নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
করোনার টিকা এখন পর্যন্ত নিতে পারি নি।
রেজিষ্টেশন করেছি। এক মাস হলো। ঘটনা কি? এত দেরী হচ্ছে কেন? অবশ্য শেখ হাসিনা যখন বলেছেন, সবাই টিকা পাবে। তাই আমি নিশ্চিন্ত। এমনও হতে পারে সরকার থেকে লোক বাসায় এসে টিকা দিয়ে যাবে। যেভাবে ভোটের সময়, ভোটের কাগজ বাসায় এসে দিয়ে যায়। আমি কখনও দুপুরে খেয়ে ঘুমাই না। ভাতঘুমের আমার অভ্যাস নেই। অথচ গতকাল ঘুমিয়ে গেলাম। এবং স্বপ্ন দেখলাম। আমি হাসপাতালে গিয়েছি করোনার টিকা নিতে। তখন একজন মেয়ে ডাক্তার বলল, টিকা দেওয়া শেষ। আর একটা টিকাও অবশিষ্ট নেই। তখন আমি কান্না শুরু করলাম। আমার কান্না দেখে ডাক্তারের মায়া হলো। শেষে তিনি আমাকে একটা ওষুধ দিয়ে বললেন, এটা খেয়ে নিন। আমি বললাম, ওষুধ দিচ্ছেন কেন? আমি টিকা নিতে চাই। ডাক্তার বললেন, এটাই আপনার টিকা।
পৃথিবীতে নিজের ইচ্ছে মতো সব হয় না।
বেশির ভাগ সময় বৈরী পরিবেশে মানুষকে দৈনন্দিন জীবন কাটিয়ে যেতে হয়। বয়স বাড়ে, হাড়ের ক্ষয় শুরু হয়, শরীরের কলকজ্বা আর আগের মতো থাকে না। এই-ই নিয়ম কিন্তু এসব কথা কাউকে বলে বুঝানো যায় না। আমি কতোটূকু আনন্দ পেলাম, কতোটুকু দুঃখ পেলাম বা কতোটুকু আঘাত পেলাম তা কি স্কেল দিয়ে মাপা যাবে? নাকি ওজন করা যাবে? ধোঁকা ফাঁকিবাজির মাঝে একসাথে বসবাসের ভান করার চেয়ে সম্পর্ক ভাঙ্গা অনেক ভালো।
মানুষের মন বহু বিচিত্র।
একজন মানূষের সাথে আরেক জন মানুষের কোনো মিল থাকে না। কোনো এক মঞ্চ নাটকে নায়িকা বলেছিল- সেই তত সুখী, যারা অভিনয় করে মিথ্যা কথা বলতে পারে। মানুষ নিজেই বোধ হয় অতলে তলিয়ে যাবার পথটি বোকার মতো তৈরী করে নেয় পৃথিবীটা কী চমৎকার। লাইফ ইজ সো বিউটিফুল! এখানে ভালোবাসার রং বদল হতেই থাকে। একদিন ফুরিয়ে আসবে আমাদের জীবনের। চক্র মানুষের একদিন ফুরাবেই, এই তো নিয়ম! তবু সারাটা জীবন কি অবহেলায়, কী হেলাফেলায় জীবন কাটিয়ে দিচ্ছি!
আমি কেন জানি অনেক কিছু আগে থেকেই বুঝতে পারি।
আমি বুঝতে পারি আমার প্রিয় মানুষদের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে। বুঝতে পারি জীবনে আমি উন্নতি করতে পারবো না।কিন্তু তাতে কারো কোনো ক্ষতি হবে না। শুধু আমার নিজের ছাড়া। আমি ছোটবেলা থেকেই দেখেছি কারো সাথেই আমার মিলে না, তাই আমি নিজের মতোই একলা একলা ঘুরে বেড়াই। আমি বুঝতে পারছি না, আমি কার জন্য, ঠিক কিসের জন্য বাঁচব। সারাদিন ভেবেছিলাম কোথাও আমার কোনো পথ নেই, কোথাও শান্তি নেই, অপমানের শেষ নেই, দুঃখের কমতি নেই এই সব চিন্তা এক মুহুর্তেই মিথ্যা হয়ে গেল। আমার আছে অনন্ত আকাশ। আমাকে কেউ বেদনা, অপমান,অন্যায়ের মধ্যে বন্দি করে রাখতে পারে এমন শক্তি বিশ্বব্রহ্মান্ডের কোনো রাজা মহারাজার নেই।
স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গলো সন্ধ্যায়।
স্বপ্নে দেখলাম করোনার টিকা নিয়েছি। ঠিক টিকা না। ডাক্তার আমাকে একটা ট্যাবলেট দিলেন। সেটা নাকি টিকার চেয়েও শক্তিশালী। স্বপ্নটা এত গভীর ছিলো- ঘুম ভাঙ্গার পরও বুঝতে পারি নি- স্বপ্ন দেখেছি না বাস্তব! ডাক্তারের রুমে গেলাম। সেখানে তিনজন মেয়েকে দেখলাম সাদা এপ্রোন পরা। তাদের গলায় স্টেথোস্কোপ। তিন জন মোবাইলে মন দিয়ে যেন কি দেখছে। আমি গিয়ে বললাম, ম্যাডাম আমাকে করোনার টিকা দিন। তিন জনই আমাকে দেখে খুব বিরক্ত হলো। তাঁরা বলল, টিকা নাই। সব শেষ। আপনি তিন মাস পড়ে আসুন। আমি বললাম, এটা কেমন কথা! আমি রেজিস্টেশন করেছি। এই দেখুন কাগজ। ডাক্তার বললেন, আপনি যান প্লীজ। বিরক্ত করবেন না। আমি কান্না শুরু করলাম। ডাক্তারের মায়া হলো তাঁরা আমাকে টিকার বদলে একটা ট্যাবলেট দিলেন। বললেন, এটা টিকার চেয়েও শক্তিশালী। ট্যাবলেট টা এক আঙুল সমান লম্বা। আমি বললাম, এটা গলা দিয়ে নামবে কিভাবে? ডাক্তার বললেন, তাহলে পানিতে গুলিয়ে খেয়ে নিবেন।
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: অনেকেই ফ্যাসাদে আছে আমার মতো। ফ্যাসাদ কেটে যাবে মন বলছে।
২| ০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪০
হাবিব বলেছেন: সরকারের প্রতি আপনার আস্থা দেখে ভালো লাগছে
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: আমার ধারনা টিকা দেশের সবাই পাবে।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫০
কুশন বলেছেন: ভালো স্বপ্ন দেখতে চাইলে ভাজাপোড়া কম খাবেন।
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: জ্বী। আচ্ছা।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১:০১
রানার ব্লগ বলেছেন: প্লিজ আর যাই করেন তিনবার টিকা নিছেন এই দুঃস্বপ্ন দেইখেন না।
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: হা হা হা---
স্বপ্ন কি আমি ইচ্ছা করে দেখি?
৫| ০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১:১৩
রক্তহীন বলেছেন: Submit the registration paper to your vaccinetion center.
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: হ্যা মনে হয় তাই করতে হবে।
৬| ০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ২:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অপেক্ষা করেন টিকা বাসায় বসেই পাবেন। তাও আবার
খুব শিগগিরই!! কারণ ১১ তারিখের পরে কেউ টিকা নেওয়া
খেকে বাদ থাকবেনা !! ওই দিনেন পরে কেউ টিকা নেওয়া
ছাড়া বের হেলে নাকি জরিমানা দিতে হবে। তাই সরকারের
দ্বায়িত্ব সবাইকে ওই তারিখের আগে সবাইকে টিকা দেওয়া।
২০ /২২ কোটি মানুষকে টিকা দেবে ৩ দিনে !! কি মজা !!
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের জনসংখ্যা কি ২২ কোটি হয়ে গেছে? আমি তো জানি ১৮ কোটি।
৭| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: টিকা দেয়ার খুব একটা ইচ্ছে ছিলো না। তবুও মর্ডানার টিকা এসেছে শুনে নিবন্ধন করলাম গত মাসের ৮ তারিখে। এখনো খবর নাই। এখন নতুন করে শুনছি টিকা নেয়ার দুই মাস পরেই টিকার কার্জকারিতা কমতে শুরু করে। তাহলে এই টিকা নিয়ে লাভ কি?
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: টিকা নিয়ে কারো কথা শুনবেন না।
চোখ বন্ধ করে টিকা নিয়ে নিন।
৮| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৬
শেরজা তপন বলেছেন: নিজেকে নিয়ে খুব বেশী ভাবছেন ইদানিং! মানসিক যন্ত্রনায় আছেন বোঝা যায়
মাটির দেহে ঘুন ধরেছে- কোথায় যেন একটু সুতো আলগা হয়ে গেছে
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: পৃথিবীটা তো খুব সুখের জায়গা না।
৯| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যেদিন বলেছেন সবাই টিকা পাবে, এবং যদিন সবাই টিকা পেয়ে যাবে, এর মাঝে ৪০/৫০ হাজারের বেশী মানুষের মৃত্যু হবে।
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: এখানে শেখ হাসিনা কি করবে? তিনি অসহায়? কোনো রাষ্ট্রপ্রধান কি চায় তার দেশের লোক মরে যাক?
টিকা কেনার জন্য সরকার সব রকম দেনদরবার অব্যহত রেখেছে।
১০| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১:৪৮
কামাল১৮ বলেছেন: সরকারী খাতায় হয়তো আপনার টিকা দেয়া হয়ে গেছে।
০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: এটা কি ভোট?
মনে হয় এরকম হবে না। এরকম হলে আমি আগুন লাগিয়ে দিব।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৬
ঢিসুম বলেছেন: আপনি তো টিকা নিয়ে মহা ফ্যাসাদে আছেন দেখছি!