নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের শাহেদ জামাল- (বত্রিশ )

২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৪


ছবিঃ আমার তোলা।

আপনি কি কখনও ভয়ের স্বপ্ন দেখেছেন?
খুব ভয়ের? মারাত্মক ভয়ের। যে স্বপ্ন একটা হরর মুভিকেও ছাড়িয়ে যায়। একদম কলিজা কেঁপে ওঠে। সারা শরীরে ঘাম দিয়ে দেয়। গলা, বুক শুকিয়ে যায়। এত তীব্র ভয় যে সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। শাহেদ জামাল সহজ সরল জীবনযাপন করে। কিন্তু পরপর তিন দিন সে প্রচন্ড ভয়ের স্বপ্ন দেখেছে। এমনিতেই শাহেদ জামাল ভীতু মানুষ। সে কোনোদিন গরু জবাই দেখে নি। কোরবানীর ঈদের সময় সে সারাদিন ঘর থেকে বের হয় না। শাহেদ আজ পর্যন্ত একটা মূরগীও জবো করে নি। এমন কি সিনেমাতে রক্ত খুনোখুনি দেখতে পারে না। মারাত্মক কোনো দৃশ্য সিনেমায় চলে এলে শাহেদ সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। কঠিন দৃশ্য দেখার সাহস নেই। শাহেদ জামাল নরম মনের মানুষ।

গত সোমবার রাতের কথা।
শাহেদ জামালের শরীরটা ভালো নেই। এখন শরীর সামান্য খারাপ লাগলেই মনে হয়- করোনা হয়নি তো আবার! তাড়াতাড়ি গরম পানি করে গিলতে থাকে গ্লাসের পর গ্লাস। সেদিন শরীর খারাপের কারনে শাহেদ জামাল ঘুমানোর জন্য রাত এগারো টায় বিছানায় গেলো। অন্য সময় রাত তিনটা-চারটায় আগে সে বিছানায় যায় না। যাই হোক, বিছানায় শোয়া মাত্র শাহেদ জামাল ঘুমিয়ে পড়লো। গভীর ঘুম। এবং রাত তিন টায় সে স্বপ্ন দেখা শুরু করলো। স্বপ্নটা খুবই ভয়ানক। সমস্যা হলো- রাতে ঘুমের মধ্যে স্বপ্নকে যতটা ভয়াবহ মনে হয়, দিনের বেলা স্বপ্নটাকে ততটা ভয়ানক মনে হয় না। বরং অনেকটা হাস্যকর লাগে। অথচ রাতে এই স্বপ্নে কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। স্বপ্নের মধ্যে কি মহান প্রভু কোনো ইশারা দিয়ে দেন?

শাহেদ জামাল স্বপ্নে দেখেছে-
সে বাসায় ফিরছে। চারিদিক অন্ধকার। খুব বৃষ্টি হচ্ছে। রাস্তায় জ্যাম। অলিতে গলিতে পানি জমে গেছে। শাহেদ জামাল বৃষ্টিতে ভিজে ভিজেই বাসায় ফিরছে। তার ইচ্ছা যত দ্রুত সম্ভব বাসায় ফিরে যাওয়া। কিন্তু তার খুব চা খেতে ইচ্ছা করছে। এক কাপ আগুন গরম চা। রাস্তার পাশেই একটা দোকানে চা বিক্রি করছে। শাহেদ জামাল আরাম করে চা খেলো। তারপর একটা সিগারেট ধরালো। তখন একলোক এসে বললো- স্যার আমার কাছে ভালো কাপড় আছে। নিবেন? শাহেদ জামাল কিছুই বলল না। অথচ লোকটা তার ঝোলা ব্যাগ থেকে সাদা কাপড় বের করলো। বলল, ধরে দেখুন কি মসৃন! শাহেদ জামাল কাপড়টা হাতে নিলো। এবং বলল, এটা তো কাফনের কাপড়! লোকটা বিকট হাসি দিয়ে বলল- এটা আপনার দরকার হবে। সময় নেই। লোকটার বিকট হাসি দেখে শাহেদ জামাল ভয় পেয়ে গেলো। লোকটা শাহেদ জামালের হাতে কাফনের কাপড় টা দিয়ে অদৃশ্য হয়ে গেলো।

শাহেদ জামালের দ্বিতীয় ভয়ের স্বপ্ন-
শাহেদ জামাল দ্রুত বাসায় ফিরছে। আকাশের অবস্থা ভালো না। যে কোনো সময় ঝুমঝুম বৃষ্টি নামবে। খুব বাতাস দিচ্ছে। বৃষ্টির দিন বলেই আশে পাশে কোনো রিকশা দেখা যাচ্ছে না। রাস্তা বেশ নিরিবিলি। এমন সময় চারজন লোক শাহেদ জামালকে ঘিরে ধরলো। শাহেদ জামালের চারজন লোককে পরিচিত বলেই মনে হচ্ছে। কিন্তু স্পষ্ট করে কিছু মনে পড়ছে না। চারজন লোক শাহেদ জামালকে ধরে মারতে শুরু করেছে। একজন পকেটমার বা চোর ধরা পড়লে পাবলিক যেভাবে নির্মমভাবে মারে, ঠিক সেই নির্মমভাবে চারজনলোক শাহেদ জামালকে নির্মভাবে মারছে। হাতুড়ি দিয়ে মাথায় মারছে। একজন স্ক্রু ডাইভার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একজন চায়নিজ কুড়াল দিয়ে হাতের আঙুল গুলো টুকরো টুকরো করে কাটছে। শাহেদ জামাল আকাশ ফাটিয়ে চিৎকার দিচ্ছে। অথচ তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কারন তার মুখে রোমাল গোজা।

শাহেদ জামাল একটু একটু করে মৃত্যুর দিয়ে এগিয়ে যাচ্ছে।
তার রক্তে রাজপথ ভিজে গেছে। কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হবে। সে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ থেকে বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। শাহেদ জামাল বিড়বিড় করে দুইবার ডাকলো- নীলা! নীলা! এমন সময় রাস্তা দিয়ে একলোক যাচ্ছিলো তার ছোট মেয়েকে নিয়ে। ভদ্রলোক শাহেদ জামালকে দেখে এগিয়ে এলো। ছোট বাচ্চাটা বলল- বাবা উনাকে হাসপাতালে নিতে হবে। এদিকে শাহেদ জামাল প্রায় অচেতন অবস্থা। সে বুঝতে পারছে একজন বাবা আর তার কন্যা ফারাজা তাঁরা দুজন মিলে তাকে বাঁচাতে চেষ্টা করছে। এম্বুলেন্স কিছুক্ষনের মধ্যেই এসে পড়বে। ফারাজা তার বাবাকে বলল, বাবা উনি বেঁচে যাবেন তো। বাবা বললেন, তুমি চাও উনি বেঁচে যাক? হ্যাঁ চাই। তাহলে চিন্তা করো না। মন খারাপ করো না। উনি বেঁচে যাবেন।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২১

কুশন বলেছেন: আপনাকে আগেও বলেছি- ভাজাপোড়া খাওয়া বাদ দেন। সবজি বেশি খান। তাহলেই ভালো স্বপ্ন দেখবেন। সবচেয়ে বড় কথা স্বপ্ন নিয়ে এত ভাবার কিছু নাই। স্বপ্ন হলো অবচেতন মনের কারসাজি।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২৬

নতুন বলেছেন: শাহেদ অর্থ হইলো মধু

জামাল অর্থ হইলো উট

কেমনে কি ???

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: কি পোষ্ট দিলাম আর কি মন্তব্য করলেন!!!

৩| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৩

রানার ব্লগ বলেছেন: সাহেদ জামিলের উচিত বেশিবেশি স্বমেহন করা এতে ভুতের স্বপ্ন রাকে আর জ্বালাতন করবে বা।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: হায় কপাল!!!

৪| ২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সমস্যা হলো- রাতে ঘুমের মধ্যে স্বপ্নকে যতটা ভয়াবহ মনে হয়, দিনের বেলা স্বপ্নটাকে ততটা ভয়ানক মনে হয় না। বরং অনেকটা হাস্যকর লাগে। অথচ রাতে এই স্বপ্নে কলিজা পর্যন্ত কেঁপে ওঠে।

একেবারে খাঁটি কথা।
সম্ভবতো হুমায়ূন আহমেদের লেখায় এই কথাটা পড়েছি।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: আপনি সঠিক।

৫| ২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:০৫

ইসিয়াক বলেছেন: শেষ অংশ টুকু চেনা ফরমেট মনে হলো।নিজের মত করে লিখুন।
স্বপ্নগুলো অদ্ভুত!
যাক আপনি এখন নিয়ম মেনে চলছেন এটা ভালো খবর। সামনে সব সমস্যা দ্রুত কেটে যাবে নিশ্চয়। কবিতা কবে পোস্ট দেবেন?



২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: কবিতা আমি লিখতে পারি না।

৬| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



আমি কখনো ভয়ের স্বপ্ন দেখেছি বলে মনে হয় না।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: সাহসী মানুষেরা ভয়ের স্বপ্ন দেখে না।

৭| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: গল্পটা কেমন জানি !!!
তবে আপনার তোলা ফুলের ছবিটি দারুন মনকাড়া।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ছবিটা অনেক বছর আগের তোলা। বৃক্ষ মেলা থেকে তুলেছিলাম।

৮| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগে ছিল রাজীব নূরের পাগলামি সাথে যোগ হয়েছে কুশন সাহেবের ভণ্ডামি। ব্লগারদের বোকা মনে করা ঠিক না। আপনি আর কুশন সাহেব একই ব্যক্তি।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: আপনি চাইলে একজন ভালো মানুষকেও চোর খেতাবি দিতে পারেন।
যা খুশি বলুন। আই ডোন্ট কেয়ার। আপনি ডেঞ্জারাস ব্লগার।

৯| ২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: করোনার কারণে মানুষের জীবন ও জীবিকার উপর প্রভাব পড়েছে, তাই মানুষ এধরণের স্বপ্ন দেখে।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: কথাটা খুব একটা ভুল বলেন নাই।

১০| ২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩৫

ইসিয়াক বলেছেন: আমি গতকাল শেষ রাতে চমৎকার একটা স্বপ্ন দেখেছি।

স্বপ্নটা এরকম,
করোনা মুক্ত পৃথিবীতে সবাই আবার আগের মত দ্বিধা হীন চিত্তে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কারো চোখে মুখে অকারণ মৃত্যু ভয় নেই।......

২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর স্বপ্ন।
আমি অনেক দিন সুন্দর স্বপ্ন দেখি না।

১১| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ৮:০৪

শেরজা তপন বলেছেন: সপ্ন দেখাই ভুলে গেছি- কিংবা সপ্ন দেখেই ভুলে যাই।

চেষ্টা করেতো সপ্ন দেখা যায় না - প্রকৃতিই আপনাকে সময় মত দেখাবে

২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ওকে।
ধন্যবাদ।

১২| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৮

হাবিব বলেছেন: এই পোস্টে আমার একটা মন্তব্য থাকা উচিত

২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।

১৩| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: কি পোষ্ট দিলাম আর কি মন্তব্য করলেন!!!

পোস্টের শিরোনামে নামটা চোখে পড়লো তাই খুজে দেখলাম নামের অর্থ কি?

শাহেদ অর্থ মধু আর জামাল অর্থ উট

তাই নামের অর্থ কি মধু উট, উটের মধু বা মধু উট বা উট মধু খায় বা উট মধু পছন্দ করে তাই চিন্তা করতেছিলাম :((

আমাদের দেশে মানুষ আরবী নাম রাখে কিন্তু তার অর্থ কি চিন্তা করেনা। তাই আমি এই আরবী নামের অর্থ কি হইতে পারে সেটা নিয়ে একটু ভাবতেছিলাম আর কি। :-B

২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: একদম ক্লিয়ার।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.