নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাংলাদেশের মানুষের সমস্যা হলো-
নিজেকে সবাই পন্ডিত মনে করে। কেউ কেউ পন্ডিত ও মহৎ সাজতে চেষ্টা করে। অবশ্য আজকাল ইন্টারনেটের কারনে সকলেই পন্ডিত হয়ে বসে আছে। ক্লিক করলেই সব বেড়িয়ে আসে। কঠিন কঠিন রোগের নামও বেড়িয়ে আসে। সেই নাম লেখাতে ব্যবহার করে লেখাকে ভারী করে তোলার চেষ্টা করা যায়। কাউকে কিছু বলা না গেলে, নিজের লেখাতে মনের সুখে তাকে আঁকার ইঙ্গিতে যা-তা বলা যায়। অপমান করা যায়। এটা খুবই নিম্ম মানসিকতা। অনলাইনে এই এক অসুবিধা। সামনে যার দাঁড়ানোর সাহস নেই, অথচ ভার্চুয়াল জগতে বাপ মাকে নিয়ে গালি দিয়ে দেয়। কারন যে গালি দিয়েছে সে জানে তাকে ধরা যাবে না। ছোঁয়া যাবে না। তবে চাইলে ধরা যায়। অসম্ভব কিছু না। আমি এই শ্রেনীর মানুষদের ক্ষমা করে দেই। বরং ওদের জন্য আমার মায়া হয়।
দুই দিনের বৈরাগী, ভাতেরে কয় অন্ন।
মানে সামান্য কিছু একটা হয়ে হামবড়াই ভাব দেখানো। এই সমস্যা আমাদের দেশে খুব বেশি। অসৎ মানুষেরা এরকম বেশি করে। তোদের বলতে চাই- মস্ত বড় মনোবিজ্ঞানী হয়ে গেলি? সাইক্রিয়াটিস্ট? আরে গাধা তোর কর্মকান্ড দেখলেই বুঝা যায় তুই মানসিক ভাবে অসুস্থ। তুই অসুস্থ হয়ে কি করে আরেকজনকে বিচার করিস। তার সমস্যা খুঁজে বের করিস? অযথা সময় নষ্ট না করে, নিজের সমস্যা খুঁজে বের কর। হুম, ছোটবেলায় আদর পায় নি। কষ্টে বড় হয়েছে। এই জন্য আজ এমন করে। চিকিৎসা দরকার। আহ কি ভাব! আমরার মনোবিজ্ঞানীর! হাসি পায় আমার। আরে ছাগল চিকিৎসা দরকার তোর। তুই অসুস্থ। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে মানসিক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। তোমাদের চিকিৎসা আমার কাছে আছে। ডাক্তারি ভাষায় তোমাদের সমস্যা কে বলে- অটোফ্যাজিয়াক। এই রোগের চিকিৎসা আছে। ছয় থেকে এক বছর সময় লাগে।
তোমার মধ্যে 'মিথোম্যানিয়া' রোগটা প্রবল ভাবেই আছে।
একজন স্বাভাবিক মানুষ তার ভুল স্বীকার করে নেবে এটাই স্বাভাবিক। কিন্তু একজন 'মিথোম্যানিয়া' রোগী কোনোভাবেই তার ভুল বা দোষ মেনে নিবে না। এই রোগী নিজের ভুল দেখতে পায় না। তবে নিজের ভুল গুলো অন্যের মাঝে দেখতে পায়। এই রোগী প্রচুর মিথ্যা বলে। নানান রঙ ঢং করে। দিন শেষে বন্ধু ও আত্মীয়দের কাছে পাত্তা পায় না। কারো সাথে বেশি দিন সম্পর্ক ধরে রাখতে পারে না। নারী সঙ্গ পছন্দ করে কিন্তু নারীরা তাদের পছন্দ করে না। এরা ক্লাশমেটদের সাথে প্রেম করতে চায়। কোনো মেয়ে তার দিকে চাইলেই মনে করে মেয়েটা তার প্রেমে পড়ে গেছে। এই নিয়ে একটা গল্প লিখে ফেলে- 'জিনিয়ার সাথে প্রেম'। সঠিক সময়ে চিকিৎসা না করাতে পারলে এদের জীবন কাটে ভুলে ভুলে। মায়া হয় আমার এই ধরনের লোকদের জন্য।
'মিথোম্যানিয়া' রোগের একটা পরিস্কার উদাহরন দেই-
''এই রোগী একদিন গল্পচ্ছলে জানাল, তার সঙ্গে একটি দুর্ধর্ষ ডাকাত দলের সম্পর্ক আছে। সে তাদের আস্তানা চিনে। সে মাঝে-মাঝেই সেখানে যায়, তাদের সঙ্গে চা-নাশতা, গল্প-গুজব করে আসে। অনেকেই চোখ বড় বড় করে তাকিয়ে অবিশ্বাসের সঙ্গে তার গল্প বিশ্বাস করে ফেলে। কেউ কেউ তার গল্পে দ্বিমত প্রকাশ করল। একজন তো বলেই বসল, আমিই না কাল তোকে তাদের আস্তানার কথা বললাম? তুই এর ভেতরে তাদের চিনলি কী করে? সেই লোকটি কিন্তু আসলেই এত কিছু জানে না। সে কালই শুধু জেনেছে ডাকাতদলের আস্তানার কথা। কিন্তু আগ বাড়িয়ে কথা বলতে গিয়েই তো বিপদে পড়ল''। আমাদের সমাজে 'মিথোম্যানিয়া' রোগ নারী স্বভাবের পুরুষদের বেশি হয়। এরা মনে করে দুনিয়ার সমস্ত মেয়ে তার সাথে প্রেম করতে চায়।
এবার এই পোষ্টের শিরোনামে ফিরে যাই-
হুমায়ূন আহমেদের 'চোর' নাটকে একজন ছিচকে চোর বলে- ''দেখলেন ওস্তাদ কেমন ভাবধারা কথা কয়! একজন দুষ্টলোক (স্কুল মাস্টার) ভালো ভালো কথা কয়। এলাকার ছিচকে চোরকে বলছে ভালো হয়ে যা। চুরী করিস না। নামাজ পড়। তখন চোর মনে মনে বলে, আরে হারামজাদা দুই যে মসজিদের টাকা চুরী করিস। স্কুলের ত্রিশ বস্তা গম চুরী করছিস''। দুষ্টলোকের মুখে জ্ঞানী কথা, ভালো কথা মানায় না। কারন তুই অসুস্থ। তোর মিথোম্যানিয়া রোগ আছে। যা চিকিৎসা করা। ভালো চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিলে তিন থেকে ছয় মাসের মধ্যে এই রোগ ভালো হয়ে যায়। যা মিয়া ভাই, যা সোনা ভাই। নিজের চিকিৎসা করা। তারপর এসে জ্ঞান দে। ভালো কথা বল। সব মেনে নিবো। তোকে চা খাওয়াবো।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকুন।
২| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মিথোম্যানিয়া নাই পথম শুনলাম মনে হয় এই রোগের নাম।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: আছে আছে। এই রোগ আছে।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৪
সাহাদাত উদরাজী বলেছেন: ানুষ মনে হয় না কখনো ভাল হবে, মানুষ এই চরিত্রে থাকবে দুনিয়া শেষ না হওয়া পর্যন্ত।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: মানুষ ভালো হবে। সমাজ বদলাবে। দেরী হোক, যায়নি সময়।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনি সমাজের দুষ্টদের নিয়ে বেশী চিন্তিত; ঢাকার সাধারণ মানুষ, খেটে-খাওয়া মানুষদের কথাও বলিয়েন সময় সময়।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।
তবে আগে দুষ্টদের ঠিক না করতে পারলে সাধারণ মানুষদের কিছু করা যাবে না।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: আজ কাল এই রোগের বেড়েছে অনেক জীবন সংসারে বেশীর ভাগ গিলে খায়----------
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৬| ১২ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৮
জ্যাকেল বলেছেন: বয়েস তো কম হইল না, এইসকল প্রতিক্রিয়াশীল হওয়া আত্মার জন্য খুবই খারাপ। হিংসা বিদ্বেষ মানুষকে অমানবিক আচরণ করতে উদ্বুদ্ধ করে। একসময় সেই মানুষের একাংশ পাথরের মত বাতিল হইয়া যায়।
তাই সময় থাকতে সাধু সাবধান।
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: আমি হিংসা করি না।
সকলের মঙ্গল কামনা করি।
৭| ১২ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩
শায়মা বলেছেন: যাক ভাইয়া শেষে তুমিও ইন্টারনেটের কল্যানে সাইকিয়াট্রিস্ট হলে। আমাদেরকে কিছু লক্ষন জানালে।
মিথ্যাম্যানিয়া রোগের ইংলিশ কি ভাইয়ু?
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৮| ১২ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬
মিরোরডডল বলেছেন:
বাংলাদেশের মানুষের সমস্যা হলো-
রাজীব কি বাংলাদেশের মানুষ নাহ ?
তাহলে লিখতে হতো, আমাদের সমস্যা হলো
তোদের বলতে চাই- মস্ত বড় মনোবিজ্ঞানী হয়ে গেলি? সাইক্রিয়াটিস্ট? আরে গাধা তোর কর্মকান্ড দেখলেই বুঝা যায় তুই মানসিক ভাবে অসুস্থ। তুই অসুস্থ হয়ে কি করে আরেকজনকে বিচার করিস। তার সমস্যা খুঁজে বের করিস? অযথা সময় নষ্ট না করে, নিজের সমস্যা খুঁজে বের কর।
এই যে বলা হলো নিজের সমস্যা খুঁজে বের কর ।
রাজীব কেনো তাহলে অন্যের সমস্যা নিয়ে লিখছে !
What about you Rajib?
Are you flawless ?
Don’t you have any problem to think about?
মানুষকে উপদেশ দেবার জন্য এই পোষ্ট ।
তাহলে এই যে তুই তোকারি করে কথা বলা, এটা কতটা শোভন ?
তোমার মধ্যে 'মিথোম্যানিয়া' রোগটা প্রবল ভাবেই আছে।
একজন স্বাভাবিক মানুষ তার ভুল স্বীকার করে নেবে এটাই স্বাভাবিক। কিন্তু একজন 'মিথোম্যানিয়া' রোগী কোনোভাবেই তার ভুল বা দোষ মেনে নিবে না। এই রোগী নিজের ভুল দেখতে পায় না। তবে নিজের ভুল গুলো অন্যের মাঝে দেখতে পায়। এই রোগী প্রচুর মিথ্যা বলে। নানান রঙ ঢং করে।
You have all these symptoms of mythomania diseases.
আমার মাঝেই যে অসুখ লালন করি, সেই অসুখের জন্য আমি আরেকজনকে কি করে বলি !!!
আমি নিজেই যখন একজন চোর, তখন কি আমি আরেকজন কে চুরির জন্য অভিযোগ করতে পারি !!!
রাজীব কি প্লীজ একটু বলবে, সেটা কতোটা যুক্তিযুক্ত ।
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: না আমিও বাংলাদেশে থাকি। তবে আমি এরকম সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি।
দুষ্টলোকদের মতো সমস্যা আমার নেই। আমি মাল্টি নিক ব্যবহার করি না।
না উপদেশ দেওয়ার জপ্ন্য এই পোষ্ট না। তবে অনুরোধ বলা যেতে পারে। আর তুই করে বলার কারন হলো- আদর ভালোবাসা নিয়ে তুই করে বলেছি। তুচ্ছ তাচ্ছিল্য করে নয়।
মিথোম্যানিয়া আমার মধ্যে নেই। যদি থাকতো চিকিৎসা নিতাম অবশ্যই।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৬
জুল ভার্ন বলেছেন: 'আমি' এবং 'আমিত্ব' কঠিন ব্যধি!
তোমার এই লেখাটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত। চেক এন্ড ব্যালেন্স করে উদাহরণ সহ লিখেছো।
ধন্যবাদ। +