নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নিরাসক্ত মন

২৬ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৯

ছবিঃ আমার তোলা।

চারদিকে ভালো করে তাকাও- দেখবে এক আকাশ বিষন্ন মুখ
প্রকৃতি যেন নিঃশ্বাস বন্ধ করে রেখেছে- পৃথিবী জটিল হয়ে যাচ্ছে
প্রগতিশীলরা দূর থেকে শয়তানের হাসি হাসে, সহনশীলরা সহ্য করে
গাছের পাতায় বৃষ্টি পড়ে টুপটাপ- চা হাতে দুয়ারে বসে ঘুম পেয়েছে
চাষীদের ফলন বাড়ুক, জলাবব্ধতা নিরসন হোক, বেকারদের চাকরী হোক
হে দুঃখী মানুষ, সব কিছু থেকে নিজেকে শামুকের মতন গুটিয়ে নিও না।

অনেক হয়েছে বড় বড় কর্পোরেট দালান আর দালাল মাঝে মাঝে হাসি পায়
আমি জমি চাষ করে বাবাকে কিনে দিবো মিহি পাঞ্জাবী- মাকে সুতি শাড়ি
অনেক উপর থেকে কেউ যেন কলসি ভরতি-ভরতি দুঃখ কষ্ট পৃথিবীতে ফেলছে
রাতে বালিশে মাথা রাখলেই মনে হয়- সময় কত দ্রুত ফুরিয়ে যায়, যায় রে...
বড় বড় হাসপাতাল গুলোতে গরীবদের ঢোকার অনুমতি নেই- সব বিত্তববানদের
হাতের উপর হাত রেখে তোমার কি কিছু বলতে ইচ্ছে করে না, অল্পক্ষণের জন্য।

মানুষের ভুল ধারনা বদলে দাও- দেখবে পেয়ে যাবে ফুলের মালা গলাতে
ধনীরা ব্যালকনিতে বসে বৃষ্টির মজা নেয়-আর মিরপুরে পুরা বস্তিটা ডুবে যায়
গ্রামের মানুষ শহরের মানুষের ছয় নয় দেখে- বার বার আকাশের দিকে তাকায়
সুশীল সমাজ থেকে অদ্ভুত এক শক্তি পাই-সাহস পাই,ধূলা উড়ে আকাশে আজ
দু'চোখ মেলে আকাশের নীচে থাকা মানুষদের দেখি-তাদের দুঃখকান্না কষ্ট দেয়
খোলা আকশের নীচে হাজার হাজার মানূষ-কিন্তু আমি দেখি হাজার হাজার শকুন।




মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




খুব ভালো কথামালা লিখেছেন। আকাশের ছবি আমার কাছে সব সময় ভালো লাগে। আকাশের অনেক রঙ। আমি আকাশ নিয়ে একটি ইংরেজী কবিতাও লিখেছি। কবিতাটি ব্লগে পোস্ট দেওয়া আছে।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: কবিতাটির লিংক দেন পড়ি।
আপনি অনুমতি দিলে ইংরেজি কবিতাটি আমি অনুবাদ করতে চাই।

২| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




color of life, color of justice আপনাকে অত্যন্ত গর্বের সাথে ও আনন্দের সাথে অনুবাদ করার অনুমতি দেওয়া হলো। আমি জানি কোনো ভাষার ভাষান্তর বা অনুবাদ সার্বিকভাবে করা হয়ে উঠে না। তারপরও আপনাকে অগ্রিম অভিনন্দন।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫০

কামাল১৮ বলেছেন: ‘মানুষের ভুল ধারনা বদলে দাও’এই আবেদন কার কাছে?

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: মুক্তমনা মানুষদের কাছে।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: আপনাকে মিস করেছি।

৪| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছবি সুন্দর হয়েছে।
কবিতার কথা বলতে পারছি না।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: হে হে--
আসলে আমি কবিতা লিখতে জানি না।

৫| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪১

কামাল১৮ বলেছেন: ধন্যবাদ।বন্দী ছিলাম, আজকেই মুক্ত হলাম।ছবিতে এতো খুঁটির মাথা,কোথায় তোলা।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম। এবং আমার খারাপ লেগেছে। আপনার মন্তব্য আমি উপভোগ করি।

ছবিটা বহু বছর আগের তোলা। গাজীপুরের মাওনা থেকে তুলেছিলাম। একটা ব্রীজের কাজ চলছিলো তখন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.