতার প্রতি তার শ্রদ্ধা ও ভালবাসা অনেক বেড়ে যাবে।
০১ লা আগস্ট, ২০২১ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: কবে কখন মরে যাই। তাই এসব লেখায় কন্যার জন্য দিক নির্দেশনা রেখে যেতে চাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৩
সাসুম বলেছেন: আপনার মেয়ে মানুষ হোক- এই কামনা রইল।
আমি আগে সন্তানের প্রতি মানুষের টান ইভেন আমার বাবা মার আমার প্রতি টান ও বুঝতাম না।
সন্তান জন্ম নেয়ার পর, তাকে সময় দিতে পারছিলাম না তাই রাগ করে দেশের জব ছেড়ে দিলাম। পরে তো আর জব পাইনা, এর পর দেশের বাইরে একটা জবে জয়েন করলাম, সন্তানের বয়স ৬ মাস এর সময় রেখে চলে এলাম। এসেই আটকে গেলাম কোভিডে। এখন ৩ বছর হতে চল্লো বাচ্চাটা! ইশ কি যে কস্ট!
সন্তান কে একবার ছুয়ে দেখার আকুতির সাথে দুনিয়ার কোন কিছুর তুলনা হয় না। এখন বুঝি- বাবা মার কেমন লাগে!
আপনার সন্তানের জন্য ভালোবাসা।