নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হে নাবিক, হে নাবিক!

২৪ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৭


ছবিঃ আমার তোলা।

নিজের সম্পর্কে নিজের পরিস্কার ধারনা থাকে না
অনেকদিন ধরে নিজেকে লক্ষ করছি-
কখনো বন্ধুর মতো, কখনো শত্রুর মতোন
নিজের মধ্যে আমি কিছু খুঁজে পাই না
মনে হয় ধ্বংসাবশেষে বৃথা গুপ্তধন খুঁজে লাভ নেই
কেন যে কঠিনভাবে প্রত্যাখ্যান করতে পারি না!

যে যা বলে আমি মোটামুটি মেনে নিই
তর্ক করি না, তেমন আপত্তিকর কথা হলেও আপত্তি তুলি না
চুপ করে থাকি। ফলে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকে
ছোটবেলায় মা বলতো, শুধু বেঁচে থাক বাবা
তোর কাছে আমি আর কিচ্ছু চাই না
এখন, আমি শুধু কোনোভাবে বেঁচে থাকতে চাই।

শেয়ার মার্কেটের চোরদের শাস্তি হয় না
আমলা আর মন্ত্রীর চুরির শাস্তি হয় না
পয়সাওয়ালাদের করা খুনের শাস্তি হয় না
দূর্নীতিবাজ আর ধর্ষণের শাস্তি হয় না
ধনীদের কোন অপরাধের শাস্তি হয় না!!
এই দেশে খুনের আসামী কে ধরা হয়
ফাঁসির রায় দেয়া হয়, রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেন!

একজন মনুষ ও তার প্রিয় কালো বিড়ালটি
বিচিত্র কোনো কারণে লোকটি ধীরে ধীরে
তার প্রিয় বিড়ালটিকে আর সহ্য করতে পারে না
এবং এক সময় বিড়ালটিকে নিজ হাতে মেরে ফেলে
কিন্তু তারপর থেকেই কালো বিড়ালের ছায়া-
তাকে আর শান্তিতে থাকতে দেয় না।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২১ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


মাত্র কয়েক হাজার অমানুষ পুরো জাতির শান্তি কেড়ে নিয়েছে।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: এই অমানুষ গুলো চিহ্নিত। অথচ তাঁরা ধরা ছোঁয়ার বাইরে।।

২| ২৪ শে আগস্ট, ২০২১ সকাল ৭:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ভুয়া ৮ বোতল বৈধ মদের জামিন হয় না।
আর গুলি করে পালিয়ে থাকা আসামি আদালতে হাজির না হয়েও রিমান্ড তো দুরের কথা, জামিনও না একদম বেকুসুর খালাস পেয়ে যায়,
বছর দেড়েক আগে শিকদার গ্রুপের দুই ব্যবসায়ী পুত্র ব্যাঙ্কে লোন পেতে ব্যার্থ হয়ে গালাগালি ও গুলি বর্ষন করে আহত করে পালিয়ে যায়।
মামলা দায়ের হলেও গ্রেফতার হয় না।
বিমানবন্দরের সব ফ্লাইট তখন করোনার কারনে বন্ধ থাকায় বিদেশ থেকে ছোট চার্টাড বিমান আনিয়ে পালিয়ে যায়, পুলিশ ও ইমিগ্রেশন লোকজনের চোখের সামনে দিয়েই।
এরপর বিদেশ থেকে কলকাঠি নেড়ে সবাইকে ম্যানেজ করে সকল মামলা প্রত্যাহারে সম্মত করা।
দেশে ফিরে এসে বিমানবন্দর থেকে সরাসরি আদালত প্রাংগন, উকিল সাহেবরা বললো, গাড়ীতেই থাকেন লাগলে ডাকবো। কাঠগড়ায় ওঠাও লাগেনি গাড়ী থেকে নামাও লাগেনি। ১০ মিনিটেই উকিল সাহেব রা খবর নিয়ে আসলো সুখবর - বেকুসুর খালাস!

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: এই সুযোগ তাদের শেখ হাসিনা করে দিয়েছে।

৩| ২৪ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুট জানাই রাজীব দা

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.