নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের গভীর থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:৪১



১৫ আগষ্ট। শুক্রবার। মেজর ফারুকের জন্মবার। তার জন্মের পরপরই আজান হয়েছিল। কাজেই এই দিনটি তার জন্য শুভ। ফারুকের স্ত্রী ফরিদা কোরান শরীফ নিয়ে জায়নামাজে বসেছেন। শুভ সংবাদ (?) না-পাওয়া তিনি কোরান পাঠ করেই যাবেন।
মসজিদে আজান হচ্ছে। শেখ মজিব বললেন, তোমরা কি চাও? শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা অসম্ভব। শেখ মুজিব আবার বললেন, তোমরা কী চাও?
মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু বাইরে আসুন।
কোথায় আসবো?
মেজর আবারও আমতা আমতা করে বলল, স্যার, একটু আসুন।
শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি, সে কাজ তোমরা করবে?
এই সময় স্বংয়ক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজন নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশফায়ার করল। সময় ভোর পাঁচটা চল্লিশ। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিড়িতে লুটিয়ে পড়লেন।
বত্রিশ নম্বরের বাড়িটিতে কিছুক্ষনের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল।
দেয়াল, পৃঃ ১০২, হুমায়ূন আহমেদ।


রাসেল একটা ঘরের এক কোনায় ভীত হয়ে বসেছিল, তার চোখে পানি। সে কেঁদে বলে, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো- একজন উন্মাদ বন্ধুকধারী বলে ওঠে – চল তোকে তোর মায়ের কাছে পৌঁছে দিবো ।
সেইদিন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা আর শেখ রেহেনা ছিলেন বিদেশে। আর সে কারণেই বেঁচে গেছেন তারা।

মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত, তাতে কী হয়েছে? ভাইস প্রেসিডেন্ট তো আছে। জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন- মাত্র দুই মাসে জিয়াউর রহমানের নির্দেশে ১১৪৩ জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়। পাকিস্তান থেকে ফিরিয়ে আনলেন যুদ্ধাপরাধী গোলাম আযমকে। নাগরিত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন।

১৫ই আগষ্ট আমি চুপচাপ'ই পালন করি। বঙ্গবন্ধুর আদর্শ তো আমার বুকে।
আমার হিরো মারা যায় নি। কোটি বাঙালীর অন্তরে সে বেঁচে আছে, বেঁচে থাকবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


স্বাধীন বাংলাদেশে অন্য রকমের সেনাবাহিনীর দরকার ছিলো, ভলনটিয়ার সেনাবাহিনী, সাধারণ নাগরিকদের ট্রেনিং দিয়ে ভলনটিয়ার বাহিনী গঠন করতে হয়।

যুদ্ধ শেষে মুক্তি বাহিনীর বেংগল রাজিমেন্ট ও ইপিআর'দের রিটায়ারমেন্টে পাঠানোর দরকার ছিলো; ৯ মাস যুদ্ধ করার পর, সৈনিকদের মানসিক অবস্হা ঠিক থাকার কথা নয়।

তদুপরি, পাকিস্তানের সময়, বেচে বেচে মানসিক সমস্যাওয়ালা দক্ষ ছেলেদের মিলিটারীর অফিসার পদে নিতো।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আজকের সময় দিয়ে সেই সময় বিবেচনা করলে নানান সমস্যা দেখা দিবে।

২| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মর্মান্তিক!
বঙ্গবন্ধু ও সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা।
এমন ইতিহাস যেন আর কখনো না হয়।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৪৫

বিজন রয় বলেছেন: হৃদয়ের গভীর থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি........ আমিও জানালাম।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বত্রিশ নম্বরের বাড়িটিতে কিছুক্ষনের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল।


হুমায়ুন আহমেদ ভুল লিখেছেন!!!

নরকের দরজা খুলে যাওয়া মানে কি বুঝিয়েছেন তিনি!!!!

জাতির পিতা কি নরকে গিয়েছেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি এই লাইনের প্রতিবাদ করছি।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: লাইনটা সঠিক আছে। সহজ ভাবে ভাবুন।

৫| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

হুমায়ুন আহমেদের মাথা খারাপ...না হয় গাঞ্জা খেয়ে এই লাইন লিখেছিলেন।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: একজন শ্রদ্ধ্যেয় ব্যক্তিকে এভাবে আক্রমণ করা ঠিক না।

৬| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: @সত্যপথিক শাইয়্যান, আপনি কথাটি ভুল বুঝেছেন। তখন ৩২ নম্বর বাড়িতে কিছুক্ষণ যে নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল, এখানে লেখক হুমায়ুন আহমেদ তাই বুঝিয়েছেন নরকের দরজা খুলে গেল বলে। জাতির পিতাকে নরকে পাঠানোর কোন উদ্দেশ্যে তিনি তা বলেননি। সময় করে পুরো উপন্যাসটি পড়বেন, আমার বিশ্বাস অনেক ভাল লাগবে আপনার।
ঠাণ্ডা মাথায় ভেবে আরেকটি মন্তব্য করবেন আশা করি।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.