নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা গল্প বলি?

০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৭



একবার জনৈক ডাক্তার বাবু রেলওয়ে স্টেশনে নামলেন।
নেমে ‘কুলি’ ‘কুলি’ বলে চিৎকার করতে লাগলেন। একজন এগিয়ে এলেন ডাক্তার বাবুকে সাহায্য করতে। লেখক বর্ণনা করছেন যিনি এগিয়ে এলেন তার পরনে ধুতি, গায়ে মোটা চাদর। পায়ে সামান্য চটি। কুলি এসেছে ভেবে ডাক্তার তাঁর হাতে ব্যাগ তুলে দিলেন। লোকটাও ব্যাগটা নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো ডাক্তার বাবুর পাল্কিতে পৌঁছে দিল।

ডাক্তার তাকে দুটি পয়সা দিতে হাত বাড়ালেন।
লোকটা বলল, না না, পয়সা দিতে হবে না, আপনি এতো ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছি।’

- পয়সা দিতে হবে না, তুমি কেমন কুলি হে?
আমি ঠিক কুলি নই।
- তাহলে কে?
আমি ইশ্বরচন্দ্র শর্মা। লোকে অবশ্য বিদ্যাসাগর বলেও ডাকে। জেনে শরমে মরমে মরে যান আরকি ডাক্তার। পায়ে পড়ে বলেন, এরপর থেকে আমি নিজের কাজ নিজেই করব।


(আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও অনেক মানুষের মন অবিকশিত এবং সংকুচিত থেকে যায়। বিদ্যাসাগর সেই মন ও মানসিকতার বিপরীতে গিয়ে সেই ডাক্তারের জ্ঞানচক্ষু খুলে দিয়েছিলেন।)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা অপসংস্কৃতিতে ভুগেছে চিরকাল, এদের হাতেপায়ে জোর নেই; ২০/২২ বছরের বউ স্বামীর জন্য চা বানাতে পারে না, চাকরাণী লাগে।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: এখনকার মেয়েরা শুধু চা না, সামান্য পেঁয়াজ এবং সবজি কাটার জন্য বুয়া রাখে। বাইরের কথা কি বলব? আমাদের ঘরে যেদিন সকালে বুয়া আসে না, সেদিন হোটেল থেকে নাস্তা কিনে আণতে হয়। সেই বুয়া সবজি কেটে দিয়ে যায়। পেঁয়াজ কেটে দিয়ে যায়।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদ্যাসাগর বাবুর পদবী যে শর্মা ছিল তা আজ জানলাম।
ধন্যবাদ নিন রাজিব দা।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: জ্বী আগে শর্মা ছিলো। পরে তিনি তা বাদ দিয়েছেন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাহায্যের প্রয়োজন হলে সবারই সাহায্য করা উচিত।এখনো ডাক্তার রোগির বাড়ী এলে তার ছোট্ট বেগটা বাড়ীর মালিক বা অন্য কেউ এগিয়ে দিয়ে আসে বার বাড়ী পর্যন্ত।বাংঙ্গালী সমাজে এটা একটা সাধারন ভদ্রতা।আর বিদ্যাসাগরের আমলের ডাক্তার, সেতো বিরাট ব্যাপার।জোতদার জমিদারের ছেলে ছাড়া ডাক্তার হবার প্রশ্নই আসে না।ব্যাগ যত ছোটই হোক নিজে বইবার প্রশ্নই আসে না।দুই জনই ঠিক কাজ করেছেন।বিদ্যাসাগর গুনি লোক ছিলেন কিন্তু জমিদার ছিলেন না।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: আসলে বিদ্যাসাগরের টাকা পয়সার প্রতি কোনো আগ্রহ ছিলো না। চাইলে তিনি অনেক টাকার মালিক হতে পারতেন। সেই সুযোগ তার ছিলো।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আগে পড়েছি।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আপনি পড়ুয়া মানুষ। এজন্য আপনাকে আমি বেশি পছন্দ করি।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেক যায়গায় খোজাখুজি করেও শর্মা পেলাম না।বন্দ্যোপাধ্যায় পাওয়া যায়।বাঙ্গালী শর্মা শুনিনাই ননবাঙ্গালী বহু শর্মা আছে,এরা নিজদেরকে কুলিন ব্রাক্ষ্মন মনে করে।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: তাহলে আমি কি ভুল লিখেছি?
চিন্তায় পড়ে গেলাম। চিন্তা মুক্ত করুণ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:১৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বিদ্যাসাগর সম্পর্কে নতুন কিছু জানা হলো। ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২

তারেক ফাহিম বলেছেন: আপনার ব্লগেই পূর্বেও পড়ছিলাম মনে হচ্ছে।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: না এটা আগে কখনও পোষ্ট করি নি।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কখনো কখনো শর্মা নামেও স্বাক্ষর করতেন।আপনি ঠিকই আছেন।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.