নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার ভাগ্নী মিলান

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৮


ছবিঃ Milan With Us ambassador of Bangladesh.

আমার ভাগ্নী মিলান আমেরিকা পৌঁছে গেছে।
তার অনলাইনে ক্লাশও শুরু হয়ে গেছে। প্রতিদিনই মিলানের সাথে কথা হচ্ছে। এমন কি মিলানের রুমমেট ব্রাজিলের এক মেয়ের সাথেও কথা বললাম। আমি মেয়েটাকে বাংলায় বললাম, তুমি দেখতে তো রাজকন্যার মতো। আমার ধারনা ছিলো ব্রাজিলের মেয়ে গুলো কালো হয়। তুমি দেখতে দারুন সুন্দরী। এই তুমি এত ফর্সা কেন? যাই হোক, তুমি আমাদের দেশে আসো। তোমাকে ডাল দিয়ে ভাত খাওয়াবো। মেয়েটা আমার কথা কিছুই বুঝতে পারছে না। কিন্তু খুব হাসছে। মেয়েটার হাসি সুন্দর।



মিলানের কথা ভাবলে আমার অবাক লাগে।
এই তো সেদিন মিলানের জন্ম হলো। আমি হাসপাতালে দেখতে গেলাম। কোলে নিলাম। মিলানকে প্রতিদিন ওর নানী খাটি সরিষার তেল মালিশ করতো। মিলান একটু একটু করে বড় হলো। হাঁটা শিখলো। আমি প্রতিদিন মিলানকে নিয়ে হাঁটতে বের হতাম। লুকিয়ে লুকিয়ে কোক, ফানটা, বার্গার খাওয়াতাম। মাঝে মাঝে সকালে আমার সাথে হোটেলে নাস্তা করতে যেত। মিলান আমাকে সব সময় বলতো 'প্রিয় মামা'। আমার প্রিয় মামা। এখন সংক্ষেপে সবাই বলে 'পি'। প্রিয় থেকে 'পি'। এমন কি আমার বাসাতেও সবাই আমাকে 'পি' বলে ডাকে। আমার জন্মদিনের কেক এ লেখা থাকে- শুভ জন্মদিন 'পি'। একবার মিলানের ছোটবেলায় খুব শখ হয়েছিলো সে বৃষ্টিতে গোছল করবে। কিন্তু তার মা তাকে বৃষ্টিতে গোছল করতে দিবে না। তখন আমি তাকে লুকিয়ে বৃষ্টিতে গোছল করার সুযোগ করে দিয়েছিলাম।



মিলানের মা বেশ অসুস্থ।
ক্যান্সার হয়েছে। কেমো নিচ্ছে। লাখ লাখ টাকা খরচ হচ্ছে। মিলান যখন ছোট, তখনই মিলানের মা বলতো আমার কন্যা লেখাপড়ার জন্য ইউরোপ যাবে। যাক, একজন অসুস্থ মায়ের স্বপ্ন সত্যি হয়েছে। দেশে থাকতেও মিলান নাচ, গান, আর্ট সবই শিখেছে। বেশ কিছু পুরস্কারও পেয়েছে। দুইটা টিউশনি করতো মিলান। ইংশিল মিডিয়াম স্কুলের দুই বাচ্চাকে পড়াতো। মাস শেষে বিশ হাজার টাকা পেত। দুই বছর আগে মিলান একটা স্কুটি কিনে। সেই স্কুটি নিয়ে সে সারা ঢাকা শহর ঘুরে বেড়াতো। আমার সাথে রাস্তায় দেখা হলেই বলতো- মামা উঠো। চলো তোমাকে নিয়ে টিএসসি ঘুরিয়ে আনি। আমি বলতাম, হাত পা ভাঙ্গার শখ নাই আমার। মিলান বলতো- মামা তুমি এত ভয় পাও কেন? আর হাসতো।



এম্বাসেডর সাহেব মিলানের সাথে দেখা করেছেন।
উনি নিজেই দেখা করতে এসেছেন এবং বলেছেন, মিলান যদি আরো লেখাপড়া করতে চায় তাহলে সে ব্যবস্থা করে দিবেন। মিলান বলেছে, অবশ্যই আমি আরো লেখাপড়া করতে চাই। আমার ধারনা, মিলানকে আর পেছন ফিরে তাকাতে হবে না। সে যদি পরিশ্রম করে, তর তর করে সামনে এগিয়ে যাবে। এই কিছুদিন আগের কথা। আমাদের কন্যা ফারাজার জন্ম হলো- মিলান আমার কন্যাকে দেখতে এসে আনন্দে খুব কান্না করলো। কোলে নিয়ে ছোট্র ফারাজা জড়িয়ে ধরলো। বলল, এটা আমার প্রিয় মামার সন্তান। কি কান্না সেদিন মিলানের! এটা অবশ্যই আনন্দের কান্না। মিলানের যেদিন জন্ম হলো- সেদিনও হাসপাতালে মিলানকে কোলে নিয়ে আমার চোখ ভিজে উঠেছিলো। প্রকৃতি ভালো মন্দ দুটাই সেম টু সেম ফিরিয়ে দেয়।



মিলান ভালো থাকুক। সুস্থ থাকুক।
এটাই কামনা করি। মিলানের বাবা মারা গেছে ৫ বছর আগে। সম্পূর্ন নিজের যোগ্যতায় মিলান এত দূর এসেছে। এগিয়ে যাচ্ছে। কোনো ক্ষমতাবান মামা চাচার দরকার হয়নি। প্রিয় ভাগ্নী তোমার জীবন হোক আনন্দময়। আমি নিশ্চিত তোমার মতো করে আমার কন্যা পরী আর ফারাজাও একদিন উন্নত দেশে লেখাপড়া করতে যাবে। অবশ্যই যাবে। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি শিক্ষার শক্তি। আর নারীদের এই শক্তি দরকার সবচেয়ে বেশি। কারন নারীরা হচ্ছে ধরনী। পৃথিবীর সকল কন্যারা ভালো থাকুক এই কামনা করি। শিক্ষায় এগিয়ে যাক। জয় বাংলা।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মিলান আমাকে সব সময় বলতো 'প্রিয় মামা'।

আমর এক নাতনী (ভাগিনার মেয়ে) আমাকে ডাকে সুন্দর দাদা
আরেক নাতনীও (ভাগনীর মেয়ে) শিখছে সুন্দর নানা

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: আপনি দেখতে আসলেই সুন্দর।

২| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৭

ইসিয়াক বলেছেন:


মিলানের জন্য শুভকামনা রইল।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৬

রানার ব্লগ বলেছেন: ব্রাজিলের সেই সুন্দুরির ছবি পোস্ট করলেন না? আমরাও দেখতাম, অনেকদিন হলো কোন সুন্দুরির দেখা পাই না। রাজকন্যা তো কখনই না ।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ দেখাব।

৪| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১২

ডাব্বা বলেছেন: মিলানের একরাশ শুভেচ্ছা ও দোয়া থাকলো।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: সুকরিয়া।

৫| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


মিলানের জন্য শুভকামনা

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২১

সেলিম আনোয়ার বলেছেন: মিলানের জন্য শুভকামনা ।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সুকরিয়া।

৭| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৯

কুশন বলেছেন: আমেরিকা থেকে কেউ কি বাংলাদেশে আসে পড়ালেখা করতে?

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: না আসে না।
তবে মালদ্বীপ, নেপাল থেকে অনেকেই আসে।

৮| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রথম ছবির ক্যাপশনে একটু কারিগরি ত্রুটি আছে

আসলে যে কথাটি হবে সেটা হচ্ছে ঃ

Ambassador of the United States of America to Bangladesh.

সে যাই হোক‌

আপনার ভাগ্নি একটি ভয়াবহ কঠিন কাজ করেছেন।
তাঁকে অভিবাদন জানাই।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে পোস্ট আরও বিস্তারিত তথ্য দেওয়া উচিত ছিল ।
পত্রিকার কাটিং থেকে অতোটা বোঝা যাচ্ছে না।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: কি তথ্য লাগবে বলেন। আমি দিচ্ছি-

১০| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

শূন্য সারমর্ম বলেছেন: শুভকামনা রইলো।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: মিলানের জন্য শুভ কামনা ওর মার জন্য সমবেদনা।মিলানের কি আর কোন ভাই বোন আছে?

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: না কোন ভাই বোন নেই।

১২| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মিলানকে শুভেচ্ছা নিরন্তর।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৩:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিলানের জন্য শুভ কামনা তবে তার ভিশন কি
জানা গেলে আরও ভালো লাগত ।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন।
আমিও জানি না।

১৪| ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৯

মেহবুবা বলেছেন: মিলানের জন্য শুভকামনা; যেখানেই থাকুক ভাল থাকুক মিলান।

ইনশা আল্লাহ্ তোমার দুই কন্যা অনেক ভাল কিছু হবে, জ্বলন্ত দৃষ্টান্ত আছে মিলান। বাচ্চারা কাজিনদের দ্বারা অনেক প্রভাবিত হয় তবে সেক্ষেত্রে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ ।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৫| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি একজন আদর্শ মামা। মামার সংজ্ঞা কেউ জানতে চাইলে আমি আপনাকে দেখিয়ে দেব। এটা আপনার অন্যতম সেরা পোস্ট আমার দৃষ্টিতে।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---
কি বলেন--------

ওকে। ভালো থাকুন।

১৬| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২১

অক্পটে বলেছেন: মিলানের মায়ের স্বপ্নগুলো পূরণ হোক। মিলান হয়ে উঠুক আমাদের গর্বের ধন। টাচি পোস্ট!

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৭| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:



মিলানের জন্য শুভকামনা ।
তার পি মামাকে ধন্যবাদ।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আপনাকে তালা দেওয়া হয়েছে?

১৮| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৩:১৫

সোহানী বলেছেন: শুভকামনা মিলান।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৯| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


খুবই ভালো একটা ব্যাপার।
ভাবতেই ভালো লাগে।
মিলানের মতো স্মার্ট মেয়ে বাংলাদেশে আরো কি আছে বলে আপনার ধারণা?

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আছে। প্রচুর আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.