নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষ সাবধান হও

০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৬



পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো- মৃত্যু
আমাদের মরতে হবে। অন্য কোনো অপশন নেই।
কে কোথায়, কখন মরবো তা জানি না-
যে কোনো সময়, আমাদের যেকারো মৃত্যু হতে পারে।
তারপরও আমাদের কত আয়োজন!
কত চিন্তা আমাদের মাথায় খেলা করে,
কিন্তু কখনও মৃত্যুর চিন্তা আসে না।
আমরা মনে করি, আমার মৃত্যু হতে দেরী আছে।
কিন্তু ঘটনা তা নয়
মৃত্যু আমাদের খুব কাছেই ওৎ পেতে বসে আছে
মানুষ সাবধান হও।
তোমাকে মরতে হবে।
সময় খুব কম।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২২

ইসিয়াক বলেছেন: এখন কেমন আছেন? জ্বর কমেছে? হঠাৎ মৃত্যু নিয়ে কবিতা লিখলেন যে?

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: ভালো আছি।
হ্যাঁ জ্বর কমেছে। জ্বর নাই। ঠান্ডা আছে।
জ্বর এসেছে। তাই ভাবলাম আবার মরে যাবো না তো!! এই চিন্তা থেকেই মৃত্যুর কবিতা লেখা।

২| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৭

কামাল১৮ বলেছেন: বড় সত্য হলো জীবন।জীবন না থাকলে মৃত্যু থাকতো না।জীবন যখন আছে মরতে একদিন হবেই,তা সাবধান হয়ে কি করতে হবে?

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: মানুষ সাবধান হলে পৃথিবীতে পাপ কম করবে। পাপ কম করলে দুনিয়া সুন্দর হবে।

৩| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৯

মোস্তাফিজুর রহমান জাকির বলেছেন: সময় খুব কম আসলে ই

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: অথচ মানুষের কত আয়োজন!!!!

৪| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



মানুষ চেষ্টা করছে বেঁচে থাকতে।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: হাজার চেষ্টা করেও বেঁচে থাকা সম্ভব না। হয়তো একদিন সম্ভব হবে।

৫| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৬

কুশন বলেছেন: মানুষ মরার কথা ভাবে না কারন, ভাবতে গেলে পৃথিবীর আনন্দটুকু মলিন হয়ে যাবে বলে।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: আমি মৃত্যুর কথা খুব ভাবি।
আল্লাহকে বলি আমাকে এত দ্রুত মৃত্যু দিও না। আমার মেয়েটা অনেক ছোট। আমি ছাড়া সে পৃথিবীতে বড় অসহায় হয়ে পড়বে।

৬| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ২:২৩

কামাল১৮ বলেছেন: পাপ আর পুন্যের সংজ্ঞা কি?জিনতে হলে অবশ্যই সংজ্ঞা লাগবে।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: মন্দ কাজ হলো পাপ। আর ভালো কাজ হলো পূর্ন।

৭| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ২:২৬

কামাল১৮ বলেছেন: চিনতে হলে

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

৮| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫৭

জুল ভার্ন বলেছেন: কুল্লু নাফসুন জায়েকাতুল মৌত- সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ তা তো অবশ্যিই।

৯| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২০

ইসিয়াক বলেছেন: আমি মৃত্যুকে ভয় পাই না তবে দীর্ঘ রোগে ভুগে মৃত্যু হওয়াকে ভয় পাই। আমার প্রার্থনা সব সময় হে প্রভু আমার যেন নিরোগ মৃত্যু হয়। এই যেমন হার্ট এট্যাকে মৃত্যু।এরকম হলে বেশ হয়। কেউ আমার জন্য বিব্রত হলো না আর আমিও কষ্ট কম পেলাম। তবে আমি চাইলেই কি আর সব আৃার মনের মত হবে।
মৃত্যু চিন্তা বাদ দিন যে কটা দিন বেঁচে আছেন হাসি গান আর আনন্দ নিয়ে বাঁচুন। জীবন সুন্দর।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১০| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৩০

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: মৃত্যু এক নিরঙ্কুশ সত্য যা জীবনের মত ধ্রুব বাস্তবতা।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ পর্যন্ত মরতে চান নি।

১১| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১১

কামাল১৮ বলেছেন: কি ভাবে নির্ধারন করবো কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ।

১১ ই অক্টোবর, ২০২১ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: আপন্মার বিবেক তা বলে দিবে।

১২| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৮

ইসিয়াক বলেছেন: Happy birthday to you.
Happy birthday to you.
Happy birthday to dear friend.
Happy birthday to you.

Wish you good luck.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.