নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
আর তিন দিন পর তুমি নয় মাসে পা রাখবে। আমার ধারনা নয় মাসে তুমি খুব হামাগুড়ি দিবে এবং তোমার দাঁত উঠবে। কারন এখনই তুমি হামাগুড়ি দাও। তবে সমস্যা হলো- হামাগুড়ি দিয়ে সামনে যেতে পারো না। চলে যাও পেছনে। কি সুন্দর করেই না দুই পা দিয়ে কিভাবে যেন পেছনে চলে যাও! অনেক ধার্মিক লোককে দেখেছি ছেলেমেয়ের দাঁত উঠলে বলে- মানিক উঠেছে। দাঁত বলে না। আমি আধুনিক মানুষ। আমি কোনো কুসংস্কার বিশ্বাস করি না। আমি দাঁত কে মানিক বলতে পারবো না। আমি দাঁত'ই বলবো। যেদিন তুমি নয় মাসে প্রথম পা রাখবে সেদিন বাসায় একটা অনুষ্ঠান হবে। তোমার মা ইলিশ পোলাউ রান্না করবে। দুটা ইলিশ মাছ কেনা হয়েছে। দুটা ইলিশ তিন কেজির বেশি ওজন।
প্রিয় কন্যা ফারাজা-
সেদিন তোমার মা আর আমি করোনার ভ্যাকসিন দিতে গিয়েছিলাম। ভ্যাকসিন দিয়ে বাসায় ফেরার পথে এক দোকান থেকে তোমার মা তোমার জন্য পাঁচ টা জামা কিনেছে। এর তিন দিন আগে আমি তোমার জন্য পাঁচ টা জামা কিনেছি। অবশ্য তোমার অনেক জামার দরকার হয়। সারা দিনে তোমার জামা পাঁচ সাত বার বদলাতে হয়। খিচুড়ি খাওয়ার সময় তুমি পুরো জামা নষ্ট করে ফেলো। পানি খাওয়ার সময় তুমি জামা ভিজিয়ে ফেলো। তোমার জন্য প্রতিদিন নানান রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না হয়। দুপুরে এবং রাতে তুমি সবজি খাও। আমি বাজার থেকে তোমার জন্য টাটকা কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, বরবটি, আলু ইত্যাদি সবজি নিয়ে আসি। দেশী মূরগীর ডিম আনি। আপাতত তোমাকে শুধু ডিমের কুসুম খাওয়ানো হচ্ছে। নয় মাসে পা দিলেই তোমাকে ডিমের সাদা অংশও খাওয়ানো হবে।
প্রিয় কন্যা আমার-
আমি যখন সারাদিন পর বাসায় আসি- তুমি আমাকে দেখে খুশিতে লাফাতে থাকো। আনন্দে চিৎকার করতে থাকো। তোমাকে কোলে না নেওয়া পর্যন্ত তুমি অস্থির হয়ে থাকো। চেচামেচি করো। বাইরে থেকে এসেই আমি তোমাকে কোলে নিতে পারি না। চারিদিকে করোনা। ভালো করে হাত ধুতে হয়। জামা বদলাতে হয়। কিছুটা সময় তো লাগেই। কিন্তু তুমি কিছু বুঝতে চাও না। তুমি কোলে ওঠার জন্য অস্থির হয়ে যাও। তোমার খুব যত্ন নেওয়া হয়। তবুও তোমার ঠান্ডা লেগে গেছে। বেশ ভালো ঠান্ডাই লেগেছে তোমার। নাক দিয়ে পানি পড়ছে। ওষুধ খাওয়াচ্ছি। কিছুটা কমেছে। সারাটা দিন সুরভি তোমার দিকে এত খেয়াল রাখে তবু তোমার ঠান্ডা লেগে গেলো। আমি সারাদিন বাইরে থাকলে চার পাঁচ বার ফোন করে তোমার খোঁজ খবর নিই।
প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম
প্রতিদিন তোমাকে আপেল এবং নাসপাতি খাওয়ানো হচ্ছে। খাওয়ার সময় তুমি দুষ্টমি করো। ঠিক করে খাও না। খেতে চাও না। আজ তুমি পরীকে একটা খামচি দিয়েছো। পরী ব্যাথা পেয়েছে। তোমার হাতের নখ খুব দ্রুত বড় হয়। এবং তোমার নখ খুব ধার। আমাকেও একটা খামচি দিয়েছো। এই যে আমি তোমাকে নিয়ে লিখছি- এখন তুমি আমার পাশে শুয়ে আছো। খেলছো। প্রিয় কন্যা, আমার ধারনা তুমি খুব শ্রীঘই কথা বলা শিখে যাবে। ইদানিং তুমি দা-দা বলো। সুর করে বলতেই থাকো দা-দা-দাদদা। তোমার দাদা তোমার জন্মের কয়েকদিন আগে মারা গেছে। আব্বাকে আমি প্রতিটা মুহুর্ত ভীষন মিস করি। আব্বা মারা গেছে আট মাস হয়ে গেছে। অথচ কখনও আমার মনে হয় আব্বা মারা গেছে।
প্রিয় ফারাজা তাবাসসুম খান ফাইহা-
আমি তোমার কিছু টিকটক ভিডিও করেছি। তুমি বড় হওয়া পর্যন্ত যদি ভিডিও গুলো থাকে তাহলে তুমি ভিডিও গুলো দেখে খুব আনন্দ পাবে। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা মিষ্টি হাসি দাও। তোমার মিষ্টি হাসিটা ভিডিও করেছি। হামাগুড়ি দিয়ে তুমি পেছনে চলে যাও এটাও ভিডিও করে রেখেছি। ভাবছি তোমার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলবো। সেখানে তোমার ভিডিও গুলো জমা করে রাখবো। তুমি বড় হয়ে তোমার ছোটকাল চোখের সামনে দেখতে পারবে। তখন কতই না আনন্দ পাবে তুমি! প্রিয় কন্যা, তোমাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। যদি বেঁচে থাকি তাহলে আমার সমস্ত পরিকল্পনা গুলো বাস্তবায়ন হবে। তোমার জন্য আমার বেঁচে থাকতে হবে। আমি না থাকলে তোমার অনেক কষ্ট হবে।
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৪৪
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসার মেয়ে আপনার; তবে, ৯ মাসের বাচ্চার জন্য ১০টা জামা একটু বেশী অপচয়; কারণ, সে এখন দ্রুত বদলাবে।
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: এসব কাপড় বেশি দিন পড়া যাবে না। জানি। কিন্তু কিনতে ইচ্ছা করে।
৩| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০৯
কুশন বলেছেন: ফারাজার জন্য শুভ কামনা। সে ভালো থাকুক। সুস্থ থাকুক।
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: আপনি তো আমাকে বিপদে ফেলে দিয়েছেনে।
৪| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৮:২৯
শেরজা তপন বলেছেন: বাহ কন্যাতো বড় হয়ে গেল!
লেখা ভাল লাগল
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: হাঁটতে শিখলো না। দাঁত উঠলো না। আর বলছেন বড় হয়ে গেছে?!!
৫| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কন্যাদের জন্য অনেক অনেক আদর আর দোয়া জানবেন। ওদের সবার সুস্বাস্থ্য আর সুন্দর জীবন কামনা করছি।
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।
৬| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কন্যাকে আল্লাহ নেক হায়াত দান করুন।
কিন্তু নিজের পোস্টে নিজেই লাইক কমেন্ট করে ফেললেন হা হা হা
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: নিজের পোষ্টে নিজে লাইক দেওয়া যায়? জানতাম না।
আসলে আপনি চিলের পেছনে দৌড়াতে পছন্দ করা মানুষ।
৭| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৪
কামাল১৮ বলেছেন: খুশির খবর হলো শেষ পর্যন্ত টিকা পেয়েছেন।দ্বিতীয় ডোজ কতদিন পরে।মেয়েকে নিয়ে আনন্দেই দিন কাটছে।
আজ দিন পনের হয় আমার ২৩মাস বয়সের নাতি আমাদের বাসায় আছে।আমরা দুইজন ওর খালা ও মা সবাই মিলে সামাল দিতে পারি না।২০/২৫বছর পর ছোট বাচ্চা বাসায় আসলো ভালোই লাগছে।নাতির বাবা,দাদা দাদী সবাই বাংলাদেশে গেছে, জামাইয়ের বড় ভাইয়ের ক্যান্সার ,জীবন মরন সমস্যা।
সকলের মঙ্গল কামনা করি।
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: দ্বিতীয় ডোজ কবে পাবো সেটা জানি না। অলরেডি এক কোটি নব্বই লাখ লোক রেজিস্টেশন করে বসে আছে।
হ্যাঁ মেয়েকে নিয়ে বেশ আছি। কন্যার জন্যই প্রতিটা দিন রঙ্গিন হয়ে উঠেছে।
নাতির নাম কি?
৮| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৪
নতুন বলেছেন: প্রিয় রাজকন্যারা যেন থাকে দুধে ভাতে
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।
৯| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১৮
হাবিব বলেছেন: আপনার কত জন সন্তান?
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: আমার দুই কন্যা।
১০| ২৯ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৩১
কামাল১৮ বলেছেন: নাতির নাম এরোন। ওর বাবা রেখেছে।ভালোমতো কথা বলতে পারেনা সামনের মাস থেকে স্কুল কাম ডে-কেয়ারে দিবে।আটটা থেকে বারোটা।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: হুম। খুব ভালো।
১১| ২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৯:২৪
শেরজা তপন বলেছেন: এই বয়সে আপনি শিখেছিলেন??
৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: এই বয়সে আমি আলাভোলা ছিলাম।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩
খায়রুল আহসান বলেছেন: আদর ও ভালবাসার মাঝে আপনার দুই কন্যা বড় হচ্ছে। সারাজীবন ওরা যেন আদর ও ভালবাসায় থাকে!
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:০৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: কেবলই এক ছানার গল্প পড়ে এলাম আর এখন আরেকটা মিষ্টি ছানা।
এই বেবিগুলা কত ভাগ্যবান ভাগ্যবতী।
অনেক দোয়া।