নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমি খুবই অলস হয়ে গেছি।
গ্রামের ভাষায় যাকে বলে আইলসা। গতকাল সকালে টেবিলে বসেছি নাস্তা করবো। কিন্তু পাউরুটিতে মাখন মাখতে ইচ্ছা করছে না। অতি সামান্য কাজ। বাটি থেকে চামচে মাখন নিবো, রুটিতে লাগাবো। সামান্য কিছু চিনি ছিটিয়ে দিবো। খেয়ে নিবো। অথচ এই সামান্য কাজ টুকু করতে ইচ্ছা করছে না। রুটি মাখন সামনে নিয়ে বসে আছি। মনে মনে ভাবছি হায় কেউ যদি রুটিতে একটু মাখন লাগিয়ে দিতো। এই ভাবতে ভাবতে আধা ঘন্টা চলে গেছে। শেষে এক কাপ চা খেয়ে উঠে গেছি। অথচ এই আমি তিন বছর আগেও সামান্য কারনে মেজাজ খারাপ হলে পায়ে হেঁটে এয়ারপোর্ট চলে যেতাম।
দুদিন আগের কথা-
সারারাত বৃষ্টি হলো। ভোরের দিকে বেশ ঠান্ডা পড়লো। রীতিমতো শীতে আমি কাঁপছি। উঠে যে ফ্যানটা কমিয়ে দিবো সেটা ইচ্ছা করছে না। শীতে কুকড়ে মুকড়ে আছি। এদিকে আমার গালি গায়ে ঘুমানোর অভ্যাস। তারপর আমার একটা ছোট্র টেবিল ফ্যান আছে। ঘুমানোর সময় মাথার কাছে রেখে ছেড়ে দেই। অস্থির বাতাস। ঘুমের মধ্যেই শীতে কাপতে কাঁপতে কুন্ডলী পাকিয়ে আছি তবু উঠে গিয়ে ফ্যান বন্ধ করতে ইচ্ছা করছে না। শেষে চেষ্টা করলাম মাথার বালিশ দিয়ে পিঠ ঢেকে দিতে। না তাতেও কাজ হয়নি। ঠান্ডায় কষ্ট করতে হয়েছে। এতো আইলসা আমি হলাম কি করে? আমি তো এরকম ছিলাম না।
অনেক দিন ধরে দেয়াল ঘড়িটা বন্ধ হয়ে আছে।
প্রতিদিন ভাবি আজ একটা পেন্সিল ব্যাটারি কিনব। কিন্তু কেনা হয় না। অথচ প্রতিদিন আমি বাইরে যাচ্ছি। নানান জিনিসপত্র কিনছি। বাসায় এসে সময় দেখার জন্য ঘড়ির দিকে তাকাই তখন মনে হয়- আহ আজও ব্যাটারিটা কেনা হলো না। এমন কি আমি রোজ যে দোকানে চা খাই। তার পাশের দোকানটাতে পেন্সিল ব্যাটারি সাজিয়ে রাখা। চা খাওয়ার সময় বেশ কয়েকবার সেই পেন্সিল ব্যাটারির দিকে চোখ যায়। সুরভি তার বাবার বাড়ি থেকে এসে বলল, তুমি এত ব্যস্ত একটা ব্যাটারি কিনে এনে লাগানোর সময় পাও নি! রাত তখন দশটা। আমি তেজ দেখিয়ে ছয় তোলা থেকে নামলাম। এবং ১২টা পেন্সিল ব্যাটারি নিয়ে এলাম।
আমি নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খাই।
অথচ আজ দশ দিন ধরে ঘরে গ্যাস্ট্রিকের ওষুধ নেই। প্রতিদিন বাইরে যাচ্ছি। অথচ ওষুধ না কিনে বাসায় চলে আসছি। এদিকে রাতে শুরু হয় বুক জ্বলাপোড়া। এন্টারসিডও নেই যে মুখে দিয়ে চুষবো। শেষে রাত দুইটায় দোতলায় ভাবীকে ফোন দিলাম। ভাবী আমাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেন। সেটা খেয়ে রাতে আরাম করে ঘুমিয়েছি। এদিকে আমি বাসায় বলেছি সাদা ভাত রান্না করো। সাথে ভাজি- ভরতা। কিন্তু বাসার মানুষ পোলাউ, কাচ্চি আর বিরানী রান্নার হিড়িক লাগিয়েছে। তারউপর সন্ধ্যায় আবার পাকোরা, পিয়াজু, নুডুলসহ হাবিজাবি রান্না করছে রোজ। এরকম উলটা পালটা খেয়ে আমার অবস্থা কাহিল।
মা অনেকদিন ধরে বলছে শাপলা খাবে।
শাপলা খাওয়ার জন্য নাকি তার মন ছুটে গেছে। সে ইলিশ মাছ দিয়ে শাপলা খাবে। চিংড়ি মাছ খাবে এবং শুটকি মাছ দিয়ে নাকি শাপলা খাবে। নানী নাকি আগে শাপলা রান্না করতো অনেক মজা করে। সেই শাপলা মাকে কেউ এনে দেয় না। আমিও দেই নি। আমি দিব কি আমার কিছুই মনে থাকে না আজকাল। গতকাল মা রেগেমেগে নিজেই শাপলার সন্ধানে বের হয়েছে। একগাধা শাপলা নিয়ে এসেছে। আজ বাসায় শাপলার তিন আইটেম করেছে। ইলিশ মাছ দিয়ে, চিংড়ি দিয়ে আর শুটকি মাছ দিয়ে। শাপলা আমি কোনো দিন খাই নি। আজও খাবো না। সুরভি গতকাল তার বাবার বাড়ি থেকে বিরানী নিয়ে আসছে- আমি সেটাই খাবো।
০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: সুস্থ থাকতে হলে প্রতিদিন সবজি খেতে হবে।
২| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনার খাবারের মেন্যু খারাপ; হঠাৎ করে আপনার অনেক শারীরিক সমস্যা দেখা দিবে।
০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: শারীরিক সমস্যা অলরেডি দেখা দিয়েছে, ঘুমের সমস্যা হয়, চোখে ঝাপসা দেখি, হাত পা চাবায়।
৩| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৪৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই ,একেই বলে রাজকপাল।
আপনি পাউরুটিতে মাখন মেখে খেতে পারছেন না (এত কঠিন একটা কাজ ,আসলে করাই মুশকিল),অথচ আপনার আমার আশে পাশে হাজারো মানুষ আছে একটুকরো পাউরুটি খাওয়ার জন্য উদয়াস্ত কঠিন পরিশ্রম করেও ঠিকমত তা কিনতে পারছেনা। এটাই ভাগ্য ভাই,ভাগ্য।
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: আপনি একজন ধার্মিক মানুষ। তাই এই কথা আপনি বলতে পারেন না। রিজিকের মালিক আল্লাহ।
এই বাংলাদেশে কেউ তিন বেলা না খেয়ে থাকে না। আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দেন।
৪| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও অইলসা
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: আসেন কোলাকুলি করি।
৫| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বয়স যে বাড়ছে টের পাচ্ছি।
পাঁচ প্যারার ব্লগ লেখায় কখন জানি আবার আলসেমীতে পেয়ে বসে সেই দুর্ভাবনায় আছি।
উদ্যোম ফিরে পান, এই কামনা করি প্রিয় রাজীব নুর ভাই।
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: লেখালেখিতে আমার কোনো ক্লান্তি নেই। এই একটা বিষয়ে আমি অলস নই।
৬| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের খাওয়া দাওয়া বোধহয় অনেকটা রিচ ফুড হয়ে যাচ্ছে।
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ।
তবে শুনেছি সবজি খাওয়া ভালো।
৭| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১:৫৭
কামাল১৮ বলেছেন: চিনি খাওয়া কমিয়ে দিন,পারলে ছেড়ে দিন।চিনি খুবই খারাপ জিনিস।
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: দেখুন কত দিন আর বাঁচবো?
খেয়ে দেয়ে মরি। দোজকে যাবো এটা তো নিশ্চিত।
৮| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩০
গোল্লায় যাক সব বলেছেন: বিরিয়ানি এড়িয়ে যাওয়া যায় না
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: অবশ্যই যায়।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:০১
হাবিব বলেছেন: বিরিয়ানি খেলে গ্যাস্ট্রিক বাড়বে